শিমুল ফুল গাছ এখন প্রায় বিলুপ্তির পথে।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে বেশ আনন্দ নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

20230228_084540.jpg
আজকের পোস্টে শিমুল ফুল গাছ ও সেই ফুল গাছের বিলুপ্তি হওয়া সম্পর্কে কিছু কথাবার্তা আপনাদের মাঝে তুলে ধরব।আশা করছি আপনাদের ভালো লাগবে।

আশাকরি শিমুল ফুল সবাই চেনেন। এই শিমুল ফুলকে আমরা আঞ্চলিক ভাষায় তুলার ফুল বলে থাকি। কারণ এই শিমুল ফুল গাছ থেকে তুলা সংগ্রহ করা হয়। আর সেই শিমুল ফুল গাছ দিন দিন বিলুপ্তের পথে। একটা সময় বাড়ির আনাচে কানাচে অনেক শিমুল ফুল গাছ দেখতে পাওয়া যেত।

কিন্তু কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে সেই শিমুল ফুল গাছগুলো। আগে কোথাও ঘুরতে গেলে অনেক শিমুল গাছ দেখা যেত। কিন্তু এখন যে কোথাও ঘুরতে গেলে শিমুল ফুল গাছের কোন চিহ্ন দেখা যায় না। মানুষ বসতির কারণে গাছপালা কেটে ফেলছে এবং সেই সাথে কেটে ফেলছে অনেক গুরুত্বপূর্ণ উপকারী গাছ গুলো। তার মধ্যে এই শিমুল ফুল গাছ ও একটি উপকারি গাছ।
20230228_084519.jpg

গত দু একদিন আগে একটা জায়গাতে হাঁটতে বের হয়েছিলাম। যাওয়ার পথে দেখতে পাই একটি শিমুল ফুল গাছ। দেখে খুবই ভালো লাগলো কারণ অনেকদিন পরে এই শিমুল গাছ দেখতে পেলাম। কারণ প্রতিনিয়ত কেটে ফেলা হচ্ছে এই গাছ গুলো যার কারণে চোখেই পড়ে না।

20230228_084528.jpg

আজকে চোখে পড়ার কারণে কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম। আর সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে শুধু এতোটুকুই বলতে চাচ্ছি, সেটি হচ্ছে বর্তমানে এরকম শিমুল গাছের মতো অনেক উপকারী গাছ অনেক ফুল গাছ, যেগুলো আমাদের খুবই পরিচিত, সবটাই দিন দিন হারিয়ে যাচ্ছে।

20230228_084533.jpg
তো বন্ধুরা এই ছিল আজকের মত আয়োজন। আশা করছি অন্য কোনদিন অন্য কোন টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আজকের মত এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

আগে আমাদের বাড়ির পাশের জায়গায় শিমুল ফুলের গাছ ছিল। কিন্তু এখন সেগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছে। আসলে দিন যত যাচ্ছে ততই যেন অনেক কিছুই বিলুপ্তি হচ্ছে। হয়তোবা কয়েক বছর পর দেখব এই গাছগুলো একদম বিলুপ্ত হয়ে গেছে। আসলে প্রকৃতির সৌন্দর্য বর্ধক এবং মানব জীবনে চাহিদা পূরণকারী গাছগুলো ধীরে ধীরে আমাদের মাঝে থেকে হারিয়ে যাচ্ছে যা সত্যিই খুব দুঃখজনক। তবে ফটোগ্রাফি গুলোতে শিমুল ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে।

 3 years ago 

জি সেটাই হবে হয়তোবা কয়েক বছর পর দেখব এই গাছগুলো একদম বিলুপ্ত হয়ে গেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ধন্যবাদ আমার পোস্টটি সাপোর্ট করার জন্য।,ভালো লাগে যখন আমার পোস্ট কেউ সাপোর্ট করে।।

 3 years ago 

আপু ঠিক বলেছেন এখন আর আগের মতো এত শিমুল ফুল গাছ দেখা যায় না। শুধু শিমুল ফুল নয় এমন অনেক পরিচিত গাছ আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারজন্য আবহাওয়ার এত পরিবর্তন দেখা দিয়েছে। আমাদের গ্রামে আগে অনেক শিমুল ফুল গাছ ছিল। কিন্তু এখন হাতে গুনা দু-একটি ছাড়া আর নেই। আমার কাছে শিমুল ফুল অনেক ভালো লাগে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জি আপু শুধু শিমুল ফুল নয় এমন অনেক পরিচিত গাছ আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারজন্য আবহাওয়ার এত পরিবর্তন দেখা দিয়েছে।

 3 years ago 

আপনার শিমুল গাছের ফটোগ্রাফি দেখে একটি গান মনে পড়ে গেলো।

শিমুল যদি হইতাম আমি শিমুল এলো ডানে রূপ আমার বাহির হতো ফাল্গুনেরও কালে।

সত্যি এখন শিমুল গাছ পায় বিলুপ্তির পথে। আগে সব জায়গায় দেখা যেত এখন তেমন একটা দেখা যায় না। শিমুলের ফুল দেখতে খুবই সুন্দর। শিমুল গাছ থেকে উৎকৃষ্ট মানের তুলা হয়ে থাকে। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

জি ভাইয়া শিমুল গাছ থেকে উৎকৃষ্ট মানের তুলা হয়ে থাকে।

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন ৷ এখন অনেক পরিমান শিমুল গাছ. নেই ৷ তবে আমাদের একটা গাছ এখনো আছে ৷ যেটা নিয়ে ১৪ই ফেব্রুয়ারি তে লিখেছিলাম ৷ তবে আগের. মতো এখন আর চোখে পড়ে না ৷ তবে গ্রামের এই বসন্তে শিমুল গাছে নানা ধরনের পাখির ডাক দুপুরের রোদে তুলা উড়া ৷ সত্যি অনেক ভালো লাগে ৷

 3 years ago 

আসলে ভাইয়া গ্রামের এই বসন্তে শিমুল গাছে নানা ধরনের পাখির ডাক দুপুরের রোদে তুলা উড়া আমার ও ভালো লাগে।

 3 years ago 

আপনি ঠিক বলছেন আপু বর্তমান সময়ে গ্রামে গেলে শিমুল গাছ একদম দেখা যায় না। শিমুল গাছ বলতে গেলে খুবই অতি নগণ্য খুঁজে পাওয়া যায়। আগে তো খুব বেশি দেখা যেত শিমুল গাছ। তবে আমাদের সকলের উচিত এই গাছ বাড়ির আনাচে কানাচে লাগানো। শিমুল গাছের অনেক সুন্দর ফটোগ্রাফি নিয়েছেন দেখে মন ভরে গেল আপু।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু আমাদের সকলের উচিত এই গাছ বাড়ির আনাচে কানাচে লাগানো।

 3 years ago 

আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত কারণ বর্তমান সময়ের শিমুল গাছ দেখাই যায় না। বহু বছর আগে আমার নানার বাড়ির সামনে একটি শিমুল ছিল। তবে এই দেশে যখন ফুল ফোটে তখন দেখতে ভারী সুন্দর লাগে। আজ আমাদের জন্য কিন্তু আমরা প্রাকৃতিক সৌন্দর্য করবো দিন দিন হারিয়ে ফেলেছি। সময়ের সাথে সাথে অনেক কিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে এগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভাল ছিল ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাইয়া ঠিক বলেছেন সময়ের সাথে সাথে অনেক কিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে এগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.33
JST 0.032
BTC 113413.06
ETH 4153.43
USDT 1.00
SBD 0.78