Better Life With Steem || The Diary game || 29/12/2023

in Incredible India8 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আশা করি সকলে স্টিমেট বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভাল আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ও মোটামুটি আল্লাহর রহমতে ভালোবাসি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের ডাইরি গেম চলুন এবার শুরু করা যাক সারা দিনের কাটানো মুহূর্তগুলো।

GridArt_20231229_225304864.jpg

সকালবেলা

আজ সকাল বেলা ঘুম থেকে উঠতে পারিনি এবং ফজরের নামাজ আদায় করতে পারিনি। কারণ কাল রাতে অনেক খুন সজাগ আছিলাম এবং ফোন নিয়ে ব্যস্ত ছিলাম তার জন্য প্রচুর মাথা ব্যাথা করছিলো। তার জন্য সকাল বেলা ঘুম থেকে উঠতে লেট হয়েছে। ছেলেতো ঘুম থেকে উঠে খেলাধুলা করছিল তবুও আমি শোয়া ছিলাম । মা ছেলেকে সকালে কি খাইয়ে দিয়েছে তা আমি জানিনা কিন্তু আমি সকালে কিছুই খাইনি উঠে একদম ভাত খেয়েছি। ভাত খাওয়ার পর এক কাপ রং চা খেয়েছি।

IMG_20231229_215505.jpg
দেখুন ছেলে আমার রাগ করে মাটিতে শুয়ে আছে এর কারণ হলো। ও আমাকে দুবার আম্মু আম্মু বলে ডাক দিল মানি ওকে ওখান থেকে কোলে করে নিয়ে আসবো। তারপর আমি বলেছি তুমি আমার কাছে আসো ও বলেছে না। তার মানে ও যে জায়গায় আছে ওখান থেকে আমাকে আনতে বলে এবং রাগ করে মাটিতে শুয়ে থাকে।

দুপুর +বিকেল

IMG_20231229_215616.jpg
আজ সকালে ১১ঃ০০ টার দিকে আমাদের পুকুরে মাছ ধরার সবাই ব্যস্ত আছিল। তারপর মেশিন দিয়ে পুকুরের সব পানিগুলো উঠিয়ে ফেলল। তারপর মা রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিল এবং রান্নাবান্না শুরু করল । আজ আমি মাকে রান্নায় তেমন কাজে হেল্প করি নাই। কারণ পুকুরে সবাই মিলে মাছ ধরে ওটা দেখার জন্য পুকুর পাড়ে আসিলাম। এবং উপর থেকে মাছ ধরাটা দেখতে খুব ভালো লাগে। আমার ছেলে তো আমার চেয়ে পাগল সেই ওখান থেকে আসতেই চায়না। এবং দুপুরের ভাত ও পুকুর পাড়ে বসে খাইয়ে দিছি। সে মাছ দেখে মানুষ দেখে এবং মেশিনের শব্দ শুনে ওখান থেকে আসতেই চাইল না। আজকের মাছের কারবার দেখে এমন কি দুপুরের খাবার কথা মন থেকে চলে গেল।
1000012937.jpg

তারপর দুটো বাজে মাছ ধরা শেষ হলো এবং সব মাছ গুলো বড় একটা পাতিল নিয়ে উঠানে রাখল তারপর ভাগ করে নিলো। আমি মাছের আনন্দটা পাই শুধু মাছ ধরার এবং দেখার। কিন্তু এসব মাছগুলো খেতে তেমন বেশি একটা পছন্দ করি না। যতটুকু দেখে আনন্দ পাই কিন্তু খেতে ভালবাসি না। ছেলে তো আমার দুপুরে ভাত খেয়ে ঘুম পড়েছে তার জন্য মাকে আমি মাছ কাটতে সাহায্য করতে পেরেছি। মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে দুপুরের ভাত খেলাম। ভাত খেয়ে উঠলাম এখন কিছুক্ষণ পর আসরের আযান দিল। তারপর আসরের নামাজটা পড়ে ছেলের পাশে শুয়ে থাকলাম। আজকে মনে হলে যেন দিনটা তাড়াতাড়ি কেটে গেল।

