আবৃত্তি-"পাগলী তোমার সাথে"-জয় গোস্বামী (১০% @shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
তারিখ-১২.০৬.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজকে একটা আবৃত্তি নিয়ে এলাম আপনাদের মাঝে।এই কবিতাটি আমার খুব পছন্দের একটি কবিতা। বিশেষ করে কবিতার দুটো লাইন যেটা আমাকে খুবই কৌতুহলী করে তুলেছিল কবিতাটা নিয়ে। আর নিজের কৌতূহল বসতই সম্পূর্ণ কবিতাটা প্রথম খুঁজে পাই গুগলে। যদিও কখনো নিজে পাঠ করবো ভাবিনি। তবে আমার কিছু পাঠক বন্ধু আছে যারা খুব সুন্দর আবৃত্তি করে। তাদের কন্ঠে বেশ কয়েকবার শুনেছি। এক রকম বলতে পারেন তাদের কাছে জেদ করে, আবদার করে তাদের কাছ থেকে এই আবৃত্তিটি শোনা। একদিন মনে মনে ইচ্ছে ছিল নিজে কখনো পাঠ করবো। অবশেষে আমার বাংলা ব্লগের দৌলতে সেই দিনটাও চলেই এলো। আজ আমি আপনাদের সামনে কবি জয় গোস্বামীর লেখা "পাগলী তোমার সাথে" কবিতাটি পাঠ করছি।

348387722_1188172408493361_533389481969843219_n.jpg

একজন প্রেমিক তার ভালোবাসার মানুষের প্রতি সম্পূর্ণ ভাবে নিজেকে নিয়োজিত করলে, সেই নারীকে ঘিরেই তার মনে কতটা কল্পনা জাগতে পারে সবটাই কবিতার মূল বক্তব্য।সমস্ত ভালো এবং মন্দ সে তার দুটোই সেই নারীর সঙ্গে কাটাতে চায় তাই নিয়েই এই কবিতা। ঠিক কলকাতার মধ্যবিত্ত একটি ছেলে প্রেমে বিহ্বল হয়ে উঠলে তার মনে যে অবস্থা থাকে, তাকেই যেন সুন্দরভাবে কবি তুলে ধরেছেন।

জয় গোস্বামী আধুনিক কবিদের মধ্যে যথেষ্ট একজন বিখ্যাত কবি। তার বেশ কিছু লেখা আমাদের অনেকেরই খুব ভাবেই পরিচিত। তবে জয় গোস্বামীর সব লেখার মধ্যে এই লেখাটি যেন আমাকে সারাজীবন ভাবিয়ে তোলে,যে ঠিক আমরা দৈনন্দিন জীবনে যা যা দেখি,যা যা করি আমাদের প্রিয় মানুষটাকে নিয়ে যা কল্পনা করি,তিনি যেন মনের ভিতরে ঢুকে সেই কল্পনাগুলোকে লিখে ফেলেছেন।একজন কবি বা লেখক ঠিক যতটা কাছ থেকে সমাজকে দেখবে তার লেখার মধ্যে সমাজ বা মানুষের মনকে আরো সুন্দরভাবে এবং যথাযথভাবে সে তুলে ধরতে পারবে।জয় গোস্বামীর ক্ষেত্রেও আমার তাই মনে হয়েছে।

আর কথা না বাড়িয়ে আজকের আবৃত্তিটা আপনাদের শোনাই। কেমন লাগলো জানাবেন।



পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন
এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা
পাগলী, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু’কদম।

অশান্তি চরমে তুলব, কাকচিল বসবে না বাড়িতে
তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙব কাঁচের বাসন
পাগলী, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ৪২ কাটাব জীবন।

মেঘে মেঘে বেলা বাড়বে, ধনে পুত্রে লক্ষ্মী লোকসান
লোকাসান পুষিয়ে তুমি রাঁধবে মায়া প্রপন্ঞ্চ ব্যন্জ্ঞন
পাগলী, তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে দিবানিদ্রা কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে ঝোলভাত জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে মাংসরুটি কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে চার অক্ষর কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে বই দেখব প্যারামাউন্ট হলে
মাঝে মাঝে মুখ বদলে একাডেমি রবীন্দ্রসদন
পাগলী, তোমার সঙ্গে নাইট্যশালা জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে কলাকেন্দ্র কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে বাবুঘাট জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে দেশপ্রিয় কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ‘কী মিথ্যুক’ কাটাব জীবন।

এক হাতে উপায় করব, দুহাতে উড়িয়ে দেবে তুমি
রেস খেলব জুয়া ধরব ধারে কাটাব সহস্র রকম
লটারি, তোমার সঙ্গে ধনলক্ষ্মী জীবন কাটাব
লটারি, তোমার সঙ্গে মেঘধন কাটাব জীবন।

