ঋতুর বন্ধন
আপন করে ভাবতে পারি মাতৃভূমি বাংলাদেশ,
ছয় ঋতুতে দেশটি মোদের নেইকো তার রুপের শেষ
গ্রীষ্ম ফুলে ফলে আমি সবার সেরা।
বর্ষা বলে বাংলার রুপ আমার শ্রুোত ধারা।
শরৎ বলে আমি বাংলার রুপ প্রকাশ করি।
হেমন্ত বলে আমি বাংলার অন্নধারণ করি।
শীতের বস্ত্র পরিহিত অনেকেই রাজ আর ছিন্ন মূলদের সাজ,
বসন্ত বলে আমি হলাম সব ঋতুর রাজা,
ছয় ঋতুর প্রকাশ শেষে বৈশাখী বরণ।
টর্নেডোর আঘাতে হয় মৃত্যুর কারন,
সৌন্দর্যের এই লীলা ভূমি হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান
আমাদের সবার মাঝে থাকে সহ অবস্থান।
AMAR SONAR BANGLA
great post bro
You got a 9.18% upvote from @slimwhale courtesy of @nahin9!
wow awsome post in bangla
great post
Amazing poem. Bro thank you
wow nice poem bro...we really loves our bangladesh
Good post. We love Bangladesh, also love Bangla...