সন্ধ্যা +রাত

ছেলে ঘুম থেকে উঠে গেল এবং কিছুক্ষণ ওকে সময় দিলাম। তারপর আমি অজু করে আসলাম আর ছেলেকে খাটের উপর বসিয়ে রাখলাম এবং কিছু সামনে খেলনা দিয়ে গেলাম। তারপর মা আমি আমরা দুজনে মিলে নামাজ পড়তে গেলাম। নামাজ তো পড়তে গেলাম এদিকে আমার ছেলে আমাদের কাউকে না পেয়ে মায়াবী এবং রং ঢং করে ডাকাডাকি শুরু করলো। এবং ওর ডাকগুলো যে কেউ শুনলে তখন মায়ায় পরে যেত। আমরা তো ওর ডাকে কেউ সাড়া দিতে পারছিলাম না। তারপর নামাজটা শেষ করে ওর কাছে আসলাম এবং কোলে তুলে নিলাম। তারপর আমার গালে দুই গালে দুটো চুমু দিল। যাইহোক আজকের ছেলের রং ঢং বাহানা দেখে সন্ধ্যাটা পার হয়ে গেল।

IMG_20231229_215519.jpg

তারপর ছেলেকে সন্ধ্যায় কেক পানি দিয়ে ভিজিয়ে খাইয়ে দিলাম। ওকে কেক খাওয়া-দাওয়া শেষ করে আমি মাথাব্যথার জন্য এক ঘন্টা ঘুমালাম। ঘুম থেকে উঠে ছেলেকে ফোনে কার্টুন দেখে ভাত খাইয়ে দিলাম। তারপর আমরা সবাই ভাত খাইয়ে নিলাম। আর এদিকে ৯ টা বেজে গেল । তারপর ডিসকোড এ ভয়েস কলে উপস্থিত থাকতে হবে তার জন্য সেখানে জয়েন্ট করলাম। এবং কিছু প্রয়োজনীয় কথা বলে নিলাম। তারপর এই পোস্টা আমি লিখতে বসেছি রাত দশটার সময়। একবার ভাবছিলাম লিখব না প্রচুর মাথা ব্যাথা করছিল তো আবার মনেও মানছিলনা তাই যতই কষ্ট হোক আমি পোস্টা লিখতে বসলাম। পোস্টা সম্পূর্ণ লিখে তারপর শেয়ার করে ঘুমিয়ে পড়লাম।

আমার পোস্টি ধৈর্য সহকারে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ । সবাই সুস্থ থাকুন ভালো থাকুন (আল্লাহ হাফেজ)
Sort:  
 8 months ago 

বেশ কয়েকদিন ধরে আমারও একই অবস্থা। রাতে ঘুম না হওয়ার কারণে প্রচন্ড মাথা ব্যথা। আসলে মাছ ধরার দৃশ্য আমার দেখতেও ভালো লাগে আবার এই মাছগুলো ঝোল করে রান্না করলে খেতেও বেশ মজা লাগে। এই মাছগুলো আমি অনেক বেশি পছন্দ করি। কিন্তু আপনার ক্ষেত্রে দেখলাম আপনি এই মাছগুলো পছন্দ করেন না। যাই হোক একেকজনের একেক অভ্যাস। সেই সাথে আপনার ছেলের রাগ করে আছে ছোটদের একই সমস্যা।

আমার ছেলেও মাঝে মাঝে এমন করতে থাকে। এরপর যখন ওকে কোলে নেই তারপর শান্ত হয়। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

মাঝেমধ্যে কয়দিন ধরে এই অবস্থাটা হয় ঘুমোতে না পারার কারণে প্রচন্ড মাথা ব্যথা করে। মাছ ধরার দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। তবে ঠিকই বলেছেন একেকজনের পছন্দ একেকজনের রকম। ও রাগ করে মাটিতে শুয়ে ছিল তারপর ওখান থেকে এনে আমি কোলে তুলেছি এবং শান্ত হয়ে গেল।
থ্যাঙ্ক ইউ আমার পোস্টিি হচ্ছে সহকারে পরে আপনি খুব সুন্দর একটি মতামত জানিয়ে দিলেন।

 8 months ago 

মাঝেমধ্যে আমার হয় না আমি যখনই ঘুমাতে পারি না। তখনই আমার এই অবস্থা হয়। আর এটা আমার আগে থেকেই ছোটবেলার অভ্যাস। কেউ আমাকে ঘুম থেকে তুলে কোন কথা বলতে পারে না। আমি যদি ঘুমিয়ে পড়ি কেউ আমাকে ডাকতে পারে না। এতে করে আমার মাথায় সমস্যা হয়ে যায়। আপনাকেও ধন্যবাদ।

