অবশ্যই সাথে রাখুন এই ৫টি জিনিস

in #life-tips6 years ago

image
Source

বাচ্চাকে নিয়ে বের হলে মা অথবা বাবার সাথে সবসময়েই বড় একটা ব্যাগ থাকে, যাকে সাধারণত ডায়াপার ব্যাগ বলা হয়। এই ব্যাগেও কী নেবেন, কী নেবেন না তা নিয়ে মা-বাবা চিন্তায় পড়ে যান।

সন্তান লালন-পালন মোটেই সহজ কথা নয়। ছোট শিশুকে নিয়ে ঘরের বাইরে বের হওয়াটা তো আরও বড় ঝামেলার কাজ। বাচ্চাকে নিয়ে বের হলে মা অথবা বাবার সাথে সবসময়েই বড় একটা ব্যাগ থাকে, যাকে সাধারণত ডায়াপার ব্যাগ বলা হয়। এই ব্যাগেও কী নেবেন, কী নেবেন না তা নিয়ে মা-বাবা চিন্তায় পড়ে যান। চিন্তা নেই। আজ জেনে নিন ডায়াপার ব্যাগের ব্যাপারে দরকারি ৫টি তথ্য-

১) সঠিক ডায়াপার ব্যাগ বেছে নিন

ডায়াপার ব্যাগ কেনার সময়ে নিজের সুবিধা বুঝে কিনুন। কেউ এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারও জন্য আবার ব্যাকপ্যাক বেশি সুবিধাজনক। অনেকগুলো পকেট আছে এমন যে কোনো ব্যাগই ডায়াপার হিসেবে ব্যবহারের উপযোগী। এর পাশাপাশি এর ভেতরে ওয়াটারপ্রুফ লাইনার থাকলে ভালো। এতে ব্যাগে খাবার, ওষুধ বা দুধ ছড়িয়ে পড়লেও চিন্তার কিছু নেই। আরও সুবিধার জন্য বড় ও ছোট দুই সাইজের ডায়াপার ব্যাগ কিনে রাখতে পারেন।

২) জরুরী জিনিসগুলো নিন

ডায়াপার ব্যাগে মূলত শিশুর ডায়াপার এবং ডায়াপার পাল্টানোর দরকারি জিনিসগুলোই থাকে। বাইরে যে সময়টা থাকবেন, তার প্রতি ঘণ্টার জন্য একটি করে ডায়াপার রাখুন। দরকার মনে করলে কয়েকটা এক্সট্রাও রাখতে পারেন। এক প্যাকেট বেবি ওয়াইপ রাখুন, ডায়াপার পাল্টানোর সময়ে মুছতে কাজে আসবে। এছাড়া বাচ্চার হাত ময়লা হয়ে গেলে সেটা মুছতেও ওয়াইপ ব্যবহার করতে পারেন। কিছু কিছু জায়গায় হয়তো আপনি হাত ধোয়ার জায়গা পাবেন না, সে অবস্থার জন্য হ্যান্ড স্যানিটাইজার রাখুন। ময়লা ডায়াপারের জন্য প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিন।

৩) বাচ্চার খাবার

বাচ্চা নিতান্তই শিশু হলে তার দুধের বোতল নিয়ে নিন সাথে করে। বাচ্চা ব্রেস্ট ফিডিং করলে নিজের শরীর ঢাকার জন্য তোয়ালে বা কাঁথা নিয়ে নিন। প্রয়োজন পড়লে এটা দিয়ে বাচ্চাকে ঢেকেও নিতে পারেন। একটু বড় বাচ্চার জন্য কৌটায় করে বেবি ফুড এবং চামচ নিয়ে নিন। পানি পানের জন্য সিপি কাপ রাখুন। সাথে অবশ্যই বিব রাখুন। এছাড়া বাচ্চাকে কোলে নিলে অনেক সময়ে কাঁধে বমি করে দেয়। এ জন্য ছোট একটা তোয়ালে কাঁধে দিয়ে তারপর কোলে নিন।

৪) বাচ্চার খেলনা ও টুকিটাকি

বাচ্চারা খুব সহজেই বিরক্ত ও অধৈর্য হয়ে পড়ে। তাদেরকে ব্যস্ত রাখতে অবশ্যই সাথে খেলনা নিন। বাচ্চা একটু বড় হলে শিশুতোষ বই, রং করার খাতা রাখতে পারেন সাথে। নয়তো বাচ্চা বিরক্ত হয়ে কান্নাকাটি করবে এবং আপনাকেও বিরক্ত করবে।

৫) মা-বাবার দরকারি জিনিস

বেশিরভাগ সময়েই মা-বাবা নিজের জন্য আলাদা কোনো ব্যাগ নেন না, বাচ্চার বড় ব্যাগটা নিয়েই বের হয়ে পড়েন। তাই এই ব্যাগে নিজের জরুরী জিনিস রাখাও জরুরী। ব্যাগে এই জিনিসগুলো রাখুন-

  • ওয়ালেট
  • চাবি
  • ফোন
  • সানগ্লাস
  • কাগজ-কলম
  • টুকিটাকি খাবার
  • পানির বোতল
  • এক্সট্রা শার্ট বা জামা (যদি বাচ্চার কারণে কাপড় নষ্ট হয়)

Vote for vote

Please,
Give me Upvote and comments your post link.
I will also do the same too.

Sort:  

বাচ্চা নিয়ে বের হলে এগুলা সাথে রাখা উচিৎ।

Congratulations @as-abir! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @steemitboard:

SteemFest³ - SteemitBoard support the Travel Reimbursement Fund.

You can upvote this notification to help all Steemit users. Learn why here!

চমৎকার লিখেছেন, বাচ্চাদের দেখাশুনার জন্য প্রয়োজনীয় টিপস।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 61763.08
ETH 2899.43
USDT 1.00
SBD 3.49