কাতলা মাছ দিয়ে আলু-পটলের রেসিপি।

in আমার বাংলা ব্লগ10 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20231024_220603.jpg

আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে এলাম।আজকের রেসিপিটি মূলত হুট করেই তৈরি করা।মানে আমি কাতলা মাছ দিয়ে একটু ভিন্নভাবে রান্নাটা করব ভেবেছিলাম।আর সেটার রেসিপিও করব মাথায় ছিল। কিন্তু মাছ আর আলু পটল কাটার পর মনে পড়ল রেসিপির কথা।তাই সেখান থেকেই ছবি তোলা শুরু করলাম।আসলে সবদিক একসাথে সামলে নিতে বেশ কষ্ট হয়।কারণ আম্মু ছিলনা বাড়িতে,ঢাকায় গিয়েছিল ডাক্তার দেখাতে।বাড়িতে আমি একা,বাবুও আছে। সবকিছু সময়মত করতে গিয়ে ভুলে গিয়েছিলাম রেসিপি তৈরি করব সেটা।যাইহোক ছোটবোন প্রাইভেট পড়ে আসায় সেদিন একটু স্বস্তি পেলাম,তাই রেসিপিটা করে ফেললাম।

এই রান্নাটা খেতে খুবই মজার ছিল।আর আলু ভেজে নেয়ার কারণেই বিশেষত বেশি মজা লেগেছে খেতে।সর্বোপরি মাছ দিয়ে আলু পটলের রান্নাটা সময়সাপেক্ষ হলেও ছিল খুব মজার।যাইহোক চলুন রেসিপিটা দেখে নেয়া যাক।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

20231029_105518.jpg

IMG-20231030-WA0000.jpg

উপকরণ
পরিমাণ
কাতলা মাছ১টি
পেঁয়াজকুচি১টি
পেঁয়াজ বাটা২টেবিল চামচ
কাঁচামরিচ৮টি
আলু৫টি
পটল৩টি
লবণপরিমাণ মত
মরিচগুঁড়া২ চা চামচ
হলুদ গুড়ো১ চা চামচ
রসুন বাটা২ চা চামচ
সরিষার তেল১কাপ

প্রথম ধাপ

প্রথমে মাছের টুকরোগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। চুলায় কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে।তেল গরম হয়ে এলে এরমধ্যে মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নিতে হবে।সবগুলো ভেজে তুলে নিতে হবে।

20231029_100146.jpg

দ্বিতীয় ধাপ

একইভাবে আলু-পটলগুলোকেও ভেজে নিতে হবে।তবে আলু যাতে ভালোভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

20231029_105100.jpg

তৃতীয় ধাপ

এখন আবারও কড়াইতে তেল দিলাম।এরমধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে ভেজে নিলাম।কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তারপর এর গন্ধ উঠে যাওয়া পর্যন্ত ভাজলাম।

20231029_100247.jpg

চতুর্থ ধাপ

তারপর দিলাম রসুনবাটা,হলুদ গুড়ো, মরিচগুড়ো আর লবণ।এভাবে সবকিছুকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম।

20231029_100319.jpg

পঞ্চম ধাপ

প্রায় ৫মিনিট ধরে মসলাগুলো তেলের মধ্যেই কষিয়ে নিলাম।তারপর পরিমাণমত পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলাম।
20231029_100530.jpg

ষষ্ঠ ধাপ

পানি ফুটতে শুরু করলে এরমাঝে দিয়ে দিলাম ভেজে রাখা আলু-পটল।আর বেশ কিছুক্ষণ এভাবেই রান্না করে নিলাম।
20231029_131719.jpg

সপ্তম ধাপ

এইধাপে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর মাছ উলটে দিয়ে ঝোল ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করলাম।তারপর এটি খাওয়ার জন্য একদম রেডি। আর খাওয়ার পূর্বে পরিবেশন করে নিলাম।
20231029_105340.jpg

পরিবেশন

20231024_220548.jpg

20231024_220559.jpg

20231024_220603.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 10 months ago 

আলু পটলের রেসিপি কাতলা মাছ দিয়ে খুবই সুন্দর ভাবে পরিবেশন করেছেন। এই রেসিপি দেখে খুবই ভালো লাগলো। এত মজাদার রেসিপি দেখে তাই খেতে ইচ্ছা করছে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

