কবিতা লিখার চেষ্টা :) ভোজনরসিক রামলাল।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কবিতা লিখার চেষ্টা :)

ভোজনরসিক রামলাল



Notepaper Watercolor.gif

ছবিটা পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

" পটভূমি এবং আলোকপাত "

রামলাল ভীষণ খেতে পছন্দ করে আর খাওয়াতেই সে স্বর্গীয় সুখ অনুভব করে। সবথেকে বড় ব্যাপার নিজেকে ভোজনরসিক পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করে। অর্থবিত্ত আর সম্পদ কোনটাই তার অভাব নেই কিন্তু ভালোবাসার বড় অভাব। স্ত্রী গত হয়েছেন কয়েক বছর আগে আর সন্তানরা তাদের মতো দূরে থেকেই সুখে আছে। এতে কোন দুঃখ কষ্টও নেই রামলালের, সে এখন খাবার খেয়ে খিদে মিটিয়ে স্বর্গীয় সুখ অনুভব করে। নেতাই হলো প্রভু ভক্ত একমাত্র সহচর, যে রামলালের বিশ্বস্ত হয়ে উঠেছে। নেতাই বড্ড ভালোবাসে মুনিবকে, কারন সে জানে মুনিবের খেয়াল রাখার মতো কেউ নেই সে ছাড়া। প্রতিদিন সকাল থেকে রাত অবধি রান্নায় ব্যাস্ত থাকে মুনিবের জন্য। রামলাল অত্যধিক খাওয়ার ফলে শারীরিক জটিলতায় হঠাৎ একদিন মৃত্যু বরণ করে। নেতাই ভীষণ কষ্ট পায় আর ঈশ্বরকে দোহাই দিতে থাকে।
তার কানে সারাক্ষণ মুনিবের ডাক বাজে-
নেতাই ওহে নেতাই,
বলি সকাল কি হয়নি তোমার ?
পেটের খিদেয় মরার যোগাড়।

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

ভোজনরসিক রামলাল
ইমরান হাসান


ভোজনরসিক রামলাল
খাওয়া ছাড়া গোটা পৃথিবী গোলমাল,
সকাল বেলায় খিদেয় পড়লো টান
গোটা পৃথিবী যেন রুটির আধ খান।

গলা উঁচিয়ে ছাঁড়লেন এক হাঁক
নেতাই, ওহে নেতাই
বলি সকাল কি হয়নি তোমার ?
পেটের খিদেয় মরার যোগাড়।

নেতাই প্রভু ভক্ত এক হতভাগা
দুনিয়ায় নেই কোন ঠিকানা
চোখ কচলে ঘুম ছাড়িয়ে
কর্তার সম্মুখে ঠায় দাঁড়িয়ে।

নেতাই জানে রামলালের পেটের খবর
ছুটলো আড়মোড়া ভেঙে বন্ধনঘর,
দশ খানা রুটি আর দুখানা ডিম ওমলেট
খিদে মেটালো মালাই চা আর স্বাদের কাটলেট।

ভোজনরসিক রামলাল
খাওয়া ছাড়া গোটা পৃথিবী গোলমাল
খিদে মিটিয়ে তৃপ্তির ঢেকুর
নেতাইকে দিলেন বাহবা ভরপুর।

রামলাল আর নেতাইয়ের বড্ড মিল
ঘোটা দুনিয়ায় কেউ নেই সুখের সামিল,
রামলাল বউ হারিয়ে বড্ড বেতাল
ঔরসের সন্তান ছেড়েছে কোন কাল।

বেচারা রামলাল খাওয়াতেই খুঁজে পান
স্বর্গীয় সুখ আর অমিয় সুধা পান
ভুঁড়ি খানা তার নাদুসনুদুস
হাঁটতে গিয়ে দম বেরিয়ে হাপুসহুপুস।

হঠাৎ সেদিন কি থেকে কি হলো
রামলালের দম খানা বেরিয়ে গেল,
হাঁক ছাড়লেন নেতাই ওহে নেতাই
বাঁচা আমায় তোর ধর্মের দোহাই।

ছুটলো নেতাই মনিব ডাকছে সেথাই
পরে রয়েছে নিথর দেহ মাটিতে লুটাই
হাঁও মাও কাঁদছে নেতাই
কত দিচ্ছে ঈশ্বরের দোহাই।

