SEC-S14W5 | My Biggest Travel in 2023 | Visit Pashur River by Boat.

in Traveling Steem10 months ago (edited)
20231229_023659_0000.png Edited by Canva

Hello Everyone,
First of all, many thanks to the community authorities for giving me the opportunity to participate in this contest. Moreover, people who do not like traveling are rare. Traveling is the best way to enjoy the time. I am going to describe my 2023 river trip. Hope you enjoy it.

Where you went during the year of 2023? What activities were carried out?

IMG_20231229_011534-01.jpeg

আমি ২০২৩ সালে করমজল ভ্রমণে গিয়েছিলাম। তবে আমার মূল উদ্দেশ্য ছিল নদী পথে দীর্ঘ সময় অতিবাহিত করা। আমি সেই ছোটবেলা থেকে শুনে আসছি যে আমার দেশ নদীমাতৃক দেশ। তাই হঠাৎ মনে হয়েছিল দেশের নাগরিক হিসেবে এই নদী পথে ভ্রমণের মূহুর্ত উপভোগ করা উচিত। এটা দীর্ঘ পরিকল্পিত কোনো ভ্রমণ ছিল না।

সকাল ১১.০০ থেকে শুরু করে সন্ধ্যা অবধি আমিসহ আমার পরিচিত স্থানীয় বাজারের ব্যবসায়ী পরিবার সেখানে উপস্থিত ছিল। আমরা সকলেই লঞ্চে করে দীর্ঘ সময় ভ্রমণ করেছিলাম। যদিও একটু বেশি লোকসংখ্যা হওয়ার জন্য আলাদা একটি ট্রলার রাখা হয়েছিল।

লঞ্চেই খাবার খেয়েছিলাম সবাই, কিন্তু অন্য ট্রলারে থাকার জন্য আমরা ১৫/১৬ জন সকলের সাথে বসে খাবার খেতে পারিনি। তবে পরিবেশটা ছিল মনোমুগ্ধকর। কোথাও মনে হচ্ছিল এভাবেই যদি সব সময় চলতে থাকতো। যেটা হয় আর কি? কারণ আমরা মানুষ, ভালো মূহুর্ত গুলো সর্বদাই ধরে রাখতে চাই।

Any anecdote that makes this trip so unique to be considered the best one of '23? Did you experienced this alone or with somebody else?

IMG_20231229_011459-01.jpeg

আমরা যারা অন্য ট্রলারে গিয়েছিলাম, পূর্বেই বুঝেছিলাম যে একটি লঞ্চে লোক সব যেতে পারবে না। তাই ঐ ভ্রমণের উর্ধ্বতন কর্তৃপক্ষ পূর্বেই একটি ট্রলার রেখেছিল। আমিও সেই আলোচনায় সামিল হয়েছিলাম।

আমরা ইচ্ছা করেই আগে ভাগে বাজেট করেছিলাম কে বা কারা ট্রলারে যাবে। কিন্তু ভ্রমণের দিনে লঞ্চ ঘাটে পৌঁছে বাহানা শুরু করেছিলাম যে আমরাও লঞ্চে যাবো। এটা শুনে কয়েকজন রীতিমতো কান্না শুরু করেছিল। কারণ কখনোই এতো বড় নদীতে ভ্রমণ করা হয়নি।

আবার নদীতে বড় ঢেউ আছে, চোখ দিয়ে অঝোরে জল ঝরছিল। আমরা ঐ কয়েকজন একটু মুড দেখিয়েছিলাম তখন আর বলেছিলাম ঠিক আছে। আপনার উঠে যাত্রা শুরু করুন, আমরা দেখছি কি করা যায়।

সাধারণত গ্রামের অল্প শিক্ষিত নারীরা একটু ভীতু প্রকৃতির হয়। কারণ সেই জন্মের পর বাবার বাড়িতে আবার বিয়ের পর স্বামীর বাড়িতে চুলা পর্যন্তই গন্তব্য। যার ফলে অল্পতেই হাল ছেড়ে দেয়। এক কথায় এরাই গ্রামের সেই সহজ সরল মানুষ।

Have you planned a budget for it? How much you spent during the trip?

