যে কমিউনিটি বাংলাদেশে সর্বপ্রথম খোলা হয় discord এ

in #steemtuner6 years ago (edited)

DQmYBVYUhjxLqYqNy1V3m23aV5FCr5GqW5pJDKpJFYoiTYW_1680x8400.png

সবাই কেমন আছেন আমার বাংলাদেশী steemians ভাইয়েরা এবং বোনেরা। আশা করি অবশ্যই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনা সব সময়ে করি। আজকে আমি আপনাদের মাঝে যে পোস্টটি করার জন্য আমার এই উদ্যোগ সেটি হল? আমরা কমবেশি সবাই যারা #steemit ব্যবহার করি তারা #discord অ্যাপসটি অবশ্যই ব্যবহার করি। আর এই discord আমরা অনেকেই অনেক কমিউনিটিতে join আছি এবং এ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারছি।

কিন্তু আপনি জানেন কি??? আমাদের বাংলাদেশে সর্বপ্রথম discord এ কোন কমিটি খোলা হয়েছিল আমি মনে করব শতকরা 99 percent লোকই ভুল উত্তর দেবে। কারণ আমরা বিদেশি কমিউনিটি নিয়ে একটু বেশি কাজ করি এজন্য আমাদের দেশীয় কমিউনিটি চোখে পড়ে না।

তো আমি যে community টি কথা আজকে আপনাদের মাঝে বলতে চাচ্ছি সেটি হলো @steemtuner হ্যাঁ বন্ধুরা এই community সর্বপ্রথম #discord open করে আমাদের বাংলাদেশী কিছু বড় ভাইয়েরা মিলে খুলেছিল কিন্তু আমরা অনেকেই এটা সম্পর্কে জানি না কারণ এটি শুনতে একটু বিদেশি বিদেশী ভাব লাগে এর জন্য আমরা অনেকেই মনে করেছি যে এটি একটি বিদেশি চ্যানেল এর জন্য আমরা এখানে হয়তো অনেকেই কথোপকথন করিনা।

কিন্তু না এটি শুধুমাত্র আমাদের বাংলাদেশীদের জন্য একটি বড় সাহায্যকারী community তবে হ্যাঁ এখানে বিদেশীদের সাহায্য করা হয়। এবং এখানে বিদেশীদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। তবে সবসময়ই আমাদের দেশীয়দের একটু বেশি সাপোর্ট দেয়। এটি আমাদের দেশীয় community এর জন্য আমাদের বাংলাদেশী steemit ইউজারদের জন্য একটু সুযোগ বেশি থাকে।

আপনি অবশ্যই জানতে চাইবেন যে এখান থেকে আমি কী কী সুযোগ-সুবিধা পেতে পারি। আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব যে আপনারা এখান থেকে কী সুযোগ-সুবিধা পেতে পারেন।

যেমন ধরেন:

এই কমিউনিটি যাতে প্রত্যেক সপ্তাহে কিছু contest রাখা হয় এবং সেগুলো যদি ঠিকঠাক মত পূরণ করা হয় এবং ঠিকভাবে কাজ করা হয় তো অবশ্যই আপনি এই community থেকে একটি বড় আকারের support পেয়ে থাকবেন। তবে এমন নয় যে আপনি কনটেস্টের যোগ দিলেন আর আপনাকে তারা সাপোর্ট দিল এরকমটা কিন্তু নয় কারণ আপনার মত আরো অনেকেই এখানে কনটেস্টে participate করে। সবাই আসে জেতার জন্য তাই বলে যে সেই জিতবে এমন কোন কথা নয় একজন জিতবে একজন হারবে এটাই হলো বাস্তবতা।

যেমন ধরেন প্রত্যেক সপ্তাহের জন্য photography contest রাখা হয় এই কনটেস্টে যে জয়ী হয় তার জন্য এই community থেকে #1sbd মত পুরস্কার রাখা হয়।

