Achievement4 applying the Markdown by @torikul001 / 19 april 2021

in Newcomers' Community5 years ago

আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন?
 আমি ভালো আছি।আমি আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।

ইতিপূর্বে আমি অ্যাসেসমেন্ট 1-2-3 পূরণে সাফল্য অর্জন করতে পেরেছি। এবার পদার্পন করেছি আমি অ্যাসেসমেন্ট 4 এ আশাকরি এখান থেকেও আমি উর্ত্তীন্ন লাভ করব।

Screenshot_2021-04-19-10-05-31-1.png

 এচিভমেন্ট 4 কাজ হল মার্ক ডাউন সম্পর্কে.

 এবার আমি আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে লেখা বড় ও ছোট করা যায়।

 লেখা বড় ছোটর কাজঃ

 সাধারণত আপনারা সবাই পেপার পত্রিকা পড়ে থাকেন। সবাই জানেন লেখার শিরোনাম সবসময় মোটা অক্ষরে লেখা হয় এবং শিরোনামের পরে বিস্তারিত আলোচনা করার জন্য ছোট লেখা ব্যবহার হয়।

 এখন আপনাদেরকে জানাবো # হ্যাশট্যাগ এর ব্যবহার

 আপনি যদি হেডলাইন বা শিরোনাম বা পয়েন্ট মোটা অক্ষরে লিখতে চান। তাহলে আপনাকে একটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে ছোট করার জন্য দুইটা পরবর্তীতে তিনটা আরো ছোট করার জন্য চারটা তার চেয়েও ছোট করার জন্য পাঁচটা তার চেয়েও ছোট করার জন্য ছয়টা এভাবে যত ট্যাগ ব্যবহার করবেন ততই আপনার লেখাগুলো ছোট হতে থাকবে।

যেমনঃ
#সত্য বলে মিথ্যা বলিও না
##সত্য বলে মিথ্যা বলিও না
###সত্য বলে মিথ্যা বলিও না
####সত্য বলে মিথ্যা বলিও না
#####সত্য বলে মিথ্যা বলিও না
######সত্য বলে মিথ্যা বলিও না

 Markdown পদ্ধতি সম্পর্কে জানাবো সাধারণত আমরা পোস্ট করতে গেলে যে সমস্যাটি হচ্ছে এখন এটা হল Markdown  পদ্ধতি।

 পদ্ধতিগুলো জানিয়ে দেয়া হলোঃ

 আপনি পোস্ট করতে গেলে দেখবেন আপনার সামনে বিভিন্ন ধরনের অপশন চলে আসছে। সেখানে প্রথমে যে অপশনটি রয়েছে। সেটা সম্পর্কে আমি বলতে যাচ্ছি।

★ আপনি একটা লেখা মুছে ফেলেছেন। সেটা কি পুনরায় ফিরানোর জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।

★ পরবর্তী অপশনে  source linke ব্যবহার করা হয়.

★ তার পরবর্তী অংশ নিয়ে Reference link ব্যবহার করা হয়

★ পোস্টের ছবি ব্যবহার করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়

★ লেখা মার্কিন করার জন্য এই অপশন ব্যবহার করা হয়

★language code ব্যবহার করা হয়

★ টেবিল তৈরির জন্য row ব্যবহার করা হয়।

★ লেখাকে মার্কিন করার জন্য B ব্যবহার করা হয়।

★ line cut করার ক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে।

★ h1 h2 h3 h4 h5 h6 ব্যবহার করা হয় শিরোনামের ক্ষেত্রে বিস্তারিত লেখার জন্য

• -----------------------------
•------------------------------
•------------------------------





★ Markdown লেখাগুলোকে মুছার জন্য erece বাটন ব্যবহার করা হয়

★ source option ব্যবহার করা হয়েছে।


 https://steemit.com/introduceyourself/@torikul001/achievement-1-or-or-date-1-02-2021-introduceyourself-of-steemit-platform

 https://steemit.com/hive-172186/@torikul001/achievement-2-task-by-torikul001-or-basic-security-on-steem-blockchain

 https://steemit.com/hive-172186/@torikul001/achievement-3-task-by-torikul001-content-etiquette-mentor-cryptokannon-8-04-2021

Thanks all.
Newcomers' Community.

Cc:Achievement 4

@radjasalman
@besticofinder
@bright-obias
@adeljose
@tocho2
@whitestallion
@njaywan1.
@tarpan

@cryptokannon

@steemitblog

Sort:  
 5 years ago 

You have been upvoted by @tarpan, a greeter from STEEM POD Project and we are voting with the Steemit Community Curator @steemcurator03 account to support the newcomers coming into steemit. You may now proceed to the next achievement task.

Keep following @steemitblog for updates.

Thank you sir

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.033
BTC 111393.33
ETH 3931.17
USDT 1.00
SBD 0.58