রাতের বেলা ঝিরঝির বৃষ্টির মধ্যে বন্ধুদের নিয়ে পিকনিক।

in #newcomerlast month

আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠকগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_4445.jpeg

আমরা বন্ধু-বান্ধব অনেক দিন সবাই একসাথে একত্রিত হই না। আজকে সবাই একসাথে এক জায়গায় বসে গল্প করছিলাম। সন্ধ্যা হয়ে গিয়েছিল। এর সাথে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। পাশে থেকেই এক বন্ধু বলল এই আবহাওয়ার মধ্যে পিকনিক করলে কেমন হয়। রাত হয়ে গিয়েছিল এবং সেই সাথে বৃষ্টি হচ্ছে এজন্য কয়েকজন বন্ধুর আপত্তি ছিল। পরবর্তীতে সবার সম্মতিতে পিকনিক করতে আমরা রাজি হয়ে গেলাম। যেই ভাবা সেই কাজ পিকনিক করতেই হবে। আমরা কয়েকজন বন্ধু মিলে বাজারে চলে গেলাম পিকনিকের বাজার ঘাট করতে। আজকের পিকনিকের মেনু খিচুড়ি এবং গরুর মাংস। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পিকনিকের বাজারঘাট করে চলে আসলাম। প্রথমে একটি চুলা তৈরি করলাম। এরপর সেখানে আগুন ধরিয়ে দিলাম। যেহেতু ঝিরঝির বৃষ্টি হচ্ছিল তাই আগুন ধরাতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল আমাদের। প্রথমেই চাল ডাল ধুয়ে মসলা দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম।

IMG_4443.jpeg

একপাশে চুলায় খিচুড়ি রান্না চলছে অন্যপাশে মাংস কাটাকাটি এবং ধোয়া চলছে। আমরা সব বন্ধু-বান্ধব মিলে অনেক মজা করছি এবং সেই সাথে পুরো দমে রান্নার কাজও চলছে। অল্প কিছুক্ষণের মধ্যেই খিচুড়ি রান্না হয়ে গেল। এবার মাংস রান্না করার সময় এসেছে। মাংস রান্না করার জন্য তেল, মসলা দিয়ে মাংস বসিয়ে দিলাম। মাংস রান্না চলছে এদিকে আমরা বন্ধু-বান্ধব মিলে সবাই একসাথে অনেক মজা করছি। সময়ের সাথে সাথে মাংস রান্না হয়ে গেল। এবার খাওয়ার পালা। আমরা সব বন্ধু-বান্ধব একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা অনেক মজা করেছিলাম সবাই একসাথে ছিলাম।

IMG_4444.jpeg

প্রিয় পাঠকগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hi @najmulislam10,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 90550.33
ETH 3203.67
USDT 1.00
SBD 3.15