RE: আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার নিজের করা ফটোগ্রাফি।।। পর্ব- 76
দাদা বলল, 'আমার এক বন্ধুর ভাই চাটার্ড অ্যাকাউনটেন্ট। খুব ভাল চাকরি করে। তোমরা যদি চাও তা হলে আমি তিতিরের ব্যাপারে কথা বলতে পারি।'
তিতির সোজা হয়ে বসল, 'আমার কী ব্যাপার?'
'নিশ্চয়ই বুঝতে পারছিস।' দাদা বলল।
বাবা বলল, 'ছেলে ভাল হলে কথা বলতে দোষ কী!'
মা বলল, 'ছেলে যে ভাল তা আজকাল বোঝা যায় না। বাড়িতে ভাল, পাড়ায় ভাল, অন্য
জায়গায় অন্য চেহারা হতেও পারে।'
দাদা বলল, 'তা হলে তো এগোনোই যায় না। মা, তুমি আজকাল প্রায়ই হতাশার কথা বলো।' তিতির বলল, 'ব্যাপারটা যখন আমাকে নিয়ে তখন আমি একটা কথা বলতে চাই। নিজের পায়ে না দাঁড়ালে আমি বিয়ে করব না।'
দাদা জিজ্ঞাসা করল, 'তা কবে সেদিনটা আসবে।' 'যে কোনওদিন। হয়তো আগামীকালই।' খাওয়া শেষ না করেই উঠে গেল। মা কিছু বলতে
যাচ্ছিল, বাবা বাধা দিল ইশারা করে। নিজের ঘরে গিয়ে জানলার সামনে দাঁড়াল তিতির। বাইরের অন্ধকার আকাশে কয়েকটা মাত্র তারা চক্কর দিচ্ছিল