IMG_20231228_223153-02.jpeg

হ্যাঁ, আমি ভ্রমণের জন্য বাজেট করছিলাম। আমি নির্ধারিত টাকা হিসেবে এক হাজার টাকা পূর্বেই প্রদান করেছিলাম। তাই এই পরিমাণ ছাড়াও আলাদা একটি বাজেট করেছিলাম। আসলে বাজেট ছাড়া চলতে গেলে অনেক সময় অর্থের ঘাটতি হয়। এই সব বিবেচনা করেই আমি বাজেট করেছিলাম।

ভ্রমণের সময় আমার খরচ:

No.LocationNameBD. PriceSteem Price
01.Bangladesh/MonglaWater Pot-2L50.0002.00
02.Bangladesh/MonglaSpan Papdi-20100.0004.00
03.Bangladesh/MonglaChips-550.0002.00
04.Bangladesh/Mongla7Up-1L40.0001.6

Are you thinking about to make an amazing travel in 2024? Which would be the selected place?

IMG_20231229_024958.jpg

হ্যাঁ, আমি ২০২৪ সালে সিলেট ভ্রমণ করার চিন্তা করে রেখেছি। সিলেটের চিম্বুক পাহাড়, নীলগিরি যাওয়ার ইচ্ছা আছে। কারণ এখানকার পথ সম্পর্কে আমি অনেক শুনেছি। তাছাড়া আমার কাকু চাকরির সুবাদে এখানে দীর্ঘদিন ছিল। তাই মাঝেমধ্যেই আমাকে ভিডিও কলে বিভিন্ন দৃশ্য দেখিয়েছিল। তখন থেকেই এটা আমার ইচ্ছার তালিকায় রয়েছে।

Conclusion:

নিজেকে কিছুটা সময় দেয়ার মতো বিষয় হচ্ছে ভ্রমণ। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে খুব সহজেই আকৃষ্ট করে। এখানে ঈশ্বরের সৃষ্টিকে খুব কাছ থেকে উপলব্ধি করার সুযোগ রয়েছে।

I would like to invite some of my honourable friends @jakaria121 @maytte and @crismenia to participate this attractive topic.

The last photo, I have taken from my uncle mobile phone.

END

Sort:  
 10 months ago 
 10 months ago 

The promotion must be done with the hashtags #travel, $steem, @steemit... All this to spread the platform correctly. Take in count next time.

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 10 months ago 

Karamjal seems like a nice place to spend some time on the weather ways and you enjoyed it fully despite having limitations. I know a lot about Bangladesh but never knew that there is a place called Neelgiris in your country. Do these hills look blue or just been named Blue? Nice entry!


☃❄🎄This is a manual curation from the @tipu Curation Project.☃❄🎄
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

 10 months ago 

Hello traveler! 👋🏼

Thanks for sharing your post in the TS Community. Here you are the feedback and evaluation results:


Boat trip included as one of the best one ever during the year of 2023? Excellent choice! By seeing your presented pictures it looks like you really had an amazing experience. Good luck I wish to you for the respective publication. Regards.

AI/Plagiarism free☑️
Steemexclusive☑️
Club5050☑️
Free bots☑️
Voting CSI > 5☑️
Score9/10

~ Join the X profile, Discord server + Telegram group and have a happy day.👍🏼



Curated by @alegnita

 10 months ago 

আমার খুব ভালো লাগল তোমার নদীর ভ্রমণের গল্প! তোমার বর্ণনা শোনানোর মধ্যে অনেক আনন্দ লাগল। বাংলাদেশের নদীর ভ্রমণ অনেক রোমাঞ্চকর ছিলো এবং তোমার বাজেট ও সব বিষয়ের তথ্য দেওয়াও অনেক উপকারি ছিল। আমরা আশা করি তোমার সিলেট ভ্রমণ ও তার সম্পর্কে শুনতে পারব। চলো, অবিশ্বাস্য অভিযানী! 🌊🚣‍♂️

 10 months ago 

Hello friend greetings to you. Hope are having good time there.

You went to Karamjal, a beautiful river. Yes I have heard that too that Bangladesh has many rivers. You went there with a family and done some refreshment and entertainment there. Hope you have good time there. I really love such beautiful place. I want to ride the ship if I come that place.

I wish you very best of luck here in the contest.

 10 months ago 

TEAM 4

Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts and comments!
Curated by : @radjasalman


 10 months ago 

@radjasalman

Thank you so much sir for your encouraging support 🙏

 10 months ago 

Assalam Alaikum, I hope you will be well. I am very happy with your post, because the river trip is always memorable. As you know, there are many rivers in Pakistan, especially the name of province Punjab is due to five rivers because There are five rivers flowing in punjab ,so I have traveled a lot. The boat trip in the river is a very unique trip. When the boat travels with the waves, it is fun, but there is also a little fear that the boat will capsize. Best of luck for contest brother 🌻

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76015.33
ETH 2892.38
USDT 1.00
SBD 2.58