বড়ো রানের টার্গেটেও রাজস্থান সহজ জিত পেলো!

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: willow

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল রাজস্থান আর লখনৌ এর মধ্যে ম্যাচ ছিল। তারা এই আইপিএল-এ মোটামুটি বেশ ভালো পজিশন-এই আছে। এইবার তাদের মধ্যে যেকোনো টিমের কাছ থেকে কিছু একটা আশা করা যায়, কারণ তাদের সেমিফাইনাল যাওয়া তো নিশ্চিত যা দেখলাম পয়েন্ট তালিকা। তবে রাজস্থান কিন্তু এইবার খুবই স্ট্রং পজিশন ধরে রেখেছে, ১ নম্বর থেকে তাদের কেউ নামাতেই পারছে না, যদিও তাদের নেট রান রেট কিন্তু অন্যান্য পজিশন এর থেকে কম আছে, কিন্তু তারা ৯ টির মধ্যে ৮ টিই জিতেছে। যাইহোক, গতকালকের ম্যাচটাও লখনৌ এর পিচে খেলা হয়েছে, সেই হিসেবে অনেকটা ধরে নেওয়া যাচ্ছিলো যে, এটা লখনৌ জিততে পারে।


স্ক্রিনশর্ট: willow

কারণ বেশিরভাগই প্রেডিকশন এটাই বলে যে, ঘরের মাঠে সবাই একটা জোশের সাথে খেলে থাকে আর ম্যাচ হাত ছাড়া হতে দেয় না। তবে টসে রাজস্থান জিতেছিল, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার মতো একটা সুযোগ তাদের ছিল। এক্ষেত্রে সঞ্জু বোলিং করারই সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে। আর সঞ্জু এইবার অধিনায়ক হিসেবে ভালো সফলতার হাতছানি পাচ্ছে প্রতি ম্যাচে। যাইহোক লখনৌ টিমের পক্ষ থেকে ডি কক আর রাহুল ওপেনিং করতে নামে, এক্ষেত্রে ডি কক শুরুটা করেছিল ভালোই, উঠে উঠে দুই ৪, কিন্তু পরের বলেই বোল্ড আউট হয়ে যায়। বোল্ট এর ওই বলটা ভালোই সুইম করেছিল, এক্ষেত্রে লাইন বোঝাটা তার ক্ষেত্রে কঠিন ছিল, কারণ সে মেরে খেলার মুডে ছিল ওই ক্ষেত্রে।


স্ক্রিনশর্ট: willow

পরের জনও একই কেস, সন্দীপ এর বোলিং ভালোই সুইম খেয়েছিলো, বোঝার আগেই বল ঢুকে গেলো উইকেটে । এক্ষেত্রে একটু চাপের মুখে পড়ে গিয়েছিলো তারা, কিন্তু রাহুল এর সাথে দীপক ভালোই পার্টনারশীপ তৈরি করতে সক্ষম হয়। কারণ এখানে কাউকে না কাউকে ধরে খেলতেই হতো, নাহলে ম্যাচ ভেসে যেত এক কোথায়। ১০০ তারা পার্টনাশীপ গেইন করতে সক্ষম হয়েছিল, ফলে রান রেটটা মোটামুটি সাড়ে ৯ থেকে ১০ এর মধ্যে রাখার একটা প্রচেষ্টা করেছিল। ফলস্বরূপ তারা কিন্তু রান একদম খারাপ তৈরি করেনি, ১৯৬ রান মানে কিন্তু ২০০ রানের মতোই ধরা যায়। তবে এক্ষেত্রে পুরান যদি আউট না হতো, তাহলে আরো রানের সম্ভাবনা ছিল।


স্ক্রিনশর্ট: willow

পুরান কিন্তু ওয়েস্টইন্ডিজ এর একজন ভালো খেলোয়ার, আগে বেশ ভালো খেলতো। তবে এখন এই আইপিএল-এ একটা বিষয় ইদানিং লক্ষ্য করা গিয়েছে যে, ২৫০ রানের উপরে করলেও সেই রান খুব সহজেই অনেক সময় চেজ হয়ে যাচ্ছে। যেমন গত পরশুদিনের কলকাতার ম্যাচে তারা ২৬০ রান করেও জিততে পারেনি, বিপক্ষ টিম ২০ ওভারের আগেই সেটা চেজ করে ফেলেছিলো। এক্ষেত্রে গতকাল রাজস্থানও খুব সহজেই এই রান চেজ করতে পারে। এখানে এই রান চেজে দুইজনেই ক্রেডিট পাওয়ার অধিকার রাখে, কারণ তারাই শেষ অব্দি ম্যাচটা জিতিয়েছে। কারণ ওপেনে এসে যাইস্বল আর বাটলার আউট হয়ে গেলেও সঞ্জু আর জুরেল ম্যাচটাকে টেনে নিয়ে গিয়েছিলো।


