নিশ্চয়ই আল্লাহ তায়ালা ন্যায়পরায়নতা ও পরোপকার করার এবং আত্নীয় স্বজনকে দান করার হুকুম করিতেছেন

in #life6 years ago

In the name of Allah the Rahman, the Rahim.

All praise is due to Allah, and may the peace and blessings of Allah be upon His final messenger, his family, his noble companions, and all those who follow them with righteousness until the Day of Judgment.

In view of the fact that the true aqidah (ideology) is the foundation of Islam. If the aqidah (ideology) is not authentic, all words and deeds stemming from it are bound to be rejected.

Allah says in Holy Quran,
"And whosoever disbelievers in Faith, then fruitless will be his work ; and in the hereafter he will be among the loser.

কুরআনের আয়াত

"নিশ্চয়ই আল্লাহ তায়ালা ন্যায়পরায়নতা ও পরোপকার করার এবং আত্নীয় স্বজনকে দান করার হুকুম করিতেছেন, আর নিষেদ করিতেছেন নির্লজ্জতা ও মন্দ কাজ হইতে এবং কাহার ও প্রতি জুলুম করা হইতে। আর তোমাদেরকে (এই সকল বিষয়) নসীহত করিতেছেন, যেন তোমরা নসীহত গ্রহণ কর।"
(নাহলঃ ৯০)

IMG_20180729_104512.jpg

আল্লাহ তায়ালা কুরআন পাকে অনেক জায়গায় আত্নীয় স্বজনের কল্যাণ কামনা এবং তাহাদেরকে দান করর হুকুমও উহার প্রতি উৎসাহ প্রদান করিয়াছেন কিছু সংখ্যক আয়াতের দিকে ইশারা করা হইয়াছে । যাহার দিল চাই সে যেন কোন কুরআন শরীফের অনুবাদ দেখিয়া লয় ।

