সোসাল মিডিয়াতে সমালোচনা কিভাবে করা উচিৎ ? Bangla Blog Episode_03

in #blog6 years ago

Let's Change.jpg
image source

বাংলাদেশি স্টিমিয়ান্সরা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন। আজকে আমি কথা বলব, সোসাল মিডিয়াতে কিভাবে আমরা অন্যের সমালোচনা করব।

আমাদের অফলাইন ব্যাস্ততা দিনে দিনে কমে যাচ্ছে, অফলাইন থেকে অনলাইনে আমাদের সময় দেওয়া অনেক হারে বাড়ছে।

সোসাল মিডিয়াতে আমরা যখন সময় কাটাই, মাঝেমাঝে আমাদের চোখের সামনে অনেক নেগেটিব আর্টিকেল/ছবি/ভিডিও ইত্যাদি চলে আসে। এসব দেখে হঠাৎ আমাদের মেজাজ প্রতিকুলে চলে যায়,যার কারনে আমরা কোন কিছু চিন্তা না করেই নেগেটিব কমেন্ট করে বসি। নেগেটিব কমেন্ট করে আপনি নিজেকেও নেগেটিব মাইন্ড এর পারসোনদের কাতারে চলে যাচ্ছেন এই ভাবনাটা আপনার ইনসটেন্ট মাথায় আসেনা বা যখন আপনি নেগেটিব কমেন্ট করেন তখন এসব চিন্তা না করেই করে বসেন।

একবার চিন্তা করুন, আপনি কোন একটা পোস্টে অনেক নেগেটিব কমেন্ট করলেন। দেখা গেল যে ঐ পোস্ট দাতার ফ্রেন্ড লিস্টে হয়তো আপনার পরিচিত অনেকেই আছে। যারা আপনার এই নেগেটিব কমেন্টটি পড়বে এবং আপনার সম্পর্কে ধারণা আগের থেকে কিছুটা হলেও পাল্টাবে।

সোসাল মিডিয়াকে আমাদের কাছে কেন যেন মনে হয় পারসোনাল বেডরুম। অথচ সোসাল মিডিয়া হল খোলা ময়দান। যেখানে নানান রকমের মানুষের আনাগোনা। সব মানুষের সাথে আমাদের মতামতের মিল থাকবেনা এটাই স্বাভাবিক। তাই হঠাৎ রাগান্বিত না হয়ে নেগেটিব কমেন্ট করা যাবেনা। যদি খুব বেশি কমেন্ট করার দরকার মনে হয় আপনার ,তাহলে পজিটিব ভাবে নেগেটিব কমেন্ট করতে পারেন যাতে ভাষার মান রক্ষা হয়।

শুধু কমেন্ট এর কথা বললাম বলে অন্যান্য দিক ভুলে গেলে হবেনা। অনেক সময় দেখা যায় কোন একটা ইস্যুকে কেন্দ্র করে আমরা সোসাল মিডিয়াতে দুই ভাগ হয়ে যাই। এক দল অন্য দলকে যেভাবে পারে ট্রল করি। এই ব্যাপারটা অনেক সময় অনেক বেশি খারাপ দিকে চলে যায়। বিশেষ করে খেলা/রাজনীতি এই দুই ক্ষেত্রে বেশি হয়। ট্রল না করে অন্যের ভুল গুলো সুন্দর ভাবেও বলে দেওয়া যায়।

সবশেষে বলি - সোসাল মিডিয়াতে নিজেদেরকে সেব রাখার অন্যতম একটি দিক হল, পজিটিবলি সব কিছু মেনটেইন করা।

ভাল থাকবেন সবাই। দেখা হবে সামনের বাংলা ব্লগে আগামি সোমবার। আর্টিকেল ভাল লাগলে কমেন্ট করে এঙ্গেইজ হবেন, ভোট করবেন।

Bangla Blog Episode_02

Follow Me Here

Sort:  

You got a 3.06% upvote from @upmewhale courtesy of @kawkab!

Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!

Everyday we are spending huge time on social media with reasons or without reasons, if we will spend more time on steemit platform compare to others social media we can earn and learn. So, let's start .... and thanks for your nice article.

Welcome Brother ! now i spend maximum time on steemit related site. thanks for good advice

Please don't take it as a advice. Just I share my personal views.

ok brother!!

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 62904.98
ETH 3359.08
USDT 1.00
SBD 2.46