You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭৫
আমার এ মন দিয়েছি তোমায়,
দূরে গেলেও তোমারই সে রয়।
হই - হুল্লোড়, আড্ডা - হাসি ,
সব কিছুতেই তোমায় খুঁজি।
তোমায় ছাড়া শূন্য হৃদয়,
চোখ ভিজে যায়, গভীর ব্যাথায়।
ভুলে যতই থাকতে চাই,
মনের ভুলেও সেখানে যাই।
আরে বাপরে মনে মনে এত প্রেম....😂😂 বেশ ভালই লিখেছো।
মনে মনে সবারই কমবেশি প্রেম রয় বাপু 🌚। লেখাটি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
চমৎকার লিখেছেন আপনি।
অনেক ধন্যবাদ আপনাকে ☺️।