SteemPlus এক্সটেনশনটি আমি কেন ইউজ করি ? Bangla Blog Episode_05

in #steemplus6 years ago

Bangla Blog 05 picture.jpg

সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের আর্টিকেল। আমি আজ কথা বলবো SteemPlus নামের একটি স্টিমিট এক্সটেনশন নিয়ে। গত এক মাস ধরে এই এক্সটেনশনটি আমি ইউজ করি। এর অসাধারণ কিছু ফিচার নিয়ে আজ লিখার চেষ্টা করব।

০১। আপনি কি হিউম্যান নাকি বোট(Bot)/ স্পামার?

এই এক্সটেনশনটির মাধ্যকে খুব সহজেই দেখতে পাবেন আপনি স্টিমিট অথোরিটির কাছে কি হিসেবে নিজেকে ডিসপ্লে করছেন। খুব সুন্দর ভাবে শো করবে আপনি কত % হিউম্যান, কত % বোট(Bot) এবং কত % স্পামার। নিচের স্কির সর্ট গুলো দেখলেই বুঝতে পারবেন -
human pic 01.PNG

এই স্কিন সর্টটিতে দেখতে পাচ্ছেন যে হিউম্যান অপশনটি শো করছে। এতে বুঝা গেল যে এই আইডিটি একজন হিউম্যান হিসেবে স্টিমিট অথোরিটির কাছে পরিচিত।

other option pic 02.PNG

এই স্কিন সর্টটিতে দেখতে পাচ্ছেন যে তিনটি অপশন দেখা যাচ্ছে। হিউম্যান, স্পামার , বোট(Bot) এবং সাথে কোনটা কত % সেটাও শো করছে।

সাধারণত ৫০% এর উপরে হিউম্যান এর % থাকলে তাকে হিউম্যান হিসেবে কাউন্ট করা হয়। ৫০% এর নিচে চলে গেলে পেইন্ডিং থাকে । আর যদি স্মাপার বা বোট(Bot) এর % ৮০ এর উপরে চলে যায় তাহলে স্মাপার অথবা বোট(Bot) হিসেবেই কাউন্ট করা হয়। তাই কারো হিউম্যানের % যদি ৫০ এর নিচে চলে আসে সে তার % দেখেই কমেন্ট গুলো ঠিক ভাবে করতে পারবেন। কারন কমেন্ট করার সময় অনেক সময় আমাদের একই কমেন্ট কয়েকবার হয়ে যায়। যদিও আমরা ইচ্ছে করে একই কমেন্ট করছিনা। দেখা যাচ্ছে কিছু কমেন্ট এর রিপ্লায় শুধু Welcome/Thanks for support me/go ahead/ going up এই ধরনের কমেন্ট অনেক সময় আমাদের করতে হয়। এই একই টাইপের কমেন্ট এর পরিমান বেশি হয়ে গেলে স্টিমিট অথোরিটি আপনার হিউম্যানের % কমিয়ে স্মামারের % বাড়িয়ে দিবে।

এভাবে আপনি আপনার হিউম্যান % দেখে কমেন্ট যত বেশি ইউনিক করা যায় সেদিকে খেয়াল রাখবেন।
আর বোট(Bot) এর % কেন বাড়ে কমে এর সঠিক কারন আমি জানিনা। তবে হতে পারে আমরা অনেক সময় বোট(Bot) ইউজ করি থাকি বা অনেকের ভোটিং পাওয়ার থাকায় অন্যদের কে ভোট দিয়ে থাকেন এটা উপর নির্বর করেই বোট(Bot) এর % বাড়তে বা কমতে পারে। আমি এই ক্ষত্রে সিউর বলতে পারছিনা। তবে কমেন্ট এর ব্যাপারটা সত্যিই কার্য্যকর। যাদের স্পাম এর % বেশি তারা একই টাইপের কমেন্ট যত পারেন কমিয়ে দেন, দেখবেন আপনার হিউম্যানের % বাড়তেছে।

02 । আরো কিছু গুরত্বপূর্ণ অপশন-

আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন, তখন নিচের স্কিন সর্টের মত একটা অতিরিক্ত অপশন দেখতে পাবেন। যেই অপশনটি স্টিমিটে আগে দেখেননি-
Capture.PNG

এই স্টিমপ্লাস অপশনটিতে ক্লিক করলে আরো অনেক গুলো ফিচার দেখতে পাবেন। যেসব ফিচার আপনার অনেক ক্ষেত্রে জানার দরকার হয়ে পড়ে। Capture.2.PNG

