SEC-S18-W3: "Carta a mi padre"//"Letter to my father"

in Steem Venezuela2 months ago (edited)
Dark Brown Polaroid Frames Photo Collage (3).png

সবার প্রতি শুভেচ্ছা রইলো।আশা করি সবাই ভালো আছে। স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জ -১৮ এর
তৃতীয় সপ্তাহের জন্য এতো চমৎকার বিষয়বস্তু নির্বাচন করার জন্য ' Steem Venezuela' কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হলো ,Letter to my father।
এবারের এই প্রতিযোগিতা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারন আমার বাবাকে আমার অনেক কিছু বলার ছিল। কিন্তু আমি কখনো সেই কথাগুলি তাকে কিংবা কাউকেই কোনোদিন জানাতে পারি নাই। আমার লেখা চিঠির এই কথাগুলি আমার বাবা জানতে পারবে কিনা আমার জানা নেই কিন্তু আমি মনের দিক থেকে একধরণের শান্তি পাচ্ছি লিখে।

প্রিয় বাবা ,

কেমন আছেন আপনি। আপনাকে এই চিঠি লিখতে গিয়ে আমার চোখ ভিজে যাচ্ছে পানিতে। আমি অস্পষ্ট দেখতেছি প্রতিটা অক্ষর। প্রথমে আপনি আমাকে ছেড়ে চলে গেলেন ,এরপর মা-ও চলে গেলো গত জুলাইতে।এই শুন্যতা কোনো কিছুতেই পূরণ হওয়ার না। খুব বেশি একা গেছি আমি ,বাবা। কারো সাথে এই অনুভূতি কখনো শেয়ার করি না আমি কিন্তু খুব বেশি মিস করি আপনাদের দুই জনকেই।

আপনার সাথে আমার স্মৃতি খুব বেশি নাই।আপনি দেশের বাইরে থাকার কারণে কখনো খুব বেশি ক্লোজও ছিলাম না আপনার সাথে ছোটবেলা থেকেই। মায়ের মুখে শুনেছি যে ,আপনাকে আমি ছোটবেলাতে কখনো বাবা বলে ডাকতাম না ,মামা বলে ডাকতাম। কারণ আমি আপনাকে ভালো করে চিনতামই না। কিন্তু তখনও আপনি আমার খেলার মাঝে থাকতেন।আমি আমার কাল্পনিক বাবার সাথে খেলতাম আমি।

আমার ভাইদের সাথে আপনি অনেক বেশি ক্লোজ ছিলেন ,দেখে আমার হিংসা হত। কিন্তু আপনি চেষ্টা করতেন আমাকে ভালোবেসে কাছে টেনে নিতে কিন্তু আমিই আপনার কাছাকাছি যেতে পারতাম না ,অস্বস্তি হতো আমার। সমস্যা আমার মাঝেই ছিল। আমার এই অনুভূতিগুলি একান্তই আমার মাঝে ছিল।
এসব কথা কোনোদিন কারো সাথে এমনকি আমার মায়ের সাথেও আলোচনা করি নাই আমি। এখন বুঝি আমার মনের এই অনুভূতিগুলো আর কাউকে না জানালেও অন্তত মাকে জানানো উচিত ছিল। তাহলে আমাদের সম্পর্কও অন্য বাবা ও মেয়ের সম্পর্কের মতো স্বাভাবিক হতো।

IMG_E5127.JPG

একটা সময় যদিও আমরা একসাথে থাকতে শুরু করলাম কিন্তু তারপর আপনার আর আমার মাঝে দূরত্ব রয়েই গেলো। আপনাকে আমার বলা হলো না যে ,আপনাকে আমি অনেক ভালোবাসি।
আমি কখনো ভালোবাসি না বললেও খুব আস্তে আস্তে আমাদের মাঝে কিছুটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে থাকলো। আমরা গল্প করতাম ,আপনার সাথে মার্কেটে যেতাম কিন্তু তখনও আপনার হাত ধরতে গেলে অস্বস্তি হতো আমার ।

এগুলি আমাকে কষ্ট দেয় এটা ভাবে যে ,কেন আমি আপনার সাথে এমন করেছি।কিন্তু এই কাছে আসাও খুব বেশি দিনের জন্য না। আমার বিয়ের পরে আবার দূরত্ব বেড়ে গেলো আপনাকে ফেলে আমি অন্য শহরে চলে আসলাম।
এরপর থেকেই আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পরতে শুরু করলেন।চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে আস্তে আস্তে ভুলে যেতে শুরু করলেন সবকিছু ।

received_1316864701844825.jpeg

শেষ দিনগুলিতে আমাদেরকেও আপনি সবসময় চিনতে পারতেন না। কিন্তু যখন চিনতেন আপনার চোখে আনন্দের ঝলক দেখা দিতো আর মুখমন্ডল উজ্জ্বলতায় ভরে যেত।
আপনাকে আমার কোনোদিন বলা হয় নাই ,আপনি আমার হিরো ছিলেন আর এখনো তাই-ই আছেন। এতটা সময় চলে গেলো আপনকে আমার কখনো বলা হলো না যে আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি ,বাবা। ভালোবাসি কথাটা কতবার বলতে যেয়ে পিছিয়ে এসেছি। তারপর একদিন আমাদের সবাইকে ছেড়ে আপনি অনন্তের পথে যাত্রা করলেন।

