Better Life with Steem|| The Diary Game|| 17- 08-2025
![]() |
---|
#Hello,
Everyone,
জীবনে কোন কিছুই থেমে থাকে না । ঘড়ির কাটা এবং নদীর স্রোত আমাদের জন্য যেমন অপেক্ষা করে না তেমনি কারো কাজ আমাদের জন্য থেমে থাকে না। দেখুন, আপনি হয়তো কোন কারণে আপনার বন্ধু মহলের আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারছেন না। আপনার বন্ধু মহল আপনাকে ছাড়াই আনন্দ উৎসব উদযাপন করছে, এটাই বাস্তব।
কারো বিরহে জীবন থেমে থাকে না, হয়তো সাময়িক একটু কষ্ট পাবে, কিছুদিন তার কথা মনে পড়ে কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তাকে ভুলে যেতে শুরু করে। কিছুদিন থেকে বাবা-মা আমার বাসায় আছে তা আপনারা সকলেই জানেন । বাপি অসুস্থ তাকে ডাক্তার দেখাচ্ছি ।এই কষ্টের মাঝেও আনন্দ আছে কারণ বাবা মাকে পাশে পাচ্ছি।
![]() | ![]() |
---|
ডাক্তার দেখানো শেষ ,বাপি অনেকটাই সুস্থ । বেশি দিন হয়তো তারা এখানে থাকবে না, বাড়িতে চলে যাবে তাই ভেবে মনটা খুবই খারাপ লাগছে ।সত্যি আমাদের সমাজের মেয়েরা অনেক অসহায় ,তারা চাইলেও বাবা-মা সবাইকে নিয়ে বেশিদিন এক হচ্ছে থাকতে পারে না।
আজ অনেক দিনের হল আমি রান্না ঘরে তেমন ততটা কাজ করছি না। কলেজ থেকে এসে বা বাবাকে ডাক্তার দেখিয়ে সে গরম গরম ফ্রেশ খাবারগুলো পাচ্ছি। সত্যি মায়ের তুলনা শুধুই মা হয়। বাবার বাড়ির অতিথি আসলে তারা সঙ্গে সঙ্গে কাজ করে ।কিন্তু শশুর বাড়ি থেকে অতিথি আসলে তারা কোন কাজ করে না বা তাদের কাজ করতে বলা যায় না।
যাইহোক অনেক কথা হল আজ ।আমি ১৭ তারিখের দিনলিপি আপনাদের সাথে শেয়ার করছি ।সে দিনটি ছিল জন্মাষ্টমী পারণ এর দিন ।আমি সকাল ৫:০০ টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে , সরাসরি রান্নাঘরে চলে যাই। ভগবানের ভোগের সমস্ত কিছু তৈরি করে নিব । মামনির সকাল দশটায় পরীক্ষা আছে তাই ওকে নিয়ে সকাল ৯ টার ভিতরে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে ।
![]() |
---|
সকলেই ঘুমাচ্ছিল তাই কাউকে না ডেকে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি ।আমি উপবাস ছিলাম তাই আজ জন্মাষ্টমীর পারন । আমার সাধ্যমত ভোগ দিয়েছিলাম । ভুনা খিচুড়ি, পাঁচ রকম ভাজি এবং পায়েস করেছিলাম।
ভোগের প্রসাদ রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর সব থেকে মজার বিষয় হল প্রসাদ রান্না করার সময় কোন কথা বলি না বা লবণ চেক করে দেখি না, মিষ্টি চেক করে দেখি না, তারপরও মনে হয় সবকিছুই পারফেক্ট হয় এবং সবকিছুই সুস্বাদু হয়ে থাকে।
শঙ্খ বাজিয়ে গোপাল সোনার ঘুম ভাঙ্গালাম ।সমস্ত কিছু প্রস্তুত করলাম। গোপাল সেনাকে স্নান করালাম এবং পারণ মন্ত্র পাঠ করে ভোগ নিবেদন করলাম। বাপি- মা ঘুমিয়েছিল। আর্মি বাবু উঠলেন, মেয়ে উঠল আমরা তিনজনে প্রসাদ গ্রহণ করি। ওদের জন্য টেবিলে সবকিছু সাজিয়ে রেখে আমরা বেরিয়ে পড়ি।
দুপুরের রান্নাটা আজ মা আর বোন মিলে করবে। সবকিছু গত রাতে ওদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। বোন বাসায় আছে তাই অনেকটা চিন্তামুক্ত হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম । আমরা কলেজে পৌছানোর পূর্বে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মেট্রো থেকে নেমে আমরা রিক্সায় উঠলাম । তাও ভিজে গেলাম । অসুস্থ শরীর তার উপরে বৃষ্টিতে ভেজা , জ্বর কমে গেলেও আবার মনে হয় জ্বর শুরু হয়ে যাবে
যা ভাবলাম তাই হল, গলা ব্যথা করছিল ভীষণ । ভাবীরা সকলে মিলে রং চা নিলাম । আজ আমাদের চায়ের বিল দিয়েছেন নীলা ভাবী । তার বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, তিনি নতুন শাশুড়ি হয়েছেন তাই সবাইকে ট্রিট দিয়েছেন।
পরীক্ষা শেষে বাসায় ফিরতে ফিরতে আমাদের বিকেল তিনটা বেজে গেল। আমরা বাসায় পৌঁছানোর পূর্বে ওরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিল । ছোট বোন বিকেলবেলা বাসায় চলে যাবে ।বৃষ্টি হলে ঢাকার কিছু কিছু রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে। ছোট বাচ্চাকে নিয়ে তাই আর রাত করতে চাচ্ছে না। বিকেল বেলা ওরা বাসায় চলে যেতে চাচ্ছে ।আজ রান্না করেছিল মাটন কষা, ইলিশ মাছ ভাজি, ঢেঁড়শ ভাপা ও বেগুন ভাজি।
আমরা ফ্রেশ হয়ে মা মেয়ে খাবার খেয়ে নিলাম। এরই মাঝে দেখি বোন তৈরি হয়ে গেল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাচ্চাটা অনেক ছোট ,সে এখন অনেক কিছু বোঝেনা । বাসায় আসে অনেক মজা করে আবার বাসা থেকে যাওয়ার সময় অনেক মজা করে । সায়ন পাখিটা বাসায় আসলে আমার ঘরটা যেন আলোকিত হয়ে যায়। শিশুরা হলো পবিত্র ফুল ,সবার মন জয় করে নিতে পারে ।
আমার মনটা একটু খারাপ ,সংসারের ব্যস্ততার জন্য ওর সাথে একটু সময় কাটাতে পারিনি। এভাবে কেটে যাচ্ছে আমার দিনগুলো ।আপনার শুনে অবাক হবেন, আজ আমি এই পোস্টটি লিখছি CMH বসে ।বাবা- মাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছে তাই তো CMH আবার আসতে হলো ।আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে ।
FBS ব্লাড টেস্ট দিলাম , খাবার খেয়ে আবার দুই ঘন্টা পরে ব্লাড দিতে হবে, তাই ভাবছি এই দুই ঘন্টা বিরতিতে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সকলে ভালো থাকুন এবং আমার জন্য দোয়া ও আশীর্বাদ করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি ।
❤️শুভ দুপুর❤️
Your post has been supported by SC-05. We support quality posts, quality comments anywhere, and any tags
Thank you, Ma'am.