বাংলাদেশ বনাম ভারত কানপুর টেস্ট। প্রথম দিন। ২৮ সেপ্টেম্বর ২০২৪।

in #newcomer4 hours ago

আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠকগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_4543.jpeg

কানপুরে চলছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট। বৃষ্টির বাঁধায় এক ঘন্টা দেরিতে খেলা শুরু হয়।টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার একাদশে কোন পরিবর্তন নেই। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। তাসকিন আহমেদ ও নাহিদ রানার পরিবর্তে খেলছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। কোন রান না করেই আকাশ দ্বীপের বলে আউট হন ওপেনিং ব্যাটসম্যান জাকির হাসান। আরেক ওপেনার সাদমান ইসলাম ও বেশিক্ষণ টিকতে পারিনি ক্রিজে। ২৪ রান করে তিনিও শিকার হন আকাশ দ্বীপের। অভিজ্ঞ মমিনুল হক ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত শুরুর ধাক্কা সামাল দিয়ে ৫১ রানের দুটি করেন।

IMG_4545.jpeg

লাঞ্চ বিরতির পর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রবিচন্দ্র আশ্বিনের বলে আউট হয়ে ভাঙে সেই জুটি। মমিনুল হক ও মুশফিকুর রহিম ২৭ রানের জুটি করে অপরাজিত আছেন। আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে ৩৫ ওভারের বেশি প্রথম দিনের খেলা সম্ভব হয়নি। প্রথম দিনশেষে তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। ইন্ডিয়ার পক্ষে আকাশদীপ দুটি ও রবিচন্দ্র আশ্বিন একটি উইকেট নেন।

প্রিয় পাঠকগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65792.35
ETH 2676.19
USDT 1.00
SBD 2.90