চলে আসেন,আরেকদিন তৈরি করব।

 10 months ago 

বাহ আপনি তো অনেক সুন্দর করে কাতলা মাছ দিয়ে আলু এবং পটলের রেসিপি করেছেন। তবে আপনার রেসিপিটি সত্যি অসাধারণ হয়েছে। আলু এবং পটল আমার অনেক প্রিয় খাবার। আপনি বাবুকে নিয়ে এত ব্যস্ত থাকার পরও খুব সুন্দর রেসিপিটি করলেন। বাড়িতে আপনার আম্মুও ছিল না। সত্যি বলতে আপনার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। এবং রেসিপি কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 10 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু মন্তব্য পেয়ে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আপু আপনার রেসিপি দেখে লোভ লেগে গেলো। আমার অনেক পছন্দের রেসিপি শেয়ার করেছেন। কাতলা মাছ খেতে খুবই ভালো লাগে। আপনি চমৎকার ভাবে রান্না টি উপস্থাপন করেছেন। রান্নার ধাপ এবং উপকরণ গুলো সুন্দর ভাবে তুলে ধরছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 10 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য।।

 10 months ago 

যে ব্যস্তময় জীবন যাপন আমাদের ভুলে যাওয়ারই তো কথা। তা বেশ সুন্দর একটি রেসিপি তো করেছেন আমাদের জন্য। দাওয়াত করলেই তো হতো। আমার কিন্তু আপনার রেসিপিটি বেশ ভালো লেগেছে। রেসিপিটি দেখতেও বেশ দারুন হয়েছে। এক কথায় অসাধারন আপু। আবার দেখছি প্রতিটি ধাপ দারুন করে উপস্থাপনাও করেছেন।

 10 months ago 

আপনাদের কিভাবে ভুলবো আপু বলেন তো আপনাদের তো সব সময় মনের মাঝেই রাখি।

 10 months ago 

যাক তবুও ধন্য হলাম।

Posted using SteemPro Mobile

 10 months ago 

একা সবকিছু সামলানো সত্যিই বেশ কষ্টকর। ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সাথে একটি রেসিপি শেয়ার করেছেন। এভাবে প্রথমে আলু ভেজে নিয়ে কখনো রান্না করা হয়নি। দেখে বোঝা যাচ্ছে খুব সুস্বাদু হয়েছে। রেসিপির কালারটাও বেশ ভালো লাগছে।

 10 months ago 

আলু ভেজে রান্না করা হলে সেই আলুর টেস্ট অনেক বেশি লাগে। একদিন ট্রাই করে দেখবেন ভালো লাগবে।

 10 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাতলা মাছ দিয়ে আলু পটলের রান্নার রেসিপি । আসলে আপু আমি কাতলা মাছের রেসিপি খেতে বেশ পছন্দ করি। আপনার তৈরি রেসিপি দেখে সত্যিই জিভে জল চলে আসলো। অনেকগুলো সবজি একসাথে মাছ দিয়ে রান্না করলে খেতে এমনিতেই বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার এই রেসিপিটা রিভিউ করার জন্য।

 10 months ago 

আপু আপনার এই রেসিপিটা রান্না অনেক সুন্দর হয়েছে এটা জেনে তো আরো বেশি ভালো লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন আমাদের মাঝে। কাতলা মাছের পটল আর আলু দিয়ে তৈরি রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা দেখার জন্য ভালো থাকবেন।

 10 months ago 

কাতলা মাছ মানে সুস্বাদু এক মাছ।আলু ও পটল দিয়ে মাছ রান্না করে খেতে খুব মজা লাগে আর সেখানে যদি হয় কাতলা মাছ তবে তো কোন কথায় নাই।খুব সুন্দর রেসিপি শেয়ার করছেন আপনি। সব মিলিয়ে অসাধারণ।

 10 months ago 

আলু দিয়ে মাছ রান্না করলে এমনিতে খেতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু।

 10 months ago (edited)

আপনি কাতলা মাছ দিয়ে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করতেছেন। দেখে বেশ ভালো লাগলো। আজকে আপনি আমাদের মাঝে কাতলা মাছ দিয়ে আলু পটলের রেসিপি তৈরি করেছেন। দুর্দান্ত ছিল। রান্নার প্রয়োজন উপকরণ গুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো অনেক অনেক ভাল ছিল।

 10 months ago 

আসলে এক এক দিন একেক রকমভাবে খেতে ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59347.70
ETH 2534.40
USDT 1.00
SBD 2.47