এই কয়েকটি আয়াত নমুনা স্বরূপ উল্লেখ করা হইল পূর্ণ আয়াতে ও তরজমা লিখিলে দীর্ঘ হইয়া যাওয়ার ভয় ছিল । উল্লেখিত আয়াত গুলঐ তিন আয়াত ব্যতীত যাহা এখানে উল্লেখ করা হইয়াছে এই সমস্ত আয়াত ছাড়া এই বিষয়ে আরও অনেক আয়াত পাওয়া যাইবে। যে বিষয়টি আল্লহ তায়ালা তাহার পাক কালামে বার বার এরশাদ করিয়াছেন উহার গুরুত্ব কর বেশী তাহা বলার অপেক্ষা রাখেনা। হযরত কা’ব আহবার(রহঃ) বলেন, ঐ পাক যাতের কসম যিনি সুমুদ্রকে হযরত মূসা (আঃ) ও বনীইসরাইলে জন্য দুই ভাগ করিয়া দিয়াছিলেন । তাওরাতে লেখা আছে, তুমি আল্লাহকে ভয় করিতে থাক এবং আত্নী স্বজনদের সুসম্পর্ক বজায় রাখ, আমি তোমার আয়ু বৃদ্ধি করিয়া দিব, সহজসাধ্য জিনিসসমূহ তোমার জন্য সহজ করিয়া দিব, কটিন সমস্যাসমূহ দূর করিয়া দিব। আল্লাহ তায়ালা কুরআন পাকের কয়েক জায়গায় আত্নীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়াছে। যেমন, এরশাদ হইয়াছেঃ অর্থাৎ, আল্লাহকে ভয় করিতে থাক, যাহার নামে তোমারা একে অন্যের নিকট হইতে অধিকার দাবী করিয়া থাক এবং আত্নীয়তার বিষয়টিকে ভয় করিতে থাক।(নিসাঃ-১) অর্থাৎ, তোমাদের সহিত সম্পর্ক জুড়িয়া রাখ; ছিন্ন করিও না। অন্য আয়াতে এরশাদ হইয়াছে অর্থাৎ, আত্নীয় স্বজনের সহিত সদ্ব্যবহার ও সুসম্পর্কর যে হক রহিয়াছে, উহা আদায় করিতে থাক তৃতীয় জায় গায় এরশাদ হইয়াছে অর্থাৎ, আল্লাহ তায়ালা তওহীদ ও লা ইল্লাল্লাহ- এর সাক্ষ্য দেয়ার হুকুম করিয়াছেন এবং লোকদের প্রতি দায়া– অনুগ্রহ ও তাহাদেরকে ক্ষমা করার হুকুম করিতেছেন। আত্নীয় স্বজনকে দান করার, অর্থাৎ তাহাদের সহিত সদ্ধ্যবহার ও সম্পর্ক বজায়া রাকার হুকুম করেন । এই তিনটি বিষয়ের হুকুম করিবার পর আল্লাহ তায়ালা তিনটি বিষয় নিষেদ করিয়াছেন । ফাহেশা কাজ, অর্থাৎ গুনাহের কাজ হইতে এবং মুনকার, অর্থাৎ এমন কাজ হইতে নিষেধ করিয়াছেন, শরীয়ত ও সুন্নতের মধ্যে যাহার কোন দলীল বা ভিত্তি নাই, আর জুলুম হইতে, অর্থাৎ মানুষের উপর বড়াই করিতে নিষেদ করিয়াছেন। অতঃপর এরশাদ করিয়াছেন, আল্লাহ তায়ালা এই সকল বিষয় তোমাদেরকে নসীয়ত করিয়াছেন যাহাতে তোমরা নসীয়ত গ্রহণ কর। হযরত উসমান ইবনে মাজউন(রাযিঃ) বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের প্রতি আমার খবুই মহব্ব ছিল। এই মহব্বতের কারণেই আমি লজ্জায় মুসলমান হইয়াছিলাম। কেননা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম আমাকে মুসলমান হইতে বলিতেন। এই কারণেই আমি মুসলমান হইয়া গিয়াছি। কিন্তু আমার অন্তরে ইসলাম মজবুত হইয়ছিল না। একবার আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়া কিছু আলোচনা করিতেছিলাম । হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সহিত কথা বলিতে বলিতে অন্যদিকে এমন মনোযোগী হইয়া গেলেন, যেমন অন্যকাহার সহিত কথা বলিতেছেন। কিছুকন পর পুনরায় আমার প্রতি মনোযোগী হইলেন এবং এরশাদ করিলেন, হযরত জিবরাঈল (আঃ) আসিয়াছিলেন এবং এই আয়াত শরীফ শেষ পর্যন্ত নাযিল হইয়াছে। আয়াতের বিষয়বস্তর দ্বারা আমি খুব আনন্দিত হইলাম এবং ইসলাম আমার অন্তরে মজবুত হইয়া গেল । আমি সেখান হইতে উঠিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের নিকট গেলাম। (তিনি মুসলমান ছিলেন না) আমি তাহাকে বলিলাম, আমি আপনার ভাতিজার নিকট ছিলাম। তাহার উপর এখন এই আয়াত অবতীর্ণ হইয়াছে। তিনি বলিতে লাগিলেন, মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরন বলিতে লাগিলেন মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর অনুসরন কর, তুমি সফলকাম হইবে, আল্লাহ কসম, তিনি তাহার নবুতের দাবীতে সত্যবাদী হউন বা মিথ্যাবাদী হউন, কিন্তু তোমাদেরকে ভাল অভ্যাস ও উত্তম চরিত্র শীক্ষা দিতেছেন। (তাম্মবীহুল গাফেলীন)

IMG_20180902_075848.jpg

This is way of Saafa & Marwa ;Male persons start running from above indicated green signal

Indeed, Allah is Generous and Kind. May Allah shower His blessings and mercy upon our Prophet Muhammad (peace be upon him), his family, and his companions.

The Prophet Muhammad (peace be upon him) also said :

" Whoever sends blessings upon me one time, Allah sends blessings upon him ten times. "

Please Follow, Upvote & Resteem for @mizan570

steem.gif

Sort:  

Hi @mizan570!

Your post has been upvoted by @bdcommunity.

You can support us by following our curation trail or by delegating SP to us.

20 SP, 50 SP, 100 SP, 300 SP, 500 SP, 1000 SP.

If you are not actively voting for Steem Witnesses, please set us as your voting proxy.

Feel free to join BDCommunity Discord Server.

This post has received a 5.86 % upvote from @boomerang.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62025.78
ETH 2417.09
USDT 1.00
SBD 2.49