মেঘ ( megh )

in #poem6 years ago

চুপচাপ মেঘের আগমন 

গর্জে কখন, বর্ষে কখন, ভাবিতে ভাবিতে আধার,

প্রদীপ জ্বালাই আলোর আশায় 

কালো মেঘে হায়, দয়া মায়া নাই 

গর্জে বারে বারে,

জানিয়ে তাহার শক্তি আভাস 

মাঝেতে তাহার  আলোক উচ্ছাস 

মাতায় তাহার তান্ডব লীলা 

স্তব্ধ শহর স্তব্ধ নগর 

স্তব্ধ সকল মানব যন্ত্র,

মুখে মুখে শুধু ধিক্কার বাকি 

মুখে মুখে শুধু ধিক্কার বাকি।.


কালো মেঘে সেই সাদার হাসি 

ক্ষনে ক্ষনে সব  দুয়ারে আসি 

দমকা হাওয়ায় বার্তা ছড়ায়,

মানব ঠেলেছে দূরেতে আমায় 

চাতক ডাকিছে  বাঁচায় আশায় ,

কাছের দূরের দ্বিধার দ্বন্দে 

কালিমা লেগেছে মধুর ছন্দে 

কালিমা লেগেছে মধুর ছন্দে। 

             ............sjs......

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68228.03
ETH 2645.06
USDT 1.00
SBD 2.69