লাইফস্টাইল পোস্ট //ব্যাস্তময় দিন//১০% পে আউট লাজুক খ্যাকের জন্য 🦊🦊

in আমার বাংলা ব্লগ11 months ago

হেলো বন্ধুরা

IMG20231210140604.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি ব্যাস্তময় দিনের গল্প আশা করি আপনাদের ভাল লাগবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।


রাত বড় দিন ছোট তাই সময় ও কম কাজ করে যেনো শেষ ই করা যায় না।দুপুর গরালেই যেনো বেলা হারিয়ে যায় মেঘের দেশে।আর তাকে পাওয়া যায় না।তাই এই ছোট বেলাতে মানুষ ব্যাস্তও থাকে বেশি কারন সবাই নিজের কাজ নিয়ে ব্যাস্ত।এই ব্যাস্ততা নিয়েই চলতে হচ্ছে তো আজ ব্যাস্ততার মাঝেই খুব গুরুত্বপূর্ণ একটি কাজে শহরে গিয়েছিলাম।আসলে আমার গত মাসে বিদুৎ বিলে একটা ঝামেলা হয় আমি গত মাসে দুইটা বিল একসাথে করে দিয়ে আসছিলাম ১৩ তারিখে।

IMG20231210141455.jpg

IMG20231210141250.jpg


তার দুইদিন পরেই আবার বিল চলে আসে।তবে কাগজে আসে মোট তিনটা অর্থাৎ তিন মাসের বিল।কিন্তু গত মাসে আমি তো দুই মাসের বিল দিয়ে আসছিলাম একদিন আগে দিয়ে আসছিলাম তাই এটা হিসাবে উঠে গেছিলো।পরে কাগজ নিয়ে দেখানোর পরে তারা বললো উপরে গিয়ে ঠিক করে আনতে।পরে আমার রিসিট দেখায়ে দিলাম এবং কিছু সময় অপেক্ষার পরে তারা আমার বিলটা নতুন করে দিল এবং এক মাসের বিলের কাগজ হাতে পেলাম আর সেটাই দিয়ে আসলাম।

IMG20231210144658.jpg

IMG20231210144045.jpg

IMG20231210144037.jpg

IMG20231210144029.jpg


বিল দিয়ে আমি বের হলাম সাথে আমার এক বন্ধু ছিল তো তার একটা কাজের জন্য এক জায়গা জেতে হবে তাই আমরা দুজনে বের হয়ে পরলাম আমার হাতে ২ ঘন্টা মতো সময় ছিল। তার সাথেই গেলাম।গিয়ে কাজ শেষ করে আমরা আমাদের উপজেলার ভেটেনারি হসপিটালে যায় ভ্যাক্সিন আনতে আসলে আমার বন্ধু ছোট কয়েল এর খামার করেছে তাই ভ্যাক্সিন এর জন্য গিয়েছিলাম কিন্তু দেরি হওয়াতে সবাই চলে গিয়েছিলো।পরে আবার যেতে হবে।এই ছিল আমার আজকের খুবই ব্যাস্ত তম একটি দিন।আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভাল থাকবেন আবারো দেখা হবে নতুন ব্লগে ধন্যবাদ সবাইকে।


পোস্টের বিবরণ

শিরোনামলাইফ স্টাইল পোস্ট
ক্যামেরাঅপু এ৫এস
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

বিদ্যুৎ বিলের এই ঝামেলাটি সবারই কমবেশি হচ্ছে। আমি অনেকবার বিদ্যুৎ বিল দিয়ে এসেছি কিন্তু আবার বিগত মাসের বিলগুলো অ্যাড হয়ে চলে এসেছিল। যাইহোক, যেটা আবার তাদের কাছে দেখালে সেটা ঠিক করা যায় । জীবনটাই ব্যস্ত ময় কখন কোন কাজে ব্যস্ত হয়ে পড়ে কেউ জানে না । দিন অনেক ছোট হয়ে গিয়েছে দুপুর হলেই যেন দিনের পরিসমাপ্তি ঘটে। ভালো লাগলো আর ব্যস্ততার গল্প পড়ে।

Posted using SteemPro Mobile


🎅🏾🌠☃❄🎄 This post was manually selected to be voted on by "Seven Network" Community. (Steem Seven Manual Healing). Also, your post was promoted on 🧵"X"🧵 by the account josluds🎄☃❄🌠🌠.

 11 months ago 

বিদ্যুৎ বিলের এমন ঝামেলা নাকি মাঝে মাঝেই হয় তবে আল্লাহর অশেষ রহমতে এই ঝামেলায় এখনো পড়ি নাই। যাই হোক আপনার পোস্ট পড়ে অনেক উপকার হলো কেননা এমন ঝামেলা করলে সেটা সলভ করতে অনেক সহজ হবে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সত্যি বেশ ব্যস্তময় দিন কাটিয়েছেন আপনি। বিশেষ করে বিল দেওয়ার একটা ঝামেলা পূর্ণ কাজ সমাধান করেছেন। একই সাথে ভেটেনারি থেকে ভ্যাকসিন নেওয়ার কাজটিও করেছেন। যার কারণে আপনাকে বেশ ব্যস্ত থাকতে হয়েছে। আসলে জীবনের প্রয়োজনে মানুষকে এরকম ব্যস্ত দিন অতিবাহিত করতে হয়।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 11 months ago (edited)

বিদ্যুৎ বিলের ঝামেলা শেষ করে ভ্যাকসিন নেওয়ার জন্য গিয়েছিলেন কিন্তু দেরি হওয়ায় আর ভ্যাকসিন নেওয়া হলোনা তাই ভ্যাটেনারি হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিলেন।বেশ ব্যস্ত ছিলেন বুঝলাম আপনার পোস্ট পড়ে।তবে এই বিদ্যুৎ বিলের এই ঝামেলা গুলো আসলেই বিরক্তির।ভালো লাগলো পোস্টটি পড়ে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75643.59
ETH 2724.77
USDT 1.00
SBD 2.50