নিজের পুকুরে মাছ ধরার অনুভূতি ।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, নিজের পুকুরে মাছ ধরার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000027782.jpg

নিজের পুকুরে মাছ ধরা অনুভূতি সত্যিই বেশ অন্যরকম হয়ে থাকে। আসলে মাছ খাওয়ার
চেয়ে মাছ ধরার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। সত্যি কথা বলতে মাছ ধরতে কি যেই আনন্দ হয় তা বলে বোঝানো সম্ভব নয়। মাছ ধরার অনুভূতি বেশ অসাধারণ হয়ে থাকে। মাছ ধরতে ভীষণ পছন্দ করি আমি। শখ গুলোর মাঝে মাছ ধরা অন্যতম আমার । আমি প্রায় সময় মাছ ধরি। গতকাল আমি আমাদের নিজ পুকুরে মটর দিয়ে পানি সেচে মাছ ধরেছি। পুকুরটি বাড়ির পাশে ধান ক্ষেতের মাঝে অবস্থা হওয়া বড় মাছ চাষ করে নি ।

IMG20240217113521.jpg

IMG20240217113530.jpg

ধান ক্ষেত থেকে অনেক দেশি মাছ পুকুরে এসেছে। পুকুরটি আরো কিছুদিন আগে সেচ দেওয়ার কথা ছিলো । তবে অসুস্থতার কারণে সেচ দেওয়া হয় নি। তাই গতকাল পুকুর সেচ দিলাম। পুকুরে পানি দুপুরের আগে শুকিয়ে গেছে। তাই বেলা ১২ টায় মাছ ধরতে পুকুরে নেমে গেলাম। আমি আর আমার মামাতো ভাই মিলে মাছ ধরেছি। পুকুরে অনেক দেশীয় মাছ পাওয়া গেছে। দেশী মাছের মধ্যে টাকি, শোল, শিং, মাগুর, কই, খলিসা মাছ পাওয়া গেল। তবে ফানি অতিরিক্ত ঠান্ডার কারণে পুঁটি এবং কাছকি মাছ মারা গেছে।

IMG20240217113536.jpg

IMG20240217113544.jpg

যদি আরো কয়দিন আগে পুকুর সেচ দিতাম তাহলে আরো অনেক মাছ পেতাম। আসলে এতো ধরনের মাছ পাবো তা ভাবি নি । অনেক মাছ পেলাম। নিজ হাতে মাছ ধরতে পেরে খুব ভালো লাগলো। বেশ ভালো লেগেছে মাছ ধরতে গিয়ে ৷ প্রত্যেকটা মুহূর্ত বেশ উপভোগ করলাম। মাছ ধরতে পেরে নিজেই কাছে বেশ ভালো লাগলো। অনেক মাছ পেয়েছি তাই কিছু মাছ আত্মীয়-স্বজনের মাঝে বিলিয়ে দিয়েছে। মাছ ধরার মজাদার অভিজ্ঞতা হলো আমার।

