আমার কাছে বেঁচে থাকাটা জীবন আর ভালো থাকাটা বিলাসিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার কাছে বেঁচে থাকাটা জীবন আর ভালো থাকাটা বিলাসিতা এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

pexels-photo-2828014.jpeg

source

আসুন শুরু করি

জীবনটা আমার কচুর পাতার উপর শিশির বিন্দুর মতোন টলমল। যে কোন মুহূর্তে জীবন থমকে যেতে পারে চিরদিনের জন্য। জীবন একটাই এক জীবনে হাজারো সমস্যা নানা রকম বাধা বিপত্তি মানসিক অশান্তি নিয়ে বেঁচে থাকতে হয় প্রতি মুহূর্তে। জীবনের পিছু ছুটে ছুটে জীবনের মানে খুঁজে পাচ্ছি না। জীবনে একটু সুখের জন্য দূর থেকে বহু দূরে পাড়ি দিচ্ছি। পাখির মতোন এক ডাল থেকে অন্য ডালে বাসা বাঁধছি। কিন্তু দুর্ভাগ্য যে আমার পিছু ছাড়ছে না। সৌভাগ্য যে আমার সোনার হরিণ কোন ভাবে তার ছোঁয়া পাচ্ছি না। মায়ের আঁচলে এবং বাবার হোটেলে যতদিন ছিলাম ততো দিন ভালোই ছিলাম।

জীবন কি? জীবনের মানে কি তা বুঝতে পারে নি? যখনই মায়ের আঁচল এবং বাবার হোটেল থেকে বাইরে গেলাম তখনই প্রতিটি মুহূর্তে বুঝতে পারছি জীবন কি? সুখে থাকা নয় শুধু প্রতিকূল পরিবেশে জীবনকে টিকিয়ে রাখতে প্রাণ প্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুখের তরীর আশায় দুঃখের সাগরে সাঁতরে যাচ্ছি প্রতিনিয়ত হয়তোবা, সুখের ছোঁয়া পাবো না হয় দুঃখের অতল সাগরে হারিয়ে যাবো যে কোন মুহূর্তে।
একটা জীবনে এতো সমস্যা হলে কি আর বেঁচে থাকা যায়? সুখের পাখি যে কবে আসবে নীড়ে তা জানি না। সুখের খোঁজে জীবনটা সাদা কালো হয়ে আসছে।

দিন যতোই যাচ্ছে পরিবেশ এবং পরিস্থিতি জটিল হয়ে আসছে। সবার রাতের আধার কাটিয়ে ভোরের সূর্য উদিত হয়। কিন্তু আমার সোনালী আলোকিত সূর্য উদিত হয় না। সময়ের সাথে পাল্লা দিয়ে অন্ধকার ঘিরে আসছে চার দিকে । পরিবার থেকে সমাজ সবাই ভাবছে আমি আছি অনেক বেশ। কিন্তু জীবনের প্রতিটি মোড়ের দুঃখের গল্প কি আর বলা যায়? সবার সাথে ভালো থাকার অভিনয় করে ঠোঁটের কিনার হাসি ফুটাতে হয় বারবার। দুঃখ আমার জীবন সাথী সুখ যে আমার অচিন পাখি। পাগল মনকে কিভাবে যে বুঝাই আমি দুঃখের রাজ্যে হারিয়ে সুখের সন্ধান করা যে বড্ড বোকামি।

