সুপারি পাতার প্লেটে গোধূলী বেলার দৃশ্যের পেইন্টিং।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ আপনাদের মাঝে ভিন্ন রকম একটা পেইন্টিং শেয়ার করব। সচরাচর পেইন্টিং খাতা অথবা আর্ট পেপার এর মধ্যেই কিন্তু বিভিন্ন রকম পেইন্টিং করা হয়। মাঝে মাঝে আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। তাছাড়া দেয়ালে আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তবে এবার প্রথমবারের মতো চেষ্টা করলাম সুপারি পাতার প্লেটে সুন্দর একটা গোধূলি সন্ধ্যার দৃশ্য ফুটিয়ে তোলার জন্য।
এ পেইন্টিং টা অবশ্য গতকাল বিকেলেই করেছিলাম। কারণ আমাদের বাড়ি থেকে আসার পর আজকের পোস্ট তৈরি করার জন্য কোন কিছুই ছিল না। সেজন্যই ভাবলাম একটা পেইন্টিং করে ফেলি। ভাবনা অনুযায়ী সুপারি পাতার প্লেট নিলাম তার মধ্যে একটা গোধূলি সন্ধার দৃশ্য এঁকে নিলাম। যেখানে হলুদ, কমলা আর লালচে রংয়ের আভাস ফুটে উঠেছে। তার পাশাপাশি নদীতে নৌকা ভেসে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে দূর থেকে । সবুজ পাতায় ঘেরা গাছে খুব সুন্দর সুন্দর কিছু ফুল ফুটে আছে। তাছাড়া নদীর পাড়ে থাকা ঘাসে বন্যফুল গুলো তো আছেই। সব মিলিয়ে চেষ্টা করেছি এ পেইন্টিং টাকে জীবন্ত রূপ দেয়ার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই পেইন্টিংটা ভালো লাগবে। চলুন তাহলে কিভাবে ধাপে ধাপে এটি আমি তৈরি করেছি সেটাই দেখাই।
পেইন্টিং এর জন্য উপকরণসমূহ |
---|
- এক্রলিক পেইন্ট
- তুলি
- সুপারি পাতার প্লেট
প্রথম ধাপ |
---|
প্রথম ধাপে আমি সাদা রং দিয়ে সুপারি পাতার প্লেটের মধ্যে রং করে নিলাম। পুরো প্লেটটাকে রং করে কিছুক্ষণ শুকিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ |
---|
এই ধাপে আমি সুপারি পাতার প্লেটের উপরের অর্ধেক অংশ কমলা রং করে নিলাম ।
তৃতীয় ধাপ |
---|
এখন নিচের খালি অংশটাতে প্রথমে হলুদ রং ছিটিয়ে দিলাম। তারপর মোটা ব্রাশ টা দিয়েই পুরো অংশ রং করে কমলা এবং হলুদ মিক্স করে নিলাম।
চতুর্থ ধাপ |
---|
গোধূলি আলোর জন্য উপরের অংশটা লাল রঙ দিয়ে কিছুটা লালচে আকারে দিয়ে দিলাম।
পঞ্চম ধাপ |
---|
এই ধাপে এই নদীর শেষপ্রান্তে একটা পাহাড়ি অংশ আছে এটা কালো রং দিয়ে কভার করে নিলাম।
ষষ্ঠ ধাপ |
---|
এখন নদীতে বড় আকারের একটা নৌকা দূর থেকে দেখা যাচ্ছে, যেটা বয়ে যাচ্ছে ধীরে ধীরে সেটাই এঁকে নেয়ার চেষ্টা করলাম।
সপ্তম ধাপ |
---|
উপরের অংশে ডান পাশে একটা গাছের ডাল এবং শাখা প্রশাখা এঁকে নিলাম। এক্ষেত্রে আমি খয়রি+কালো রঙ ব্যবহার করেছি।
অষ্টম ধাপ |
---|
প্রথমে সবুজ রং দিয়ে গাছের পাতাগুলো এঁকে নিলাম। তারপর হালকা সবুজ রং দিলাম। এর উপরে আবার একটু হলুদ রঙের পাতাও দিয়ে দিলাম। এভাবে পুরো গাছের পাতাগুলো আঁকা শেষ করলাম।
নবম ধাপ |
---|
নিচের দিকে নদীর পাড়ে কিছু ঘাস পাতা এঁকে দেয়ার জন্য সবুজ রং ব্যবহার করেছি। এক্ষেত্রে গাছের মধ্যে প্রথমে কিছু সাদা রংয়ের ফুল দিয়ে দিলাম।
দশম ধাপ |
---|
এ ধাপে নিচের দিকের ঘাস গুলোর মধ্যে কিছু সাদা রঙের ফুল এঁকে নিলাম। আবার গাছের সাদা ফুলের মধ্যে কিছু লাল রঙের ফুলের ফোটাও দিয়ে দিলাম।
তাছাড়া নিচের দিকে ফুলগুলোতেও সুন্দর যে বোঝাতে লাল রঙের ফোঁটা দিয়ে দিলাম। নদীতে সাদা রঙের সূর্যের আভাসটা দিয়ে দিলাম ।
ফাইনাল আউটলুক |
---|
এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুন একটা গোধূলি বিকেলের মুহূর্ত।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
ইতোমধ্যে আমি সুপারি পাতা প্লেটে বেশ কিছু পেইন্টিং করেছি ঘরের দেয়ালে লাগাবো বলে। আপনার পেইন্টিং দেখে ভালো লাগলো আপু। গোধূলির সৌন্দর্য সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।