 8 months ago 

রাতে ঘুম না হলে মাথা ব্যাথা করে আর মাথা ব্যাথা হলে কোন কিছুই ভালো লাগেনা। মাছ খাওয়ার চেয়ে মাছের ধরার দৃশ্যগুলো আমার কাছে বেশ ভালো লাগে। সব বাচ্চারাই এরকম রাগ আরি করে থাকে। যতক্ষণ ওদের কাছে না যাবো আর না আনব ততক্ষণ এরকম রাগ ধরে বসে থাকে। তারপর কোলে তুলে নিলে শান্ত হয়।
থ্যাংক ইউ আপু আমার সারাদিনে ডেইরি গেম পরে আপনি খুব সুন্দর একটি কমেন্ট করলেন।

আপনি অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন।আপনি আজকে আমাদের সাথে মাছ ধরার দৃশ্য শেয়ার করেছেন আসলে মাছ খাওয়ার থেকে ধরতে অনেক ভালো লাগে আমার কাছে। সন্ধ্যা বেলা কেক খেয়েছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 8 months ago 

তবে আমার কাছে এটা বেশি ভালো লাগে মাছ খাওয়ার চেয়ে ধরাটা অনেক বেশি ভালো লাগে ।
থ্যাংক ইউ আপনাকে মতামত জানিয়ে দিলেন।

আপনি কথাটা হয়তো মাছ ধরার যে একটা মজা তা না পেয়ে বলছেন কারন আপনি তো ছেলে না আর তাই মাছ ধরার ইচ্ছা থাকলেও পারেন নি। আমার কমেন্ট টি পড়ে রিপ্লাই করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

আপনি ঠিকই বলেছেন ,রাতে ঠিকমত ঘুম না হলে মাথা ব্যথা করে আর আমাদের ক্লান্ত লাগে ।তাই আপনি সকালবেলা মোবাইল টিপে ক্লান্ত ছিলেন ।আবার ঘুমিয়ে পড়লেন।বাবুটা রাগলে আসলেই খুব সুন্দর লাগে । সে রাগ করে কি শুধু মাটির উপরে শুয়ে রইলাম যাই বলেন না কেন আপনার ফটোগ্রাফিটি কিন্তু অনেক সুন্দর হয়েছে ।বাবুটার জন্য অনেক অনেক দোয়া রইল ।
আর গ্রামের বাড়ি এই দিনে এই পুকুরের পানি শুকিয়ে যায় তাই এই সময় সবাই পুকুরে মাছ ধরে ।অনেকে আবার পুকুর কেটে বড় করে । আপনাদের পুকুরে আজকে মাছ ধরেছেন অনেক সুন্দর সুন্দর তাজা মাছ পেয়েছেন।
বাচ্চাদের একটি কমন সমস্যা ভাত খাওয়ার সময় তাদের মোবাইল চাই ।মোবাইলে কার্টুন দেখবে ,গেইম খেলবে আর মাকে খাইয়ে দিতে হবে ।আসলে এই অভ্যস্ত ওদের ভালো না এটা মোবাইলের প্রতি আসক্ত বেড়ে যাচ্ছে ।আমাদের উচিত হবে মোবাইল না দিয়ে কথা বলার ছলে ওদেরকে খাওয়া । আপনাদের জন্য দোয়া রইল ।

 8 months ago 

হ্যাঁ আপু অনেক মাথা ব্যাথা করছিল ঘুম ঠিকমতো না হওয়ার কারণে। বিশেষ করে আমার যে কারণে মাথাব্যথা হয় এ রোদ্রে থাকলে আর ঠিকমতো না ঘুমাতে পারলে। ছেলের রাগ করার অভিনয়টা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। হ্যাঁ আপু এই দিনই তো পুকুর খাল বিল শুকিয়ে যায় তারপর সবাই মাছ ধরে। বিশেষ করে আমার এই পুকুরের পানি শুকিয়ে যায়নি মেশিন দিয়ে সবকিছু শুকানো হয়েছে। আর যারা এই মাছগুলো খায় তাদের কাছে তাদের খেতে খুব ভালো লাগে। এখন যে জায়গায় যাবেন শুনবেন বাচ্চারা শুধু মোবাইল আর কার্টুন দেখি সবকিছু খাওয়া দাওয়া করে। কিন্তু আমার ছেলেকে আমি বেশি একটা কার্টুন দেখায়নি যতটুকু খেতে সময় লাগে ব্যাস অতটুকুই দেই। তবে আস্তে আস্তে এইটুকু অভ্যাসে পাল্টে ফেলবো।

থ্যাংক ইউ দিদি আমার পোস্টি সম্পূর্ণ ধৈর্য সহকারে পরে আপনার সুন্দর একটি মতামত পরিদর্শন করলেন।

