সূর্য অস্তের মুহূর্তে প্রকৃতির মাঝে কিছুক্ষণ।

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, সূর্য অস্তের মুহূর্তে প্রকৃতির মাঝে কিছুক্ষণ থাকার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000038326.jpg

IMG20231126091256.jpg

IMG20231124082923.jpg

কিছুদিন আগে পড়ন্ত বিকেলে ধান খেক্ষে ঘুরতে গিয়েছি। তখন বেশ ব্যস্ত ছিলাম আমি। প্রকৃতির মাঝে অনেক দিন যাওয়া হচ্ছিলো না। তাই সারাদিন হাতের কাজকর্ম সেরে বিকেলে গ্রামের মেঠো পথ দিয়ে ধান ক্ষেতের দিকে রওনা হলাম। ঐ দিন আমি একলাই গিয়েছি ধান ক্ষেতে। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর ধান ক্ষেতে গিয়ে পৌঁছলাম। মাঠের পর মাঠ যখন ধান দেখতে পেলাম তখন বেশ ভালো লাগলো। ধান গুলো প্রায় পাকা অবস্থায় রয়েছে । দক্ষিণে হাওয়াতে যখন ধানের গাছ বাতাসের সাথে দোল খাচ্ছে তখন দেখতে বেশ ভালো লাগছে। ঝিরঝির ভাবে আমার গায়েও দক্ষিণের হাওয়া বয়ে যাচ্ছে।

IMG20231125162827.jpg

IMG20231125163900.jpg

পড়ন্ত বিকেলে নীল আকাশে সাদা মেঘের বেলা ভেসে যাচ্ছে। মাঝে মাঝে মাথার উপর দিয়ে বিভিন্ন পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। শালিক, ঘুঘু আর দোয়েল পাখি উড়ে উড়ে ধান গাছ মধ্যে থাকা পোকামাকড় খাচ্ছে। নিরিবিলি বিকেলের প্রকৃতির মাঝে বেশ ভালো লাগছে আমার। দক্ষিণের হাওয়াতে মনের মধ্যে এক ধরনের প্রশান্তি কাজ করছে। দেখতে দেখতে বিকেলের সময় পার হয়ে গেলো। চারদিকে কিছুটা হালকা অন্ধকার নেমে আসলো। সূর্য পশ্চিম আকাশে হেলে গিয়েছে। আমি বেশ চমৎকার ভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। দেখতে দেখতে সূর্য অস্ত যেতে লাগলো। সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে।

IMG20231125165300.jpg

IMG20231125173053.jpg

দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যে সূর্য অস্ত গেলো। সূর্য অস্ত যাওয়ার পর পশ্চিম আকাশে হলুদ এবং লাল রঙে লাভা দেখতে পেলাম। পশ্চিম আকাশে যেন নতুন রঙ্গে সেজেছে। আকাশের এই বৈচিত্র্য রঙ দেখে সত্যিই বেশ ভালো লাগলো। চারদিকে সবুজের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর আকাশের স্নিগ্ধ বৈচিত্র্যময় রঙ্গিন ছবি দেখতে অন্যরকম লাগছে। প্রকৃতির সব সৌন্দর্য যেন পশ্চিম আকাশের মাঝে প্রতিফলিত হচ্ছে। প্রকৃতির এমন সুন্দর দৃশ্যপট দেখে কি যে ভালো লাগছে তা বলে বোঝানো সম্ভব নয়। সূর্যাস্তের পর মেঘগুলোও হালকা হলুদ থেকে ধীরে ধীরে লাল হয়ে গেলো। যেন মেঘের গায়ে অগ্নিশিখা। এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনে দোলা দিয়ে যায়।

IMG20231126173956.jpg

প্রকৃতির সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য সত্যি বেশ দারুণ। এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। বিভিন্ন সময়ে প্রকৃতির বিভিন্ন রূপের সাজে তা কুয়াশা ভেজা সকালে, পড়ন্ত বিকেলে, গোধূলি সন্ধ্যায় প্রকৃতির মাঝে গেলে বুঝা যায়। সূর্যাস্ত প্রকৃতির এক অপূর্ব দৃশ্য যা দেখলে সবাই মুগ্ধ হয়ে যায়। দিগন্তে এমন অসাধারণ সৌন্দর্য সত্যি বেশ দারুন। প্রকৃতির এমন সৌন্দর্য হৃদয় ছুঁয়ে দেয়। সূর্য অস্তের মুহূর্তে প্রকৃতির মাঝে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে নিরিবিলি পরিবেশে। সবুজের মাঝে সূর্য অস্তের মুহূর্ত চমৎকারভাবে উপভোগ করেছি। এমন প্রকৃতির মাঝে বারবার যেতে মন চায়।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤



Posted using SteemPro Mobile</center

Sort:  
 last year 

প্রকৃতি থেকে ধারণ করা ফটোগ্রাফি গুলো দেখলে যেন মনটা ভরে যায়। প্রকৃতি থেকে ফটোগ্রাফি ধারণ করতে আমারও ভালো লাগে তাই তো আমি মাঝে মাঝে প্রকৃতির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি। সূর্যাস্তের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাইয়া আপনার পোস্ট পড়ে জানতে পারলাম কিছুদিন আগে আপনি ধান খেতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে সূর্যাস্তের আগ মুহূর্তে দারুন একটা সময় অতিবাহিত করলেন। সেই সাথে বেশ কয়েকটি ফটোগ্রাফিও করে নিলেন। এভাবে খুব সুন্দর বর্ণনার সাথে আমাদের মাঝে পোস্ট শেয়ার করলেন দেখে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

পুরো পোস্টটি পড়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছি। আপনি কতটা প্রকৃতির সুন্দরর্য উপভোগ করেছেন। সূর্য অস্তের মুহূর্তে দারুণ লাগে দেখতে। আসলেই এমন মূহুর্ত গুলো দেখলে ইচ্ছে করে হারিয়ে যায় । অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

জি আপু, প্রকৃতির পরিবেশে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে আজকে আপনি আমাদের মাঝে দারুন একটা কনসেপ্ট নিয়ে কতগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আর এই ফটোগ্রাফি গুলো দেখে আমরা সূর্যের অস্ত যাওয়াটা পুরোপুরি বুঝতে পারছি। আসলে এভাবে তো কখনো আমি ভেবে দেখিনি। যাইহোক আপনার ফটোগ্রাফির মাধ্যমে একটা নতুন ধরনের কনসেপ্ট পেলাম। আর আপনি প্রতিটা ছবির বিবরণ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সূর্য অস্তের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

আপনার পোস্ট টা পড়ে আমার পছন্দের কবি জীবনানন্দ দাস এর একটা কবিতার লাইন মনে পড়ে গেল

হয়তো দেখিবে ছেয়ে
সুদর্শন উড়তেছে সন্ধ‍্যার বাতাসে।

পড়ন্ত বিকেল ধানক্ষেত নীল আকাশ পাখিদের উড়ে যাওয়া সূর্যাস্ত সবমিলিয়ে যেন অসাধারণ একটা মূহূর্ত। বিকেলের সময় টা বেশ চমৎকার কাটিয়েছেন ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last year 

এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.031
BTC 108573.75
ETH 3903.84
USDT 1.00
SBD 0.62