১ টু ৯৯ +মার্কেটে কেনাকাটা করার মূহুর্ত ১ম পর্ব

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

১ টু ৯৯ +মার্কেটে কেনাকাটা করার মূহুর্ত ১ম পর্ব

1000023621.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। আসলে কিনতে হলে টাকার সাথে সম্পর্ক লাগে। আসলে ভালো জিনিস সবাই পছন্দ করে তবে সবার পক্ষে কেনা৷ সম্ভব নয়। যাইহোক টাকার সাথে সম্পর্ক রেখে আমাদের জিনিস পত্র পছন্দ করতে হয়। তবে ১ টু ৯৯+ মার্কেটে যাওয়া হয় না অনেকদিন ।আসলে ঈদের আগে কেনাকাটা করার জন্য ১ টু ৯৯+ মার্কেটে গিয়েছিলাম। আসলে ভেবেছিলাম এখানে হয়তো সব কিছুর দাম কিছুটা কম হবে। তবে বর্তমান সব কিছু দাম অনেক তাই সব জায়গায় দাম। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000023638.jpg
প্রথমে আমরা সিঁড়ি বেয়ে ওপরে ওঠে গিয়েছিলাম।আসলে ঈদের আগে গিয়েছিলাম তাই মোটামুটি সব জায়গায় ভীর ছিল। তবে আমরা দুপুরের দিকে গিয়েছিলাম তাই তুলনামূলক ভাবে ভীর কিছুটা কম ছিল। আসলে দুপুরে রোজার দিনে সব জায়গায় লোকজনের চাপ কম থাকে।

1000023622.jpg

1000023621.jpg

1000023618.jpg
যেহেতু আমি আমার সংসারের কিছু জিনিস কেনার জন্য গিয়েছিলাম। আসলে প্রথমেই চোখে পড়লো পছন্দের জিনিস। আসলে আমরা প্রতি দিন চা খায় আর তারজন্য মাঝে মাঝে চায়ের কাপ তো কিনতেই হয়। আসলে এমনিতে সহজে কেনা হয় না। তবে একটা উপলক্ষে কিনতে হয়। যেহেতু সামনে ঈদ ছিল সেই উপলক্ষে এক সেট কাপ কিনলাম।আসলে কাপ গুলো অনেক সুন্দর। তবে দাম অনেক। বাইরে দাম থেকে কোন অংশে কম নয়।

1000023630.jpg

1000023627.jpg

1000023626.jpg
তারপর আমরা অন্য দিকে ঘুরে দেখলাম। আসলে এখানে অনেক ভালো জিনিস পাওয়া যায় তবে দাম অনেক। আর বাচ্চারা দাম দেখে না শুধু জিনিস পছন্দ হলেই কিনতে হবে। তারপর বাচ্চাদের পছন্দের কিছু জিনিস কিনলাম। আসলে জিনিস গেলে তাদের আবার আর কিছু লাগে না।

1000023620.jpg

1000023619.jpg

1000023614.jpg

তারপর আরো কিছু জিনিস কিনলাম। আসলে মার্কেটে গেলে শুধু কিনতেই হয়। তারপর পুরো মার্কেট কিছু সময় ঘুরে দেখলাম। আর আনুষঙ্গিক জিনিসগুলো কিনলাম। আগামি পর্বে আসবো আর কি কি কিনেছি।

1000000176.gif

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

1000024603.jpg

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 6 months ago 

১ টু ৯৯ +মার্কেটে কেনাকাটা করার মূহুর্ত পড়ে ভীষণ ভালো লাগলো আপু। আপনারা ঈদের আগে গিয়েছেন তার পরেও দুপুরবেলা বলে হয়তো ভিড়ে একটু কম ছিল। তাছাড়া ঈদের আগে মার্কেটে গেলে তো ভিড়ের কারণে ঢোকা যায় না। আপনি প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য গিয়েছিলেন সেখানে গিয়ে বাচ্চাদেরও জিনিস কিনেছেন। সব মিলিয়ে বেশ ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্রগুলো কিনতে অনেক ভালো লাগে। এই ধরনের দোকানগুলোতে গেলে অনেক কিছুই কিনতে ইচ্ছে করে। সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 123506.70
ETH 4518.38
BNB 1316.27
SBD 0.77