 8 months ago 

আমি আপনার লেখা পড়ার আগে ভেবেছিলাম আমি আবুবকর ভাইয়ের লেখা পড়তেছি। পড়তেছি আর ভাবতেছি যে আব্ু বকর ভাইয়ের আবার ছেলে আসলো কই থেকে। এতদিনতো জানলাম না।
রাতে অন্ধকারে ফোন কম চালাবেন। এতে চোখের ওপর খুব বেশি প্রেশার পরে যার কারনে মাথা ব্যাথার সাথে সাথে চোখ ক্ষতিগ্রস্ত হয়।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আপনার দিনলিপি শেয়ার করার জন্য।
শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

যেহেতু আমাদের একটা টুর্নামেন্ট চলছে তার জন্যই তো একটু রাত জেগে কাজ করতে হয়। কিন্তু এই রাত জাগাটা আমার জন্য অনেক ক্ষতি। তবু কিছু করার নেই নিজের শরীর দিয়ে একটু কষ্ট তো করছি তাতে সমস্যা নেই। আপনি তো আমার পোস্টে ঢুকে আবুবকর পোস্ট বুঝে পড়ছিলেন। তারপর পরের শেষে জানতে পারলে এটা আমার পোস্ট পড়ছেন।

থ্যাংক ইউ দিদি আমার সারাদিনে কার্যক্রম গুলো পড়ে আপনার একটা মতামত জানিয়ে দিলেন ।

 8 months ago 

আপনার ছেলে মাছ ধরা দেখা নিয়ে এত ব্যস্ত ছিল যে তাকে আপনার মোবাইল দেখিয়ে সেদিন আর খাওয়াতে হলো না। এখন চারিদিকে এমনই হচ্ছে। সব জায়গায় পুকুরের পানি সেচ দিয়ে মাছ ধরা হয়। হয়তোবা পুকুরটির কোনো সংস্কার কাজ করা হবে অথবা নতুন ভাবে লিজ দেয়া হবে। আপনার ছেলেটির রাগ করার ভঙ্গি দেখে খুব ভালো লাগলো। আপনাদের মা ছেলের খুনসুটি সারাদিন চলতেই থাকে। তবে সন্ধ্যায় সে যত সুন্দর করে আপনাদেরকে ডাকছিল তা কল্পনা করতে আমার খুব ভালো লাগছিল। সব মিলিয়ে আপনার ব্যস্ত দিনলিপি পড়ে ভালো লাগলো।

 8 months ago 

ঠিক বলেছেন দিদি আমার ছেলে মাছ দেখার এত যে ব্যস্ত ছিল সেদিনের কার্টুন দেখে খাওয়াতে হলো না। আর এটাও ঠিক আমাদের মা ছেলের সারাক্ষণই খুনসুটি চলতে থাকে। সত্যি ও এমনভাবে ডাকছিল যে তা কল্পনার তা কল্পনার করার মতন।
থ্যাংক ইউ দিদি আমার পোস্টি ধৈর্য সহকারে পরে আপনার মূল্যবান মতামতি জানিয়ে দিলেন।

রাতে দেরি করে ঘুমালে সকালে ঘুম থেকে উঠতে দেরি হবেই। আপনার ছেলের ভালোই জেদ আছে দেখছি। আপনি যেহেতু ওকে কোলে করে আনেননি সেই জন্য ও জেদ ধরে মাটিতে শুয়ে রয়েছে। আমার কিন্তু পুকুরের টাটকা মাছ খেতে বেশ ভালোই লাগে। যাই হোক ভালো থাকবেন। আপনার জন্য আমার শুভকামনা রইল।

 8 months ago 

ইদানিং বেশি রাত জাগার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়। তবে ঠিক বলেছেন পুকুরে টাটকা মাছ খেতে ভালো লাগে কিন্তু আমি এইসব ধরা মাছ তেমন একটা পছন্দ করি না।
থ্যাঙ্ক ইউ আমার পোস্টটি পরিদর্শন করে খুব সুন্দর একটি মতামত জানিয়ে দিলেন।