স্ক্রিনশর্ট: jiocinema

এখানে প্রথমে তাদের রানের অবস্থান গতানুগতিক খুবই কম ছিল। তবে পরে এরাই দুইজন রান রেটটা ১০ এর কাছে নিয়ে যায় এবং ধীরে ধীরে একটা টার্গেট গেইন করে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। এক্ষেত্রে টার্গেট দৃঢ় থাকলে সহজেই টার্গেটের লক্ষ্যে পৌঁছানো যায়। বরং আরো ১ ওভার আগেই জিততে পেরেছে। তবে এই ম্যাচে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হলো, একবার লেগ স্ট্যাম্প এর বেল ছিল নিচে পড়ে আর সেইভাবেই খেলা চলেছে, যদিও সে বল ডেড বল করে দিয়েছিলো। যাইহোক, ম্যাচটা বেশ ভালো উপভোগ করার মতো ছিল শেষ পর্যন্ত। এক্ষেত্রে লখনৌ এর কিছু ভুল ছিল, কারণ স্লিপে দুটি ক্যাচ মিস করেছিল, আর কোথায় আছে ক্যাচ মিস মানে ম্যাচ মিস।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

এই বছর আমি লক্ষ্য করে দেখেছি রাজস্থান যেন বিজয়ের বেশে আইপিএল খেলতে শুরু করেছে। তাদের খেলা দেখে একবারও মনে হচ্ছে না এই খেলাটা তারা হেরে যাবে। যদিও গত রাতে ওপেনিং ব্যাটসম্যানেরা খুব একটা ভালো করতে পারেনি তারপরও অধিনায়ক স্যামসন ঠিকই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং দলকে জয়ী করে তুলেছে।

 last month 

এই জয়সোয়াল ছেলেটাকে আমি দেখছি ২০২০ সালের অনুর্ধ-১৯ বিশ্বকাপ থেকে। সত্যি ছেলেটা যেন দিনে দিনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। গতকালও বেশ সুন্দর খেলেছে। রাজস্থান এই আইপিএলে বেশ দারুণ পারফরম্যান্স করছে। একেবারে শক্তভাবে টেবিলের শীর্ষ স্থানটা ধরে রেখেছে। ব‍্যাপার টা খুবই চমৎকার। ম‍্যাচটা বেশ দারুণ হয়েছিল।

 last month 

এবারের আইপিএলে বোলিং গুলোর বেশ নাজেহাল অবস্থা। এক পক্ষ যদি আড়াইশো রান করছে আর এক পক্ষ কিছু বল হাতে রেখেই রান পূর্ণ করে দিচ্ছে। প্রথম দিক থেকেই টেবিল পয়েন্ট রাজস্থান ভাল অবস্থানে। তাদের প্রথম সারির ব্যাটিংরা দারুন খেলছে। আর এই কারণে খুব সহজে তারা বড় রানের বিরুদ্ধেও জয় পেয়ে যাচ্ছে।

 last month 

একবার লেগ স্ট্যাম্প এর বেল ছিল নিচে পড়ে আর সেইভাবেই খেলা চলেছে, যদিও সে বল ডেড বল করে দিয়েছিলো।

ঘটনাটি তো আসলেই বেশ মজার ছিলো দাদা। যাইহোক এই টুর্নামেন্টে বড় বড় রান চেজ করতে প্রায়ই দেখা যাচ্ছে। আসলে এমন টুর্নামেন্ট দেখার মজাই আলাদা। তাই সারা বিশ্বে আইপিএলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। যাইহোক এই টুর্নামেন্টে রাজস্থানের পারফরম্যান্স সত্যিই বেশ প্রশংসনীয়। আশা করি তারা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলবে। এই ম্যাচে সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্যাটিং করেছে। এটা বলাই যায় যে,এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে সে সফল। এই ম্যাচের রিভিউ দারুণভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69726.58
ETH 3619.25
USDT 1.00
SBD 3.21