রেসিপিঃ কাঁচা আম ভর্তা

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমি গ্রামে গিয়ে আম পাড়তে গিয়েছিলাম সেই ভিডিওগ্রাফি টি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা সবাই অনেক পছন্দ করেছেন এজন্য আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ। আসলে গ্রামে এমন একটা জায়গা যেখানে গেলে অনেক ভালো লাগে এবং আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। তাই গ্রামে গেলে আমি প্রকৃতির মাঝে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি। আমি আম পাড়ার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে সে আম ভর্তার রেসিপি এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে।

PhotoCollage_1682784396309-01.jpeg

তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
কাঁচা আম
শুকনা মরিচ
লেবুর পাতা
কাসন্দি
চিনি
লবণ
সরিষার তেল

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে আমের বোঁটা গুলো ফেলে আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে।

PhotoCollage_1682785586752-01.jpeg

ধাপ-২

এরপর আম গুলোর খোসা ছাড়িয়ে আবারো ভালোভাবে ধুয়ে নিতে হবে।

PhotoCollage_1682785643374-01.jpeg

ধাপ-৩

এরপর খোসা ছাড়ানো আমগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়েও ঝুরি করে কেঁটে নিতে পারেন।

PhotoCollage_1682785668198-01.jpeg

ধাপ-৪

এরপর অন্য একটা ছোট বাটিতে শুকনা মরিচ এবং লবণ হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে।

PhotoCollage_1682785736523-01.jpeg

ধাপ-৫

এরপর শুকনা মরিচ গুলো গ্রেট করা আমের মধ্যে নিয়ে পরিমাণ মতো সরিষার তেল এবং চিনি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে।

PhotoCollage_1682785765082-01.jpeg

ধাপ-৬

এ পর্যায়ে পরিমাণ মতো কাসন্দি এবং কয়েকটি লেবু পাতা দিয়ে ভালোভাবে হাত দিয়ে এই ভর্তাটি বানাতে হবে। আপনি যত ভালোভাবে মাখবেন আর যত আম থেকে পানি বের হবে তত এই আম ভর্তাটি খেতে মজা লাগে।

PhotoCollage_1682785790808-01.jpeg

InShot_20230429_215858840-01.jpeg

ব্যাস হয়ে গেল আমার আম ভর্তার রেসিপি। আমরা সবাই কলাপাতায় খেয়েছিলাম। আপনাদের সবার জন্য নিচে ভিডিওটি শেয়ার করলাম আশা করছি ভাল লাগবে।


তো বন্ধুরা আজকের পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 2 years ago 

রেসিপি আর কি পড়বো আমের ছবি দেখেই তো কেমন লাগছে, আম শুকনা মরিচ সরিষার তেল এগুলো শুনেই তো মুখে জল চলে আসলো।

 2 years ago 

টক এমন একটা জিনিস যা দেখলে লোভ সামলানো যায় না মুখে পানি চলে আসে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এখন আমের সময় এই সময়ে গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে। আর এ আম বিভিন্ন উপায়ে খাওয়া যায়। আপনি কাঁচা আমের ভর্তা করেছেন। এভাবে কাছে আমের ভর্তা করে খেতে দারুণ লাগে। ছোটকালে বড় আপুদের সাথে অনেক খেয়েছি। আজকে আপনার এই আমের ভর্তা দেখে পুনরায় খেতে ইচ্ছা করছে। খুবই সুন্দরভাবে তৈরি করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য

 2 years ago 

জ্বি ভাইয়া আম অনেকভাবে খাওয়া যায় আবার অনেক কিছু রেসিপি ও করা যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাঁচা আম ভর্তা বেশ লাগে খেতে।আজ বেশ কয়জন আম ভর্তার রেসিপি শেয়ার করেছে।এই রেসিপি দেখলে আমার যে লোভ হয়, কেউ জানে না। 😂আপু আমিও লেবু পাতা দেই। ইস,জিভে জল এসে গেলো।😋খুব মজার রেসিপি শেয়ার করেছেন আপু।মজার রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব খারাপ লাগছে আপু আপনার কথা ভেবে আপনার জিভে জল এনে দিয়েছি কিন্তু ভর্তা দিতে পারলাম না। যাইহোক পরবর্তীতে করলে আপনার কথাটা মাথায় রাখবো। 🙏ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য। ❤️

 2 years ago 

আপু জিপে জল এসে গেলো ৷ এই তো দুদিন হলো কাচা আম চাকা চাকা করে কেটে লবন দিয়ে খেলাম ৷ সত্যি কি যে টক এখনো দাত টক লেগে আছে ৷ যা হোক ভালো লাগলো আপনি দেখি মরিচ লবন অনেক সুন্দর করে মাখন করেছেন ৷ ভালো লাগলো দেখে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য ৷

 2 years ago 

টক খাওয়ার বিষয়ে মেয়েরা এগিয়ে।একটু আম খেলেন কি খেলেন না এতদিন পর্যন্ত দাঁত টক হয়ে আছে আর আমরা এক গামলা খেলেও কিছু হয় না। 😄যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ্ দারুন তো কাঁচা আমের ভর্তা করে সেটার আবার ভিডিও গ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন। শুধু ভর্তা টা দিলেন না। জিবের পানি সব টল টল করে পড়ছে। এত সুন্দর করে ভর্তা বানোনো শিখলেন কোথায়। অনেক সুন্দর ভিডিও গ্রাফি করলেন তো । জাষ্ট অসাধারন।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার মন্তব্যটি পড়ে আসলে অনেক ভালো লাগলো।

 2 years ago 

কাচা আমের ভর্তা ভিজে জল এনে দেওয়ার মতো করেছেন আপু ৷ অনেক লোভনীয় লাগছে ৷ অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন এবং আমাদের রেসিপিটা শেয়ার করেছেন ৷ অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি দেখে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

কাঁচা আম ভর্তা আমার অনেক পছন্দ। তবে অনেকদিন ধরে কাঁচা আম ভর্তা খাওয়া হচ্ছে না। আপনার রেসিপিটি দেখে একটু খেতে ইচ্ছা করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল

 2 years ago 

আর কিছুদিন পর কাঁচা আম পাবেন না আপু তাড়াতাড়ি মেখে খেয়ে ফেলুন। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিক বলছেন আপনি অনেক কষ্ট করে দূরে গিয়ে আম পেড়েছেন সে দৃশ্য অনেক সুন্দর ছিল। কিন্তু আপনি আজকে কাঁচা আমের ভর্তা করে রেসিপি শেয়ার করেছেন। আম ভর্তা খেতে অনেক ভাল লাগে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু এমন একটি জিনিষ দেখালেন,যেটা দেখে সবার জিহ্বায় পানি চলে আসবে। আমের দিনের সব থেকে মজার মূর্হত হলো এটা কাচাঁ আমের ভর্তা। বাড়ি থাকলে হয়তো আপনার মত আমিও এমন একটি পোষ্ট দিতে পারতাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমের সিজনে কাঁচা আমের ভর্তা বানিয়ে খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 109926.60
ETH 4355.15
USDT 1.00
SBD 0.83