IMG20240217113541.jpg

IMG20240217113618.jpg

IMG20240217113746.jpg

IMG20240217113622.jpg

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনার বাড়িতে দাওয়াত দেন 😋
এতো দারুন দারুন সব দেশী মাছ দেখে তো খেতে ইচ্ছে করছে। আমরা যা খাই সব চাষের মাছ আর খেতে একদমই ভালো লাগে না। যাইহোক চোখদুটো জুড়িয়ে গেছে। আর কয়েকদিন আগে মাছগুলো ধরলে হয়তো আরো বেশি মাছ পেতেন। যাইহোক রিজিক যতটুকু রয়েছে এতটুকু পেয়েছেন। অনেক ধন্যবাদ ভাই চমৎকার অনুভূতি মেশানো পোস্টটি করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অবশ্যই ভাই, দাওয়াত রইলো আসবেন আমাদের বাড়িতে। ধন্যবাদ আপনাকে অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে মাছ ধরার অনুভূতি সত্যিই অসাধারণ। আপনি নিজের পুকুর থেকে খুবই সুন্দর ভাবে এই মাছ ধরার অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। ধানক্ষেত থেকে অনেক দেশি মাছলি পুকুরে এসেছে যার। কারণে আপনার পুকুর থেকে অনেক দেশি জাতের ভালো মানের মাছ আপনি ধরতে পেরেছেন। এই মুহূর্তটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পোস্টটি দেখে চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া আসলেই মাছ ধরার অনুভূতি অনেক মজার হয়ে থাকে। আর আপনি আপনার নিজ পুকুর থেকে পানি সেছে মাছ ধরেছেন। মাছ গুলো দেশী প্রকৃতির। আপনাদের আইডিয়াটা অনেক ভালো নিজ পুকুরে বড় মাছ চাষ না করে ছোট দেশী মাছ চাষ করেছেন। আর মাছ ধরাটা আপনার শখ এাট একটি ধারুণ বেপার। যাই হোক সবগুলো মাছ পছন্দের ছিল। এত সুন্দর মাছ আমাদের সামনে শিয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার নিজের পুকুর থেকে মাছ ধরার অনুভূতি। আসলে আমাদের এলাকার পুকুরে বেশিরভাগই আমরা পাঙ্গাস মাছ চাষ করে থাকি। আপনারা তো দেখছি ছোট ছোট অনেক প্রজাতের মাছ চাষ করেন। তবে আমার কাছে কৈ মাছ বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

নিজ পুকুরে মাছ ধরার মজাই আলাদা। নিজের পুকুরে মাছ ধরার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ যেভাবে আপনি আজকে আপনাদের পুকুরের পানি সেচ দিয়ে মাছ ধরেছেন তা দেখে খুব ভালো লাগলো। আমাদের এখানে পুকুরে মেশিন দিয়ে পানি সরিয়ে যখন মাছ ধরার পরিকল্পনা করা হয়ে থাকে আমরা প্রথম থেকেই প্রস্তুত হয়ে থাকি কখন পুকুরের পানি শেষ হয়ে যাবে এবং কখন আমরা মাছ ধরতে নেমে যাব৷ অনেক ভালো লাগলো আপনার পোস্ট দেখে ও পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আসলে আমি ছোটবেলায় বেশ কয়েকদিন পুকুরের মধ্যে মাছ ধরেছিলাম। কিন্তু বর্তমানে আর তেমন সময় সুযোগ হয়না। আপনি আজকে আমাদের মাঝে আপনার পুকুরের মাছ ধরার অনুভুতি শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম, আপনার মাছ ধরার বেশ ভালোই অভিঙ্গতা রয়েছে।

 2 years ago 

সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই নিজেদের পুকুর থেকে দেখছি অনেক মাছ ধরেছেন। মাছ ধরা সত্যিই মজাই আলাদা আমিও এক সময় আমাদের পুকুর থেকে এরকম মাছ ধরতাম কিন্তু বর্তমানে ঢাকায় থাকার কারণে মাছ ধরার আর সুযোগ পায় না। অনেক সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

নিজের পুকুরে মাছ ধরার মজাই আলাদা। তবে জমির মধ্যে পুকুর হওয়ার কারণে বড় মাছ না হলেও ছোট মজার মজার মাছ পেয়েছেন। আর ছোট এই মজার মাছগুলো খেতে এমনিতে বেশি মজা লাগে। তবে ছোট কালে এভাবে আমাদের পুকুর থেকে আমরাও মাছ ধরতাম। মাছ ধরার অনুভূতি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাছ ধরতে আমার কাছে খুব ভালো লাগে। তবে গ্রাম অঞ্চলে পুকুর গুলোর মধ্যে খুব মজার ছোট ছোট মাছগুলো পাওয়া যায়। কিছুদিন আগে আমাদের বাড়িতে পুকুর থেকে মাছ ধরেছি অনেক ধরনের মাছ পেয়েছিস ছোট ছোট। তবে আপনিও দেখতেছি অনেক ধরনের মাছ পেয়েছেন। সত্যি বলতে এই মাছগুলো খেতে যেমন মজা অনুভূতি ও ভিন্ন রকম হয়। ধন্যবাদ আপনাকে মাছ ধরার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.034
BTC 108283.09
ETH 3863.75
USDT 1.00
SBD 0.63