কবিতা লিখার চেষ্টা :) কষ্টের ফেরিওয়ালা 😕

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কবিতা লিখার চেষ্টা :)



কষ্টের ফেরিওয়ালা.gif

সংগ্রহশালা

" পটভূমি এবং আলোকপাত "

কবিতা লিখায় বড্ড জড়তা কাজ করে আমার মধ্যে। তবে সত্যি বলতে কখনো সেভাবে লিখার চেষ্টা করিনি। তবে একটা ব্যাপার হচ্ছে আমি জানি লিখলে হয়তো আমাদের যারা ভালো কবিতা লিখেন তারা হাসবেন। যাক #amarbanglablog মানেই নতুন কিছু আর নতুন নতুন সব চিন্তা চেতনা। গতকাল হঠাৎ করেই চারটি লাইন লিখেছিলাম @hafizullah ভাই বেশ উৎসাহ দিয়েছেন। আজ পুরো একটা কবিতা লিখে ফেললাম। অনেক সময় লেগেছে পুরোটা লিখতে। মূল পটভূমি হিসেবে বলতে পারি এটি একজন কষ্টের ফেরিওয়ালার কবিতা। এরকম কষ্টের ফেরিওয়ালা রয়েছে অসংখ্য, যারা সত্যিই কিছু কষ্টের বিনিময়ে একটু সুখের ছোঁয়া পেতে চায়। আমিও একজন কষ্টের ফেরিওয়ালা যে কষ্টের বিনিময়ে কিছুটা সুখ পেতে চাই। তবে সত্যিই নীলাভ চাদরে শুয়ে বিদায় নিতে চাই ভবলীলা সাঙ্গ কালে। 🙏

heart-1833403__480.jpg

সংগ্রহশালা

কষ্টের ফেরিওয়ালা 😕
ইমরান হাসান


কষ্ট কিনবে কষ্ট
নাও না গো একটু কষ্ট ,
আমি যে এক কষ্টের ফেরিওয়ালা
ভালোবাসায় ব্যার্থ হতচ্ছাড়া।

হরেক রকম কষ্ট আছে
নীলাভ সবুজ যন্ত্রনাও আছে,
তুমি কি সুখি মানুষ?
নাও না গো একটু কষ্টের ভাগ।

কষ্ট কিনবে কষ্ট
দাম চাইনা গো কষ্টের,
শুধু দিয়ো গো একটু সুখের ছোঁয়া
না না চাইনা নিতে আফিমের ধোঁয়া।

কষ্টের তীব্রতায় হৃদয়ের রক্তক্ষরণ
কভু পাইনি গো সুখের শিহরণ,
তোমার ছলনার পরতে পরতে
জীবন ছেঁয়েছে ঘোর অন্ধকারে।

কষ্ট কিনবে কষ্ট
নাও না গো একটু কষ্ট,
মরতে বসেছে আজ হৃদয় বেচারা
আমি ভালোবাসায় ব্যার্থ হতচ্ছাড়া।

নীলাভ রং ছেয়েছে জীবন জুড়ে
বাঁচবো কি ঘন ধোঁয়াশার ঘোরে,
জীবন প্রদীপ সাঙ্গ কালে
দিও গো নীলাভ চাদরে জড়িয়ে।

কষ্ট কিনবে কষ্ট,
নাও না গো একটু কষ্ট ,
আমি যে এক কষ্টের ফেরিওয়ালা,
ভালোবাসায় ব্যার্থ এক হতচ্ছাড়া।



❤️‍🔥 পরিশেষ ❤️‍🔥


stone-4592928__480.jpg

সংগ্রহশালা

জানিনা কবিতা কেমন হয়েছে, তবে খারাপ লাগলেও মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভুল করতে করতেই মানুষ শেখে, আমি না হয় ভুলের সাগরে হারিয়ে গেলাম 😕 ।



3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png

Sort:  
 2 years ago 

দারুন ভাইয়া অসাধারণ কবিতা লিখেছেন। আমি তো আপনার কবিতা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা লাইন খুবই চমৎকার হয়েছে ভাইয়া। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করি সামনে এরকম আরো সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিবেন।

 2 years ago 

ভাই, আসলেই চেস্টাটা অসাধারণ হয়েছে, চেস্টা করলে সবই সম্ভব সেটা আপনার লেখা পড়ে আরেকবার বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই 🤗
চেষ্টা করলে সত্যিই সম্ভব ☺️

