আপু জিপে জল এসে গেলো ৷ এই তো দুদিন হলো কাচা আম চাকা চাকা করে কেটে লবন দিয়ে খেলাম ৷ সত্যি কি যে টক এখনো দাত টক লেগে আছে ৷ যা হোক ভালো লাগলো আপনি দেখি মরিচ লবন অনেক সুন্দর করে মাখন করেছেন ৷ ভালো লাগলো দেখে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য ৷
টক খাওয়ার বিষয়ে মেয়েরা এগিয়ে।একটু আম খেলেন কি খেলেন না এতদিন পর্যন্ত দাঁত টক হয়ে আছে আর আমরা এক গামলা খেলেও কিছু হয় না। 😄যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।