দুঃখের অলিতে গলিতে হেঁটে সুখের সন্ধান করে যে আমি কান্ত। দীর্ঘ নিঃশ্বাস আর মানসিক চাপ বাড়ছে। হয়তো খুবই তাড়াতাড়ি মৃত্যুর সাথে আলিঙ্গন করব। তবুও বেঁচে আছি আমি কোনভাবে প্রকৃতির খেয়ালে। হয়তো পড়ে যাবো কোন এক অসময়ের তখন খুজবে না আর কেউ। যেখানে বেঁচে থাকাটা আমার জন্য কষ্টকর সেখানে সুখের আশা করাটা নিশ্চয়ই আমার জন্য বিলাসিতা হবে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপনি কিছু কিছু মানুষের কাছে শুধুমাত্র সংগ্রাম করে বেঁচে থাকাটাই জীবন। আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সংগ্রাম করে আমাদেরকে চালিয়ে যেতে হয়। তবে এক ধরনের ভালো থাকা আমরা দেখতে পাই। সেগুলো আসলেই ভালো থাকা নয়। সেগুলোর নাম হচ্ছে বিলাসিতা। এ ধরনের বিলাসিতা সবার কপালে সয়না। প্রকৃতভাবে মানুষের জীবন উপভোগ করতে হলে সংগ্রাম করেই জীবনটা কাটিয়ে নিতে হয়।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন কিছু কিছু মানুষের কাছে শুধুমাত্র সংগ্রাম করে বেঁচে থাকাটাই জীবন। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

মানুষের জীবন সবসময় সংগ্রাম করে বেঁচে থাকতে হয় একদম ঠিক বলেছেন। বাবা মায়ের ছায়াতলে থাকাকালীন সময়ে বুঝতে পারা যায় না জীবনটা কেমন। যেটা আপনি এখন বুঝতে পারছেন। সে অনুভূতিটা শুনে যেটা থেকে অনেক বাস্তবতা সম্পর্কে ধারণা পেলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাই আপনার আজকে জেনারেল লেখার বিষয়টা নিয়ে সত্যি বেশ ভালো লাগলো। এই বাস্তবতার শহরে মানুষ আসলে বাস্তবতাটা বুঝতে চায় না। আপনার সাথে আমিও একমত যে, বেঁচে থাকাটাই হলো জীবন আর ভালো থাকাটা হচ্ছে বিলাসিতা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাই আমরা মধ্যবিত্ত মানুষেরা যতদিন মায়ের আঁচলের তলে এবং বাবার হোটেলে থাকি,ঠিক ততদিন আরামে থাকতে পারি। তারপর থেকে জীবনের সংগ্রাম শুরু হয়ে যায়। একের পর এক বাঁধা বিপত্তির সম্মুখীন হই। অনেক সময় ধৈর্য ধরতে ধরতে, ধৈর্যের বাঁধ পর্যন্ত ভেঙে যায়। তখন আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারি জীবন কি জিনিস। তবুও বুকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে ভাই। একদিন অবশ্যই সফলতা অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই।

 2 years ago 

এত সুন্দর গঠনমূলক অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলেছেন। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। সত্যিই জীবনটা কচু পাতার উপর জমে থাকা পানির মতো। যতদিন বাবা মায়ের ছায়া তলে থাকা হয় ততদিন জীবন কি জিনিস বুঝা যায় না। যখন এই ছায়া তল থেকে বের হয়ে আসা হয় তখন জীবনটা কত কঠিন আর কতটা সংগ্ৰাম করে বেঁচে থাকতে হয় বোঝা যায়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

কথা গুলো পড়ে মন খারাপ হয়ে গেলো ভাইয়া।আসলে বাস্তব ভয়ংকর। বাবার হোটেল আর মায়ের আঁচল ছেরে বাইরে বের হলে বোঝা যায় ব্যাস্তবতা কতোটা কঠিন।জিবন টা কতো কঠিন। তবে কোন এক সময় সব ঠিক হয়ে যাবে।ধন্যবাদ ভাইয়া মনের কষ্টের কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি পড়ে অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি খুব মূল্যবান একটি পোস্ট করেছেন। এটি ঠিক বলেছেন মানুষের বেঁচে থাকাটাই হচ্ছে জীবন। আর অতিরিক্ত কিছু পাওয়া বা আশা করাটাই হচ্ছে বিলাসিতা। তবে মানুষের জীবনে অনেক সুখ দুঃখ হাসি কান্না এগুলো আছে। এই নিয়ে মানুষের জীবন। ধন্যবাদ আপনাকে খুব মূল্যবান একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত অসাধারণ মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.031
BTC 108800.39
ETH 3913.70
USDT 1.00
SBD 0.61