বাবা ,আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি সবকিছু নতুন করে আরো একবার শুরু করতাম। আমি কখনো আপনার হাত ধরে স্কুলে গেছি কিনা মনে পরে না। এখনো যখন ছোট বাচ্চাদের তাদের বাবার হাত ধরে স্কুলে যেতে দেখি কিংবা কাঁধে উঠে বেড়াতে দেখি আমার খুব কষ্ট হয়।

আমি আপনার হাত ধরে স্কুলে যেতে যেতে চাই অন্তত একবার হলেও। চিৎকার করে বলতে চাই ,আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি বাবা। আমি জানি এসব সম্ভব না। তাই ছোটবেলায় যেমন আমি আমার কাল্পনিক বাবার সাথে খেলতাম ,এখনো তেমনি আমি আপনার সাথে কথা বলি যখন আমি একা থাকি।আমার কল্পনায় আমি আপনার ও মায়ের হাত ধরে ঘুরে বেড়াই।

IMG_5143.JPG

পৃথিবীতে যদি বাবা বেছে নেয়ার কোনো সুযোগ থাকতো তাহলে আমি অবশ্যই আপনাকে বেছে নিতাম। আপনি যেখানেই থাকেন না কেন আপনি এটা জানবেন যে ,পৃথিবীতে আপনার মেয়ে রয়ে গেছে যে আপনাকে অনেক বেশি মিস করে এবং আপনাকে অনেক বেশি ভালোবাসে। যেখানেই আছেন ভালো থাকবেন।

আপনার আদরের মেয়ে

সাঈদা

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @amekhan (65) ,@hafizur46n এবং @sifat420 কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।



Thank You So Much For Reading My Blog

HfhigaP72YBd6w1Kgyw9eMoDygDx869D1PKa6jG8D9C9MQ5rA8UuUvaGRermEeDs8YYv1jb4TX4QUAAbRoaAJFmmUaGZUojU1gWvH66zbc...wdYfZe5zwHZgv7fSFyfX5YWvwFGCJXq8EuycKeaUaXARJjpb61mUGxLAjp1XsJ6PQbzF28Bu6LQTgryC3MSekzsBvnPpE3TAcMAMTMQbf9uvFuTHezySGMDKr6.png

Sort:  

Nice to be able to read the letter to your father, friend. Hopefully he will always be in good condition and live a long life💕

আমার লেখা পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগলো। আমিও আপনার সাথে একমত যে ,আমার বাবা যেখানেই থাকে না কেন ভালো আছেন।
এতো সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

Loading...

TEAM 7

Congratulations! Your post has been upvoted through steemcurator09.

Curated by : @sduttaskitchen

@sduttaskitchen
thank you so much ma'am.

I can understand your emotions because I lost my father when I was six years old and I lost my mom when I was 32 years old so I spent enough time with my mother but still I don't have memories with my mom, I never ever took selfie with her and it's painful now because I don't have any memory so I can relate and you missed your communication with your father, atleast you should have been telling once but no worries, Your father is still watching you and giving you blessings.

আপনার বাবা মা নেই জেনে খারাপ লাগলো আমার। আমি জানি না আপনি কোন কারণে আপনার মায়ের সাথে এমন করেছেন। কিন্তু এর জন্য আপনার মনের অবস্থা আমি বুঝতে পারি। এটা আসলেই খুব মানসিক যন্ত্রণার একটা বিষয়।
এতো সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

No It was not intentionally, I was busy in social media fake friends, chatting, gossip and I did not think that my mother will pass away suddenly and I did not get chance to collect memories. By the way please read my letter and leave your feedback there.

https://steemit.com/hive-193637/@yourloveguru/sec-s18-w3-letter-to-my-father-why-did-you-leave-us

السلام علیکم میری پیاری دوست اپ نے اپنے ابو کے نام بہت ہی جذباتی خط لکھا ہے اور مجھے یہ پڑھ کر بہت دکھ ہوا ہے کہ وہ باہر ملک میں رہتے تھے اور اپ ان کو چچا کے طور پر جانتی تھی جو کہ اپ کے ان سے ملاقات بہت کم تھی اس لیے اپ ان کو اپنا حقیقی ابو تسلیم نہیں کرتی تھی جبکہ وہ اپ سے پیار کرنا چاہتے تھے لیکن قریب نہ ہونے کی وجہ سے اپ کا ان سے رشتہ اس طرح استوار نہ ہو سکا جب کہ اپ کا بھائی کا ان سے محبت کا رشتہ تھا بیٹیاں پھر بھی ہمیشہ باپ سے بہت زیادہ پیار کرتی ہیں اور ان سے محبت کا ایک رشتہ ہی الگ ہوتا ہے اللہ پاک اپ کو کامیاب کرے

ছোটবেলাতে আমার বাবাকে কাছে না পাওয়ার কষ্ট আমার সবসময়ই থাকবে। একটা জিনিস আমি বুঝেছি যে ,ছোটবেলাতেই আসলে সত্যিকারের সম্পর্ক গড়ে উঠে। আপনার মন্তব্য পড়ে আমার খুব ভালো লেগেছে। ভালো থাককবেন সবসময়।

You are right sis parents are precious and the bond of love with them connect at childhood and I hope you will be good parents of your children.

Blessing

I wrote it in Urdu my national language but sometimes might be translator couldn't work proper, sorry for inconvenience.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65915.92
ETH 3486.15
USDT 1.00
SBD 2.67