PHOTOGRAPHY CHALLENGE
ফুলের নাম টগর
অন্যান্য নাম - কাঠমল্লিকা, কাঠকরবী, কাঠমালতী, চাদনী, কড়ি, অনন্ত সাগর
ইত্যাদি।বাগান ছাড়াও এই গাছটিকে বনে জঙ্গলে জন্মাতে দেখা যায় বলে অনেকে একে ‘‘জংলী টগর’’ বলে।শীতকাল ছাড়া প্রায় সারা বছরই ফুল ধরে। ফুল গন্ধহীন ও সুগন্ধি উভয়ই হতে পারে। পাতার কক্ষে বা ডালের আগায় সাদা ফুলের থোকায় গাছ ভরে থাকে।