You are viewing a single comment's thread from:

RE: SEC-S10W5 – "My favorite place"

in Steem Venezuelalast year

প্রিয় @mostofajaman ভাই,,,
যেসব গ্রাম নিচু এলাকায় অবস্থিত, সেসব এলাকায় হালকা বৃষ্টির ফলেই মাঠ -ঘাটে পানি বেধে যায়।ফলে কৃষকেদের ফসলের ব্যাপক ক্ষতি হয় তবে সব ফসলের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য নয়।ফসলের ক্ষতি কমাতে, এখন দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা তাদের জমিতে ফসল চাষের পরিবর্তে পুকুর খনন করছেন মাছ চাষ করার জন্য।আমি মনে করি, কৃষকদের নেওয়া এই উদ্যোগটি একটি যুগান্তকারী ও সময়োপযোগী উদ্যোগ। এতে, করে যেমন কৃষকদের ফসল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, তেমনি পরিবার ও দেশের সকল মানুষের প্রানিজ আমিষ পূরণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কোনো একটা জায়গাতে বেড়াতে গেলে সেখানে নিজের সমবয়সী খেলার সাথী বা কথা বলার এক দুইজন মানুষ পেয়ে গেলে সেখানে থাকার মজাটা আরো অতিমাত্রায় বেড়ে যায়।আপনিও নিশ্চয়ই আপনার কাজিনদের সাথে সেখানে অনেক মজা করে থাকেন যেগুলো এই ছোট্ট পরিসরে বলে নোঝানো সম্ভব নয়।

আপনার প্রিয় জায়গাটি সত্যিই বেশ সুন্দর, বিশেষ করে আপনার পোষ্টে শেয়ারকৃত ফুলগুলো যেগুলো আপনার প্রিয় জায়গায় অবস্থিত। ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই আর যদিও তাকে তবে আমি মনে করি তাদেরকে বিরল প্রজাতি হিসাবে অভিহিত করা উচিৎ, আর যেহেতু ফুলকে সবাই পছন্দ করে তাই যেসব জায়গাতে ফুল থাকে সেই জায়গাগুলোর প্রতি মানুষের এমনিতেই আলাদা একটি আকর্ষন থাকে।

আপনার পুরো পোষ্টটি পড়ে সত্যিই খুব মজা পেয়েছিলাম তবে শেষে এসে মন খারাপ হয়ে গেলো আপনার মোবাইলটা পানিতে পড়ে যাওয়ার কথা শুনে।তবে ব্যাপাট না ভাই,হয়তো এই মোবাইলের স্মৃতি আপনাকে বারবার ঐ পুকুরপাড়ে নিয়ে যাবে আর আপনাকে সতর্কও করবে নিজের কাছে থাকা জিনিসগুলোকে নিরাপত্তার সহিত রাখার যাতে সেগুলো পানিতে আবার পড়ে না যায়।

আমি আপনার জন্য সার্বিক মঙ্গল কামনা করছি।

Sort:  

TEAM 4

Congratulations! Your comment has been upvoted through steemcurator07. Good post here should be..

Congratulations!.png

Curated by : <@solaymann>

Dear @solaymann sir,,,
Thanks for your support.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60607.86
ETH 2620.83
USDT 1.00
SBD 2.52