 2 years ago 

ভাই আপনি তো আগুন লাগিয়ে দিয়েছেন। এত ভালো কবিতা লিখতে পারেন আগে ট্রাই করেন নি কেন ভাই?? সত্যি বলছি ভাই প্রত্যেকটা কথাগুলোতে বাস্তব চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে প্রতিটা লাইনের শেষে ছন্দের মিল ছিল এবং প্রতিটি কথা অর্থবহ ছিল। ব্যক্তিগত ভাবে আমার অনেক ভালো লেগেছে। আশা করি পরবর্তীতে আরো কবিতা পাবো।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
আপনি আমার কবিতায় প্রথম মন্তব্যকারী। আজকে প্রথম কবিতা লিখা শিখলাম, তবে আগেও লিখেছি। একটা ব্যাপার খেয়াল করলাম যদি কবিতা লিখার আগে অনুভূতির ভেতর হারিয়ে যাওয়া যায় তাহলেই একমাত্র লিখা সম্ভব। চেষ্টা করবো সামনে লিখার।
ধন্যবাদ ভাই উৎসাহ দেয়ার জন্য 🥀

 2 years ago 

না ভাই কষ্ট নিতে পারবো না,যদি সুখ থাকে তাহলে দিতে পারেন 🤪🤪।যাই হোক ভাইয়া সুন্দর একটি কবিতা লিখেছেন, আসলে দুনিয়াতে কষ্টের ভাগ কেউ নিতে চায় না।প্রতিটি লাইন খুব চমৎকার হয়েছে। ধন্যবাদ

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।
সত্যিই কেউ কষ্টের ভাগ নিতে চায়না কারন প্রত্যেকেই সীমাহীন কষ্টের সাগরে রয়েছে। যাক আমার অনুভূতি প্রকাশ করতে চেষ্টা করেছি।
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

 2 years ago 

আপনার তৈরি করা কষ্টের ফেরিওয়ালা কবিতাটি পড়ে কমেন্ট করার মত ভাষা হারিয়ে ফেলেছি। আপনি আমাদের বাস্তব জীবনের সাথে কবিতাটি অনেক সুন্দর ভাবে মিলিয়ে তৈরি করেছেন ভাইয়া।
এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই।
এরকম কষ্টের ফেরিওয়ালা অহরহ রয়েছে, সত্যিই বোঝার উপায় নেই কষ্টের তীব্রতা কতখানি।

 2 years ago 

দারুন! একবারে ফাটিয়ে দিয়েছেন ভাই। অসাধারণ ও ইউনিক একটি কবিতা ছিল যা পড়ে অনেক মুগ্ধ হয়েছি ভাই। এভাবে আরও ইউনিক কবিতা আশা করছি আপনার কাছে শুভকামনা অবিরাম আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই, কিন্তু আমি জানি বাড়িয়ে বলছেন ☺️ যাক আপনাদের উৎসাহে আমার পথচলা ‌‌ । দোয়া রইল ভাই 🤗

 2 years ago 

না ভাই একদম বাড়িয়ে একটুও বলিনি, যেটা বাস্তব সেটাই বলেছি। কবিতাটি আসলে খুবই চমৎকার হয়েছে ছন্দের তাল গুলো খুবই চমৎকার ভাবে মিলিয়েছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই ফিডব্যাক দেয়ার জন্য 🥀
দোয়া করবেন যেন আরো লিখতে পারি, তবে অনেক সময় লাগে 😕

 2 years ago 

কষ্টের তীব্রতায় হৃদয়ের রক্তক্ষরণ
কভু পাইনি গো সুখের শিহরণ,
তোমার ছলনার পরতে পরতে
জীবন ছেঁয়েছে ঘোর অন্ধকারে।

আসলেই ভাই কবিতার এই অংশটুকু আমার মনে যেন জায়গা করে নিয়েছে আপনার কবিতার মধ্যে দুঃখের ছোয়া ছিল। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন খুব ভালো লাগলো পড়ে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই 🤗
আমার কবিতা মনে জায়গা করে নিতে পেরেছে এটা জেনেই খুশি হলাম।
ভালো থাকুন দোয়া রইল 🥀

 2 years ago 

হরেক রকম কষ্ট আছে
নীলাভ সবুজ যন্ত্রনাও আছে,
তুমি কি সুখি মানুষ?
নাও না গো একটু কষ্টের ভাগ।

সুখি মানুষ খুব কমেই আছে। আজকে আপনি অসাধারণ একটি কষ্টের ফেরিওয়ালা কবিতা লিখেছেন। সত্যিই আমার এত ভালো লেগেছে যে আপনাকে বলে বোঝাতে পারছিনা। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65910.66
ETH 2696.65
USDT 1.00
SBD 2.88