Loading...
 8 months ago 

এইরকম মাছ ধরা দেখতে আমারও খুব ভালো লাগে। কিন্তু আমার নিজের মাছ ধরতে একটুও ভালো লাগে না। কাঁদার মধ্যে নামতে আমি ছোটবেলা থেকেই অপছন্দ করি। কিন্তু যখন সকলে মাছ ধরতো আমি পাড়ে বসে দেখতে ততটাই আনন্দ পেতাম, যতটা ওরা ধরে আনন্দ পেতো। আপনার ছেলেও ঠিক তেমনটাই। মাথাব্যথা আসলে এমন একটা সমস্যা, যেটা শুরু হলে সহজে শেষ হতে চায় না। আমারও মাঝে মধ্যে এরকমটা হয়। দেখা যায় কখনো কখনো টানা একদিন মাথা ব্যথা থাকে। আপনাদের পুকুরের মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। অনেক মাছ যেহেতু তাই মাকে সাহায্য করতে পেরেছেন জেনে ভালো লাগলো। না হলে আপনার মায়ের জন্য মাছ কাটা অনেক কষ্টকর হয়ে যেতো। অনেক ধন্যবাদ এত মাথা ব্যথা সত্ত্বেও নিজের কাজটা সঠিকভাবে করার যে আগ্রহ আপনার মধ্যে রয়েছে, সেটা সম্পূর্ণ করেছেন এই জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

পুকুরের পাড়ে বসে মাছ দেখার আনন্দটা অন্যরকম হয়। সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায় যে কোন বড় মাছ পেলে তারা যে চিৎকার করে ওই চিৎকারটাই বেশি ভালো লাগে। আর মাথা ব্যাথা খুব খারাপ একটা জিনিস মাথা ব্যাথা থাকলে কোন কিছু করতে খেতে ইচ্ছে করে না। আমিও মাকে সাহায্য করতে পেরেছি বলে আমার কাছে খুব ভালো লাগলো কেননা আমার ছেলে তখন ঘুমিয়ে ছিল।

দিদি আমার পোস্টি সম্পূর্ণ পড়ে আপনার সুন্দর একটা মতামত জানিয়ে দিলেন।

 8 months ago 

আমরাও প্রতিবছরে ঠিক কিভাবে কোন পুকুর বা খালে এভাবে বাণিজ্যে মাছ ধরি।। একবার একটা বিলে এভাবে পানি তোলার জন্য পাঁচটা মেশিন লাগিয়েছিলাম।। প্রায় তিনদিন লেগেছিল কিন্তু অনেক মাছ পেয়েছি।।

ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।

 8 months ago 

আপনাদের একটা বিলে যখন পাঁচটা মেশিন লাগছিল তাহলে তো বোঝাই যায় কতটা মাছ পেয়েছেন। মাছ ধরে আনন্দটা না আমার সব সময় ভালো লাগে। থ্যাঙ্ক ইউ আমার পোস্টে আপনি খুব সুন্দর একটি কমেন্ট করলেন।

 8 months ago 

জি আপু অনেক বেশি মাছ পেয়েছিলাম এবং অনেক বড় বড় মাছ ছিল। অনেক আনন্দের সাথে মাছ ধরেছিলাম প্রায় ৪০ জন মানুষ।।

 8 months ago 

কি বলেন ৪০ জন মানুষ মাছ ধরেছে। তাহলে বোঝা গেছে কতটা মাছ পেয়েছেন যেহেতু 40 জন মানুষ যখন মাছ ধরেছে। আর মাছগুলো তাহলে অনেক আনন্দের সাথে ধরেছেন। থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য।

 8 months ago 

অনেক বেশি আনন্দ হয়েছে আর এই জন্য এখনো মনে আছে ।। আমার কিছু বন্ধুও ছিল সেখানে।। খুবই আনন্দ করেছিলাম।

 8 months ago 

আপনার ছেলের অভিমান দেখে খুব ভালো লাগলো। মাশাল্লাহ খুব ট্যালেন্ট। এতো টুকু বাচ্চা অনেক বুঝে। মাছ ধরা দৃশ্যগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর এসব মাছ খুব স্বাদ। সন্ধ্যায় ছেলেকে কেক খাইয়ে
দিলেন। মোটামুটি ভালই কাটল আপনার আজকের দিনটি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

 8 months ago 

তবে ঠিকই ধরেছেন মাছ ধরার দৃশ্যগুলো ছোটবেলা সেই পুরনো দিনের কথা মনে পড়ে দেয়। মাছ ধরতে ভালোবাসি কিন্তু খেতে তেমন একটা ভালোবাসি না। থ্যাংক ইউ খুব সুন্দর একটি কমেন্টের মাধ্যমে মতামতি জানিয়ে দিলেন।

 8 months ago 

মাছে ভাতে বাঙালি। আপনি মাছ খেতে পছন্দ করেন না। তবে আপনার মত অনেকেই আছে মাস পছন্দ করেনা। মাস থেকে প্রোটিন পাই, তা কিন্তু আমাদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ
অনেক সাহায্য করে। বিশেষ করে ছোট মাছগুলো খাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60607.86
ETH 2620.83
USDT 1.00
SBD 2.52