ভবলীলার সাঙ্গ করে
মনিব চললো ঈশ্বরের ঘরে
নেতাইয়ের মনে বড্ড ক্ষোভ
মনিব নেয়নি সঙ্গে করে।

নেতাইয়ের কানে বাজে সদাই
নেতাই ওহে নেতাই
বলি সকাল কি হয়নি তোমার ?
পেটের খিদেয় মরার যোগাড়।


mustache-7313967_640.png

সংগ্রহশালা



❤️‍🔥 পরিশেষ ❤️‍🔥


সংগ্রহশালা

জানিনা কবিতা কেমন হয়েছে, তবে খারাপ লাগলেও মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। @hafizullah ভাই এটা আমার দ্বিতীয় প্রচেষ্টা ছিল। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য 🥀



3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png

Sort:  
 2 years ago 

"খিদে মেটালো মালাই চা আর স্বাদের কাটলেট।"

আহা!! কি লাইন।

দাদা শেষ দিকে এসে কবিতা ইমোশনাল করে দিলো আমাকে। সত্যিই কিছু ভাষা নেই।
কি দারুন লিখেছেন,

নেতাইয়ের কানে বাজে সদাই
নেতাই ওহে নেতাই
বলি সকাল কি হয়নি তোমার ?
পেটের খিদেয় মরার যোগাড়।

কবিতায় অন্তর্নিহিত যে গভীর টান মনিব আর নেতাই এর। পরিসমাপ্তি তার বড়ো একটা প্রমান।

সম্পর্ক আসলে , রক্তের না হলেও কখনও কখনও খুব খুব কাছের হয়ে যায়। আমি এর প্রমাণ পেয়েছি নিজের জীবনেই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি।
আসলে কিছু সম্পর্ক রক্তের না হলেও অন্তরের হয়ে যায়। এখানে রামলালের সন্তানরা তাকে ছেড়ে গেলেও এই নেতাই শেষ পর্যন্ত তাকে আগলে রেখেছে।

অসংখ্য ধন্যবাদ জানাই আমার কবিতাটির সঠিক মূল্যায়ন করার জন্য।
আপনার জীবন জুড়ে সঠিক ভালোবাসা ছড়িয়ে পড়ুক এই দোয়া করছি।

 2 years ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটিতে একটি শব্দের সাথে অপর শব্দটি মিলিয়ে আরো সুন্দর করে তুলেছেন।
আশা করি পরবর্তীতে আরো সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করবেন

 2 years ago 

জি শুধু শব্দ মিলিয়ে লিখেছি।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বেচারা রামলাল খাওয়াতেই খুঁজে পান
স্বর্গীয় সুখ আর অমিয় সুধা পান
ভুঁড়ি খানা তার নাদুসনুদুস
হাঁটতে গিয়ে দম বেরিয়ে হাপুসহুপুস।

পর পর আপনি দুইটা কবিতা লিখলেন কবিতা দুইটা আমার ভীষণ ভালো লেগেছে। উপরের লাইন গুলো মন ছুঁয়ে যাওয়ার মতো। এভাবেই কবিতা লিখতে লিখতে এগিয়ে যান। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

ভাইয়া এত দেখছি ভালোই কবিতা লেখেন। কবিতাটা খুবই সুন্দর হয়েছে ভাইয়া। খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন। কবিতার প্রত্যেকটা লাইন খুব মজার ছিল। খুব সুন্দর একটি কবিতা উপহার দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
চেষ্টা করছি একটু আধটু লিখতে।

 2 years ago 

বাহ,চমৎকার মজার একটি কবিতা লিখেছেন ভাইয়া।লাইনগুলো খুবই মিষ্টি ভাষায় লিখেছেন, তাছাড়া অতিরিক্ত কিছু ভালো নয় শেষটার পরিণতি তা প্রমাণ।কিন্তু খুবই ভালোবাসার জন্য নেতাই তার কতগুলো অনুভব করে,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ দিদি।
আসলে রামলাল ভীষণ দুঃখী মানুষ ছিলেন, তাইতো খাবার খেয়েই তিনি তৃপ্তি পেতেন। নেতাই সত্যিই তার মুনিবকে ভীষণ ভালোবাসতেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41