এখন আমের সময় এই সময়ে গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে। আর এ আম বিভিন্ন উপায়ে খাওয়া যায়। আপনি কাঁচা আমের ভর্তা করেছেন। এভাবে কাছে আমের ভর্তা করে খেতে দারুণ লাগে। ছোটকালে বড় আপুদের সাথে অনেক খেয়েছি। আজকে আপনার এই আমের ভর্তা দেখে পুনরায় খেতে ইচ্ছা করছে। খুবই সুন্দরভাবে তৈরি করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য
জ্বি ভাইয়া আম অনেকভাবে খাওয়া যায় আবার অনেক কিছু রেসিপি ও করা যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।