জি আপু আপনার পেইন্টিং গুলো দেখেছি খুব সুন্দর লাগে সেজন্যই আমি চেষ্টা করলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুপারি পাতার প্লেটে গোধূলী বেলার দৃশ্যের পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অংকন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত ছোট জায়গাতে আপনি এতটা সুন্দর ভাবে এই চিত্রটা অঙ্কন করেছেন তা দেখে প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পেইন্টিং করা আমার অনেক ছোটবেলার একটা শখ ভাইয়া। তাই চেষ্টা করি নিজের মনের মত কিছু উপস্থাপন করতে, ধন্যবাদ আপনাকে।
সুপারি পাতার উপর অংকন সোজা কথা না।অনেকটা পরিশ্রম এর ফলে এই কাজ সম্পুর্ন হয়েছে।অনেক ভালো লেগেছে আপু।আপনার দক্ষতা দেখে মুগ্ধ হলা।।ধন্যবাদ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া বেশ অনেকক্ষণ সময় লেগেছিল রং শুকাতে এবং রং করতে, ধন্যবাদ আপনাকে।
দেখেই তো মনে হচেছ খুব যত্ন এবং সময় নিয়ে আপনি আজকের পেইন্টিংটি করেছেন। সুপারি পাতার প্লেটে যে এমন করে অসাধারণ একটি পেইন্টিং করেছেন সেটা দেখেই তো মন ভরে গেল। খুব সুন্দর করে ধাপে ধাপে আপনি আজকের পেইন্টিং টি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।
ওই যে আপু ঘর সাজাবো বলেছিলাম সেজন্যই মূলত কিছু জিনিস এভাবে পেইন্টিং করে নিচ্ছি। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।
আপনি কিন্তু প্রফেশনাল আর্টিস্ট হয়ে গিয়েছেন। আপনার ড্রয়িংগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আপনি যেসব ক্রিয়েটিভ কার্যক্রম করেন সেটাও আমার অনেক ভালো লাগে। আজকে যেরকম সুপারি পাতার প্লেটের উপরে চমৎকার একটি ড্রইং করলেন, সত্যিই দেখতে অনেক চমৎকার লাগছে। আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।
আপনার এত সুন্দর প্রশংসনীয় মন্তব্য দেখে মনটা ভরে গেল আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে পাশে থাকবেন আশা করি।
আসলে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী এবং আর্ট দুটোই অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সুপারি পাতার প্লেটে গোধূলী বেলার দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার আর্ট করা পেইন্টিং দেখে মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট। আসলে আপনার পেইন্টিং অনেক প্রশংসনীয়।
চেষ্টা করেছি নিজের মনের মাধুরী মিশিয়ে পেইন্টিংটি উপস্থাপন করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সুপারি পাতার প্লেট এর উপর করা পেইন্টিং এর আগেও দেখেছিলাম। আর আপনিও খুবই চমৎকার পেইন্টিং করেছেন আপু। পেইন্টিং এর ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
জি ভাইয়া, এরকম অনেক কাজ করা হয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। তাই আমিও চেষ্টা করলাম আমার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে।
আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি দৃশ্য শেয়ার করেছেন।সুপারি পাতার প্লেটে গোধূলী বেলার দৃশ্যের পেইন্টিং, এই সুন্দর গোধূলি বেলার দৃশ্য পেইন্টিং দেখেত মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ নিয়ে বেশ নিখুঁতভাবে আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরেছেন। আপনার অভিজ্ঞতা দেখে আমি মুগ্ধ হয়েছি ধন্যবাদ।
ভালো লাগলো এত সুন্দর একটা মন্তব্য পড়ে।ধন্যবাদ ভাইয়া।
ওয়াও কি দুর্দান্ত কাজ। সুপারি পাতার প্লেটে গোধূলি লগ্নের মনোমুগ্ধকর একটি দৃশ্য পেইন্টিং করেছেন, যা দেখি তো মুগ্ধ হয়ে গেলাম।আপনার করা প্রত্যেকটা পেইন্টিং আমার অনেক ভালো লাগে। এবং পেইন্টিং গুলো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরেন। যাই হোক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর কিছু উপস্থাপন করার জন্য। আর আমার করা পেইন্টিং গুলো আপনার কাছে ভালো লাগে এটা শুনে তো আমার খুব ভালো লাগছে ভাইয়া।