The Diary Game : - 1.8.2020 Season 2- Eid holyday.

in #wherein4 years ago

The Diary Game : - 1.8.2020 Season 2- Eid holyday.

আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে।
"ঈদ মুবারাক"

সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি।

My intruduce post here:
https://steemit.com/hive-142013/@nevlu123/i-just-going-to-introduce-with-this-appics-community-and-members-of-this-platform

আমার ডায়েরি : ১-৮-২০২০

আজকে সকালে ঘুম থেকে অনেক দেরি করে উঠলাম কারণ এখন ঈদের ছুটি চলতাছে যার কারণে প্রায় নয়টা বেজে গিয়েছে ঘুম থেকে উঠতে উঠতে।

ঘুম থেকে জেগে আমি আকাশের দিকে তাকাই দেখি যে আকাশ অনেক উজ্জ্বল হয়ে আছে, সূর্যের আলো অনেক বেশি এবং রোদের অনেক তাপ পড়তে ছিল যেহেতু এখন গরমের সিজন তাই।
IMG_20200802_121809.jpg
তারপরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে পিরে আসলাম এবং রুমে আসার পরে আবার ক্যান্টিনে গেলাম নাস্তা করার জন্য।

যখন ক্যান্টিনে গেলাম তখন কাউকে দেখতে পেলাম না ক্যান্টিনে কারণ সবাই আমার আগে নাস্তা করে চলে গেছে আমি বোধহয় সবার শেষে নাস্তা করতে গিয়েছিলাম।
IMG_20200802_122044.jpg
তারপর ক্যান্টিন থেকে নাস্তা করে আবার পিরে আসলাম রুমে,তারপর
রুমে এসে কম্পিউটার ওপেন করে কম্পিউটারে একটু বেশি সাউন্ড দিয়ে গান চালালাম,তারপর গান চলাকালীন অবস্থায় পাশের রুমে আমি যে পাখি গুলা পুষতাম সেগুলোকে কিছু খাবার এবং পানি দিলাম।

তারপর আবার রুমে ব্যাক করলাম রুমে ব্যাক করার পরে একটা ছবি চালালাম হিন্দি ছবি ছিল সেটা।

ওই ছবিটি দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে যায় তখন লাঞ্চ করার জন্য আবার ক্যান্টিনে চলে যাই।

যখন লাঞ্চ শেষ করি তখন লাঞ্চ শেষে রুমে এসে খুব কম সাউন্ড দিয়ে কম্পিউটারে নজরুল সংগীত এর কিছু গান লাগিয়ে রেস্ট নিতে লাগলাম।

অতপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম গান শুনতে শুনতে তারপর যখন চারটা বাজে তখন ঘুম থেকে উঠে যাই

IMG_20200802_121716.jpg
উঠার পরে আমি এবং আমার বন্ধু আমরা দুইজন মিলে ভ্রমণ করতে বের হলাম, যদিও করোনা ভাইরাসের কারণে আমরা দূরে কোথাও যাই নাই আমাদের কাছাকাছি সোহার এলাকায় একটা সমুদ্র সৈকত আছে সেখানে গেলাম ভ্রমণ করতে।
IMG_20200802_121631.jpg
সমুদ্র সৈকতের পাড়ে ওইখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এরপরে সেখানে একটি পার্ক ছিল পার্কে কিছুক্ষণ আড্ডা দিলাম।
IMG_20200802_121850.jpg

পার্কের থেকে যখন আড্ডা শেষ হল তখন আমরা রওনা হয়ে গেলাম একটা মার্কেটের উদ্দেশ্যে ওইখানে ও কিছুক্ষণ ঘোরাঘুরি করে রওনা হয়ে যায় রুমে আসার উদ্দেশ্যে
IMG_20200802_121931.jpg

কারণ আমাদেরকে সন্ধ্যাবেলা সাতটার আগেই রুমে ব্যাক করতে হবে কারণ এখানে সন্ধ্যা সাত টা থেকে ভোর ছয় টা পর্যন্ত লকডাউন চলতেছে করোনা ভাইরাসের কারণে ।

যার কারণে সন্ধ্যা সাত টার আগেই আমাদেরকে রুমে ব্যাক করতে হয়েছিল।

রুমে এসে ফ্রেশ হয়ে একটু চা বানালাম এবং বিস্কিট দিয়ে একটু নাস্তা করলাম।
IMG_20200802_121743.jpg
তার পর কম্পিউটার এ একটা চাইনিজ মুভি লাগালাম সেটা দেখতে দেখতে অনেক সময় হয়ে যায়। কারণ ছবিটি ছিল দুই পর্বের যার কারণে ঐই দুই অপূর্ব দেখতে দেখতে ডিনার এর টাইম হয়ে যায় ডিনার করার জন্য ক্যান্টিনে যাই ডিনার শেষ করে এসে শুয়ে পড়ি আর এটাই ছিল আজকের ডায়েরি।

#Oman

সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করলম,ভালো ও সুস্থ থাকবেন।

[WhereIn Android] (http://www.wherein.io)

Sort:  

Really good writing bro. Since you write a post in Bengali. So, you can post from our #SteemBangladesh Community.

Brother, you can get 10% votes from @steemcurator01 by commenting every day visit this post for details.
https://steemit.com/the1000daysofsteem/@steemitblog/1000-days-of-steem-day-21-the-diary-game-season-2-has-started
Follow @steemitblog. So, that you can see all their posts. They will give new update every day. You can see them.

আপনি যে

Thank you for taking part in The Diary Game on Steem.

Sorry we missed the voting window on this post. An extra vote will be added to your next Diary Game post.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63061.76
ETH 2602.70
USDT 1.00
SBD 2.75