দেখতে দেখতে পুজো আসবে, দুনিয়া চিত্‍কার করবে সেল
দোকানে দোকানে খুঁজব রূপসাগরে অরূপরতন
পাগলী, তোমার সঙ্গে পুজোসংখ্যা জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে রিডাকশনে কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে কাঁচা প্রুফ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ফুলপেজ কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে লে আউট জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে লে হালুয়া কাটাব জীবন।

কবিত্ব ফুড়ুত্‍ করবে, পিছু পিছু ছুটব না হা করে
বাড়ি ফিরে লিখে ফেলব বড়ো গল্প উপন্যাসোপম
পাগলী, তোমার সঙ্গে কথাশিল্প জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে বকবকম কাটাব জীবন।

নতুন মেয়ের সঙ্গে দেখা করব লুকিয়ে চুরিয়ে
ধরা পড়ব তোমার হাতে, বাড়ি ফিরে হেনস্তা চরম
পাগলী, তোমার সঙ্গে ভ্যাবাচ্যাকা জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে হেস্তনেস্ত কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে পাপবিদ্ধ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ধর্মমতে কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে পুজা বেদি জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে মধুমালা কাটাব জীবন।

দোঁহে মিলে টিভি দেখব, হাত দেখাতে যাব জ্যোতিষীকে
একুশটা উপোস থাকবে, ছাব্বিশটা ব্রত উদযাপন
পাগলী, তোমার সঙ্গে ভাড়া বাড়ি জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে নিজ ফ্ল্যাট কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে শ্যাওড়াফুলি জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে শ্যামনগর কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে রেল রোকো জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে লেট স্লিপ কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে আশাপূর্ণা জীবন কাটাব
আমি কিনব ফুল, তুমি ঘর সাজাবে যাবজ্জীবন
পাগলী, তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে জয় কিষান কাটাব জীবন।

সন্ধেবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা
হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন
পাগলী, তোমার সঙ্গে ব্রক্ষ্মচারী জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে আদম ইভ কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে রামরাজ্য জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে প্রজাতন্ত্রী কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে ছাল চামড়া জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে দাঁতে দাঁত কাটাব জীবন।

এর গায়ে কনুই মারব রাস্তা করব ওকে ধাক্কা দিয়ে
এটা ভাঙলে ওটা গড়ব, ঢেউ খেলব দু দশ কদম
পাগলী, তোমার সঙ্গে ধুলোঝড় জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ‘ভোর ভয়োঁ’ কাটাব জীবন।



আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন উপস্থাপনা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

পরিচিতি

250c6bf5-0fab-4e98-b28b-2299d4f6bc0f.jfif

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।

Facebook
Instagram
YouTube

330c68fa-d267-405f-8d9e-8f34533fedc4.jfif

Vote @bangla.witness as a witness

d3bda13e-40b1-47f0-ae6e-12bd9e3cafa7.jfif

OR

Set @rme as your proxy

79210fdd-a2bc-44f9-b76d-6aa43122ce75.jfif

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

বাহ দিদি আপনি খুবই সুন্দর আবৃত্তি করেছেন। পাগলী তোমার সাথে এটি আপনি চমৎকার ভাবে আপনার কন্ঠে দারুন হয়েছে। শুনে অনেক ভালো লাগলো। চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ 😊

 2 years ago 

খুবই চমৎকার একটি আবৃতি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার কন্ঠে আবৃত্তি এর আগেও শুনেছিলাম। আপনি বরাবরই অনেক সুন্দর আবৃত্তি করেন এটা আমরা সকলেই জানি। মানুষ এক একজন এক এক কাজে অনেক বেশি পারদর্শী হয় ব্যক্তিগতভাবে আমার মনে হয় আপনি আবৃত্তি করায় অনেক বেশি পারদর্শী। ধন্যবাদ এত সুন্দর একটি আবৃত্তি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিন কি দিন ভীষণ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন। আপনার কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমি তেমন ভালো পারিনা বলে কখনো আবৃত্তি করা হয়নি। এই কবিতা আগে শোনা হয়নি আজ আপনার কন্ঠে সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

গোস্বামীর লেখা "পাগলী তোমার সাথে"কবিতাটি আপনি খুবই চমৎকারভাবে আবৃত্তি করেছেন। আপনার মিষ্টি কন্ঠে কবিতাটি খুবই সুস্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। আসলে আপনি কবিতা আবৃতিতে এত যে, দক্ষ এটা আমার আগে জানা ছিল না। দারুন একটি কবিতা আমাদের মাঝে অত্যন্ত নিখুঁতভাবে আবৃত্তি করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 110505.17
ETH 3895.21
USDT 1.00
SBD 0.55