রঙ্গন ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু রঙ্গন ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

আজ ১০টায় আমার নানা এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছে‌। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নানার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহতালা যেন উনাকে জান্নাত দান করে। রাত সাড়ে ১১ টায় ওনার জানাযা অনুষ্ঠিত হবে। তাই পোস্টটি সংক্ষিপ্ত করার জন্য সবার কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

রঙ্গন ফুলের আলোকচিত্র

1692025542694.jpg

লোকেশন
Device :- realme C55

IMG20230814112716 (1).jpg

IMG20230814112531.jpg

রঙ্গন ফুল আমাদের সকলের বেশ পরিচিত। আমাদের দেশের সর্বত্র রঙ্গল ফুল দেখা যায়। রঙ্গন চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। রঙ্গন ফুল শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসাবে সকলে কাছে জনপ্রিয়। রঙ্গন ফুল দেখতে খুবই সুন্দর। রঙ্গন ফুলের পাপড়ির গঠন বিন্যাস বেশ অসাধারণ। ফুল গুলো দেখতে তারার মতন মনে হয়। ফুলের এক থোকার মধ্যে অনেক গুলো ফুল ফুটে থাকে। রঙ্গন ফুল অনেক জাতের রয়েছে। রঙ্গল ফুল সাধারণত লাল, খয়রি, কমলা, গোলাপী এবং হলুদ রঙের দেখা যায়। লাল এবং গোলাপি রঙ্গের রঙ্গন ফুল সবচেয়ে বেশি দেখা যায়।

IMG20230814112724.jpg

IMG20230814112806.jpg

IMG20230814112906.jpg

IMG20230814113032 (1).jpg

IMG20230814113032.jpg

IMG20230814113047.jpg

IMG-20230814-WA0006.jpg

IMG-20230814-WA0007.jpg

IMG-20230814-WA0008.jpg

IMG-20230814-WA0009.jpg

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

আজ ১০টায় আমার নানা এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছে‌।

সত্যিই খুব কষ্ট লাগছে ভাই আপনার এই কথাটা শুনে। আমি মন থেকে আপনার নানার জন্য আশীর্বাদ করছি উনি যেন যেখানেই থাকেন অনেক ভালো থাকেন।

যাইহোক উপরের অংশটুকু পড়ে পোস্টে কমেন্ট করার মানসিকতা হারিয়ে ফেলেছি তাও বলছি, ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এত রংয়ের যে রঙ্গন ফুল হয় সেটাই আমি জানতাম না।

 2 years ago 

আশীর্বাদ করবেন উনি যেন পরপারে ভালো থাকে। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম মুগ্ধ করার মত ছিল রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো। সত্যি বলতে রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে রংবেরঙের এমন সুন্দর ফুল দেখতে সবাই অনেক পছন্দ করে। প্রতিটি ফুলের কালার অনেক সুন্দর হলো। বিশেষ কোন একটি কে নয় প্রতিটি ফটোগ্রাফি দারুন করেছেন আপনি।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে এত দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আজ তো অনেক চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপন করলেন। প্রত্যেকটি ছবি অসাধারণ হয়েছে বিশেষ করে প্রথম ছবিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার নানার আত্মার শান্তি কামনা করি ভাইয়া।আপনার তোলা রঙ্গন ফুলের ফটোগ্রাফিগুলি দারুণ হয়েছে।এই ফুলগুলি আমার কাছে খুবই ভালো লাগে, ছোটবেলায় এর পাপড়ি ছিড়ে মধু খেতাম আমি।লাল হলুদের মিশেলে রঙ্গন ফুলটি বেশি ভালো লেগেছে আমার কাছে, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার নানার জন্য প্রার্থনা করেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো একদম স্বচ্ছ ও সুন্দর ছিল। একই ফুলের বেশ কয়েকটি প্রজাতি এখানে তুলে ধরেছেন। সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে এই পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙ্গন ফুলের অনেক জাত রয়েছে। ফুলগুলির ফটোগ্রাফি এত চমৎকার হয়েছে যে আমি মুগ্ধ হয়ে থাকি রইলাম। লাল রঙের ফুল গুলো বেশি চমৎকার দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত দুর্দান্ত মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রথমে আপনার নানার আত্মার শান্তি কামনা করছি। উনি যেখানেই থাকুন যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আসলে ফুলের ফটোগ্রাফি নিয়ে কথা বলার মত ইচ্ছাটা হারিয়ে গেল এই কথা শুনে। যদিও আগে বলেছি আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়। সুতরাং নতুন করে সেটা আর বলার মত কিছু নেই। আপনি বরাবরই অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আর রঙ্গন ফুলের প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে ভাই।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই দিদি।

 2 years ago 

ভাইয়া আপনার নানার আত্নার মাগফেরাত কামনা করছি। মৃত্যু একটি পেয়ালা যা সবাইকে পান করতে হবে। যায়হোক আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। বর্তমানে রিয়েলমি ফোনের ক্যামেরা গুলো দারুন সাপোর্ট করছে। ছবির কালার দেখলে এসডি এসডি লাগে। ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার গল্প মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার নানার মৃত্যুর কথা শুনে খারাপ লাগলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে পরকাল জীবনে আল্লাহতালা যেন বেহেস্ত নসিব করে আমীন। তবে রঙ্গন ফুল আমার কাছে অনেক ভালো লাগে। এই ফুলগুলোর কালার বেশ চমৎকার। রঙ্গন ফুল অনেক রকমের আছে। সত্যি বলতে আপনার রঙ্গন ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙ্গন ফুলের সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার নানা জন্য দোয়া করবেন আল্লাহ তা'আলা যেন তাকে বেহেশত নসিব করে, আমিন। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 121947.39
ETH 4468.22
SBD 0.79