আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
নির্ঘুম এই চোখে
খোলা আকাশের নিচে
চাঁদের পানে চেয়ে রই
এলোমেলো বাতাস শরীরে
শীতল স্পর্শ বুলিয়ে দেয়
তবুও তোমাকে না পাওয়ার বেদনা
এতোটুকুও যায় না ভোলা
লেখক
লেখক এর অনুভূতি:
প্রিয়জনকে না পাওয়ার বেদনা কোন কিছুতেই লাঘব হয় না
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি কি বুঝ আমার হৃদয়ের,
আছে যত ভালোবাসা।
তুমি কি বুঝ আমার হৃদয়ে তোমার জন্য,
বেঁধেছি আমি বাসা ।
তুমি কি বুঝ তুমিময় কাটে,
আমার সারাটা দিন।
তুমি কি বুঝ তোমার অপেক্ষায়,
করি আমি ভালবাসার ঋন।
এই বিশাল প্রকৃতির মাঝে
সিঁড়িতে বসে নিদ্রাহীন আঁখিতে
হাওয়া এসে দোলা দেয়
ফুরফুরে এই হৃদয়ের ছোঁয়ায়
শুধু তোমারই প্রতীক্ষায়
তোমার শুন্যতায় এই ব্যাকুল মন
খুঁজে ফিরে রাত-দিন সারাক্ষন।।
বেশ ভালো লিখেছো বোন। তোমার অনু কবিতা গুলো সত্যিই বেশ ভালো হয়....
অনেক ধন্যবাদ দাদা 🙏.
দারুন লিখেছেন দিদি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
চাঁদের পানে চেয়ে ছিলাম আমি,
তোমার সুরের পূর্ণিমা আমার হৃদয়ে।
এলোমেলো বাতাস বন্দনা দিল মনে,
স্পর্শ করে ভেসে গেল এই দেহে।
শীতল স্পর্শ আমাকে দিয়েছিলে তুমি,
এতোটুকু যায় না ভোলা,
তোমার প্রেমের ছোঁয়াতে হলাম দিশেহারা ।
অসাধারণ লিখেছেন আপনি। আপনার কবিতা লেখার হাত দেখছি দারুন।
আমার কবিতা লেখার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।
ক্লান্ত এই দুচোখ জুড়ে;
শুধু তোমারই বসবাস,
আবেগি এই নীলচে মনে;
তোমাকে কাছে পাওয়ার তীব্র দীর্ঘশ্বাস।
নির্জন রাতের রূপালী চন্দ্র তুমি;
নীল আকাশের মিষ্টি শুকতারা,
তোমাকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছে;
আমার আবেগি হৃদয় হয়ে ওঠে দিশেহারা।
দারুণ লিখেছো। খুব ভালো লাগলো লেখাটা পড়ে 👌👌👌👌।
ইদানিং দেখছি বেশ ভালই কবিতা বেরোচ্ছে আমার মাথা দিয়ে। তবে ভালো হচ্ছে কিনা জানিনা।🤭
এটা তো খুবই ভালো একটা ব্যাপার ,নতুন নতুন কবিতা পড়তে পারবো আমরা । ভালো হচ্ছে বলেই তো সুন্দর সুন্দর মন্তব্য করছি 😁।
বাহ সবার কাব্য প্রতিভার স্ফূরণ দেখার মতো। দারুন লিখেছেন।
আপনাদের এই উৎসাহ গুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে রূপক ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এ মন দিয়েছি তোমায়,
দূরে গেলেও তোমারই সে রয়।
হই - হুল্লোড়, আড্ডা - হাসি ,
সব কিছুতেই তোমায় খুঁজি।
তোমায় ছাড়া শূন্য হৃদয়,
চোখ ভিজে যায়, গভীর ব্যাথায়।
ভুলে যতই থাকতে চাই,
মনের ভুলেও সেখানে যাই।
আরে বাপরে মনে মনে এত প্রেম....😂😂 বেশ ভালই লিখেছো।
মনে মনে সবারই কমবেশি প্রেম রয় বাপু 🌚। লেখাটি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
চমৎকার লিখেছেন আপনি।
অনেক ধন্যবাদ আপনাকে ☺️।
আবেগি এই মনে
খোলা জানালায় পাশে
আকাশ পানে চেয়ে রই
এলোমেলো ভাবনা গুলো
উঁকি দেয় মনের কোনায়
তবুও তোমায় নিয়ে ভাবতে ভালো লাগে
জানি এটায় হয়তো শেষ ভালো লাগা।
নীরব ভাবনার ক্ষণে
দেখেছি তোমায় স্বপ্নে
হারিয়ে গিয়েছো এভাবে
চক্ষু দৃষ্টির আড়াল থেকে
এই অপূর্ণতার কষ্টে
হারিয়েছি ভালোবাসার সাগরে
যাহার নাই কোন কূল কিনারা
নির্জন এই রাতে
খোলা জানালায় দাঁড়িয়ে
জোসনার আলোয় মুগ্ধ হই,
এলোমেলো ভাবনা চঞ্চল হৃদয়ে
তোমায় হারানোর কষ্টে
যন্ত্রনাগুলোর আঘাতে নিশ্চল রই।
হাফিজ ভাই, নির্জন রাতে খোলা জানালায় দাড়ালে আবার পেত্নীতে না ধরে আপনাকে। হা হা হা...
অসাধারণ ভাই 👌👌👌👌।
নির্ঘুম রাত কাটে তোমার প্রতীক্ষায়
তুমিহীন হৃদয় বেদনায় ভরে যায়
জানো প্রিয়, রাতের ওই আধারকে
বড্ড বেশি আপন করে নিয়েছি
হয়তো সময়ের সাথে তুমি আমি
দুজনেই বদলে গেছি।
বাতাসের শীতলতায় আজও খুঁজি
প্রিয় তোমার ভালোবাসার স্পর্শ
তোমাকে পাবার আশায় এই হৃদয়ে
অনুভূতিগুলো হয় জাগ্রত।
হঠাৎ থমকে দাঁড়াই,মনে পরে যায়
আমি তো বেচেঁ থেকেও মৃত।
তবুও দুই হাত বাড়িয়ে খুঁজি হৃদয়ের শীতলতা
এই হৃদয় শূন্য হাতে ফিরে আসে
নিয়ে হাজার ব্যথা।
বসে আছি নির্ঘুম চোখে
তুমি ছাড়া হৃদয় যে কাদে
তবুও খুজি তোমার মনে প্রাণে।
আমার এই ছোট্ট জীবনে,
বেসেছিলাম তোমায় ভালো
তাইতো তোমার কষ্টগুলো,
আমাকে ক্ষত করে
আর রাত জেগে প্রতীক্ষা করি
তুমি কখনো তোমার ভুলগুলো শুধরে নিবে
আমাকে বাসবে ভালো
সেই জ্যোৎস্নার আলোর
কোন একটি রাতের মত।
আমায় বেসেছিলে ভালো