দ্বিতীয় যেটি সেটি হল q রেশন competition এখানে participate করলে একটু বেশি পাওয়া যায় যদি আপনি জয়ী হন এখানে এই কনটেস্টে আপনার পোষ্ট সর্বপ্রথম কোন কপি পেস্ট ছাড়াই লিখতে হয় সম্পূর্ণ নিজের মেধা দিয়ে এবং সেটি এই কমিউনিটির tag সাথে মিলিয়ে পোস্টটি শেয়ার করতে হয়। আপনি যখন এই কমিউনিটির tag use করবেন তখন এই কমিউনিটির যারা admin manager বা বিভিন্ন বড় বড় পদে আছেন তারা আপনার পোস্টটি চেক করবে যদি আপনার পোস্টটি স্বয়ংসম্পূর্ণ হয় তো অবশ্যই আপনার পোস্টটি তারা সিলেক্ট করবে এবং সিলেট করার পরে আপনাকে তারা রেডিও টক শোতে আমন্ত্রণ করবেন।
আর হ্যাঁ একটি কথা তো বলতে ভুলেই গিয়েছি আপনি যদি এই ডিউরেশন কম্পিটিশনে জয়ী হন তো আপনাকে এই কমিউনিটি থেকে #2sbd মতো পুরস্কার দেওয়া হবে।

এখানে তিনজনকে সিলেট করা হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয়,,,,,,

যিনি প্রথম হবেন তিনি পাবেন #2sbd মতো পুরস্কার।
তারপর যিনি দ্বিতীয় হবেন তিনি পাবেন #1sbd মতো পুরস্কার.
যিনি তৃতীয় হবেন তিনি পাবেন #0.50 sbd
মতো পুরস্কার।

আপনি হয়তো জানতে চাইবেন আমি পোস্ট করার কথা পোস্ট করব আমি কেন রেডিও টকশোতে যাব। এটি সম্পূর্ণ ভুল চিন্তা কারণ আপনি যখন রেডিও টকশোতে join হবেন আপনার মত অনেকেই এখানে দেখতে পাবেন আছে তো আপনি মন খুলে আপনার যে কোন ইচ্ছা বা সমস্যার কথা এখানে সরাসরি আপনার নিজের ভাষাতেই বলতে পারবেন তো আপনি যখন আপনার নিজের ভাষাতে বলবেন তো অবশ্যই আপনার ভাষা সবাই বুঝবে। কিন্তু যখন আপনি একটি বিদেশে চ্যানেলে গিয়ে এরকম কি করবেন তো দেখা যাবে আপনার ভাষা সবাই বুঝবে না এর জন্য আপনাকে কেউ হেল্প করতে চাইবে না।

এর জন্যই মূলত টকশোটি রাখা আর আপনি এই কমিউনিটিতে জন হলেই বুঝতে পারবেন আরো কত কি সুবিধা আছে এখানে।

আপনি কিভাবে একটি ভাল পোস্ট করবেন কিভাবে পোস্ট করলে আপনার পোস্টটি মানসম্মত হবে আপনার পোস্টটি একটি স্বয়ংসম্পূর্ণ হবে সেটি আপনি এখানে আপনার বাসাতে জানতে চাইলে জেনারেল গিয়ে আপনি আপনার মেসেজটি ছেড়ে দিলে আপনাকে মেসেজের জবাব দেওয়ার চেষ্টা করবে এই গ্রুপে যত জন মেম্বার যোগ আছে বা এডমিন আছে তো বুঝতেই পারছেন যে কত একটা সুবিধা।

এবং আপনি আপনার মূল্যবান পোস্টটি এখানে পোষ্ট promotion মাধ্যমে আরও ইউজারদের মধ্যে শেয়ার করতে পারবেন তো শেয়ার করলে দেখা যায় যে আপনার পোস্টটি যদি স্বয়ংসম্পূর্ণ হয় অনেকেই আপনার পোস্টটি দেখে আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে।

তো সর্বশেষ আমি আপনাদেরকে বলবো আপনারা দেরি না করে এখনি এই community সম্পর্কে ভালোভাবে জানুন এবং এই কমিটিতে জয়েন হয়ে যান তো এটাতে আপনারই লাভ হবে ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

steemtuner discord link

Sort:  

Congratulations! your post has benn selected to present on #weekly-curationlounge on Steem Tuner voice. Must attend this show at 10pm to participate this contest.

Hey well done...
♥♥♥

Thank you very much but not select my post....I am very upset....

Congratulations @mamun123456! You have received a personal award!

SteemitBoard World Cup Contest
Click on the badge to view your Board of Honor.

Do not miss the last post from @steemitboard:
SteemitBoard World Cup Contest - The results, the winners and the prizes

Do you like SteemitBoard's project? Then Vote for its witness and get one more award!

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 64432.28
ETH 2648.26
USDT 1.00
SBD 2.78