স্কিন সর্টে যেই কয়টা ফিচার আছে সব গুলো নিয়ে লিখলে আর্টিকেলটি অনেক বেশি বড় হয়ে যাবে। আশাকরি আপনারা ক্লিক করলেই বুঝতে পারবেন ফিচার গুলো কেন এবং কি কারনে জানার দরকার।

০৩। বোটের(Bot) ভোট দেওয়ার পরিমান জানা যায় -

আমরা অনেক সময় পোস্ট প্রোমোশনের জন্য ভোট ক্রয় করে থাকি। এর জন্য আমরা বিভিন্ন বোট(bot) ইউজ করে থাকি। এই এক্সটেনশনটি আপনাকে দেখাবে যে, বোট(Bot) আপনাকে কতটুক বেলুর ভোট দিয়েছে। স্কিন সর্টটি দেখলে অনেকটা বুঝতে পারবেন -
Capture.3.PNG

০৪। আপনার পছন্দের আইডি গুলো ফেবোরিট লিস্ট করে রাখুন -

স্টিমিটে আমি নিজেও কিছু কিছু আইডি ফেবোরিট লিস্ট করে রেখেছি। কারন এই আইডি গুলোর রাইটারদের লেখা গুলো আমি মিস করিনা। যদি আপনার আমার মত এমন পছন্দের কিছু আইডি থেকে থাকে তাহলে আপনিও আমার মত ফেবোরিট লিস্ট করে রাখতে পারবেন এই এক্সটেনশটির মাধ্যমে -
06.PNG

উপরের স্কিন সর্টটিতে দেখতে পাচ্ছেন একতি স্টার অপশন দেখা যাচ্ছে। আপনি এই স্টার অপশনটিতে ক্লিক করলে আইডিটি আপনার ফেবোরিট লিস্টে এড হয়ে যাবে -

07.PNG

ফেবোরিট লিস্টটি দেখার জন্য স্টিমিট হোম পেইজে গেল বাম দিকে দেখতে পাবেন।

এছাড়াও আগের আর্টিকেলে আমি বলেছিলাম যে কমেন্ট করার ক্ষেত্রে ভোটিং পাওয়ার আছে এমন আইডি গুলাকে টার্গেট করে কমেন্ট করার চেষ্টা করবেন। যে কোন আইডির ভোটিং পাওয়ার দেখার জন্য এই এক্সটেনশনটি আপনাকে হেল্প করবে।

04.PNG

উপরের স্কিন সর্টটিতে দেখতে পাচ্ছেন একটি আই(i) অপশন দেখা যাচ্ছে। এই আই(i) অপশনটিতে মাউস রাখলে নিচের স্কিন সর্ট এর মত কিছু অপশন দেখতে পাবেন -

05.PNG

দেখতে পাচ্ছেন এই আইডির ভোটিং ভেলু কত। এভাবে আপনি এক্সটেনশটির যথাযথ ব্যবহার করে আপনার কাজকে অনেক সহজ করে তুলতে পারবেন।

এখান থেকে এক্সটেনশনটি ডাউনলোড করে নিন!

All Image Source - Screen Short

আজ এই পর্যন্তই। আর্টিকেলটি আপনাদের কতটুক ইনফরমেশন দিতে পারলো কমেন্ট করে জানাবেন। আপভোট দিতে ইচ্ছে হলে দিয়ে উৎসাহিত করবেন। পরবর্তি আর্টকেল পেতে আমাকে ফলো করে রাখুন এখান থেকে।

নিচের আর্টিকেল গুলো দেখে আসতে পারেন -

01| Special Article For My Followers - I Used, Top Five Chrome Extension!

02| আপনি স্টিমিটে নতুন তাই বুঝতে পারছেন না কিভাবে কাজ শুরু করবেন ? Bangla Blog_04

03| সোসাল মিডিয়াতে সমালোচনা কিভাবে করা উচিৎ ? Bangla Blog Episode_03

04| Computer is at Risk? Given Some Solution From Microsoft Authority! Technology Episode_04

Sort:  

I just started using this extension. Very good enhancement to your experience. Recommended for everyone

খুবই কার্যকর পোস্ট। স্টিম প্লাস এর ব্যাপারে ধারনা ছিলনা, এর ফিচার গুলু দারুন হবে বলে মনে হচ্ছে। ধন্যবাদ @kawkab

Excelent post. We need more this type of post and ofcourse in Bangla.

আমি ফ্রি থাকলে অবশ্যই আরো অনেক বাংলা ব্লক দিবো এবং বাংলা সাইট অলরেদি একটা রেডি। ডিজাইন এর কাজ চলছে। কমেন্ট করে সাথে থাকবেন , ধন্যবাদ!

Sei.....bondhu...sei..

আন্নেরে সেইসেই ধন্যবাদ!

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64271.38
ETH 3157.43
USDT 1.00
SBD 4.25