my village in 10 pic/07/03/2021

in STEEM FOR TRADITION3 years ago (edited)

Hi Around the world community and all steemit friends hope all of well i am also well

আমাদের গ্রামের স্কুল। এই স্কুলের নাম বাদাম তলী মডেল একাডেমী। এই স্কুলের প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রয়েছে। এই স্কুলে আমিও প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছি। এই স্কুলে এলাকার সব বাচ্চারা প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে। আমার ছোট ভাই ও এই স্কুলে পড়ালেখা করে।

IMG_20210308_185029.jpg

এটা আমাদের এলাকার মসজিদ। এই মসজিদে বিভিন্ন এলাকার মানুষ নামাজ পড়তে আসে। আমাদের মসজিদের চারটা এসি রয়েছে। গরমের দিন আমাদের এলাকার সব লোক খুব আনন্দ সহিদ নামাজ পড়ে।

IMG_20210308_184821.jpg

এটা আমাদের মসজিদের পুকুর । এই পুকুরের সব মুসল্লী ওযু করতে আসে। আমাদের এলাকার ফাই মানুষ পুকুরে গোসল করে।

IMG_20210308_184942.jpg

এটা একটা কাঠমিস্ত্রি দোকান। এই দোকানের সব ধরনের ফার্নিচার বানানো হয়। এই দোকানে টিকেট খেলার ব্যাট ও রিপারিং করা হয়। এই দোকানে মুরগি ও বিক্রি করা হয়।

IMG_20210308_184859.jpg

এই দোকান টা হল আমাদের। এই দোকানে অনেক কিছু বিক্রি করা হয়। যেমন মুরগি, গ্যাস, চানাচুর, বিস্কিট, কেক,ইত্যাদি সব ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়। এই দোকানে আবার চা বিক্রি করা হয়। এখানে আর মোবাইলে লোড দেওয়া হয়, বিভিন্ন জায়গা থেকে মোবাইলে টাকা পাঠানো হয়।

IMG_20210308_184753.jpg

আমাদের এলাকায় এই মানুষটার ভ্যান গাড়ি নিয়ে সবজি বিক্রি করে । আমাদের এলাকায় প্রায় মানুষ বাজারে যায় না এই সবজি বিক্রেতা থেকে যেকোনো সবজি নিয়ে নেয়। তাই আমাদের এলাকার লোকেদের অনেক সুবিধা হয়।

IMG_20210308_184608.jpg

এই দোকান টা হল আমার একটা মামার।এই দোকানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে।তার সাথে সাথে কাপড় সেলাই কাজ করে।আরো এক দোকানে মোবাইলে টাকা লোড দেওয়া হয়।

IMG_20210308_184511.jpg

আমাদের এলাকায় মোট তিনটা ফার্মেসি আছে। তার মধ্যে এই ফার্মেসি টা হলো একটা। এই ফার্মেসি ছোট হলেও অনেক ওষুধ এই ফার্মেসিতে রয়েছে। বাকি দুই ফার্মেসি থেকে এই ফার্মেসি অনেকটা ভালো বেচাকেনা হয়।

IMG_20210308_105926.jpg

এটা একটা বয়স্ক মানুষের পান দোকান। এ বয়স্ক মানুষটা প্রতিদিন এই সাইকেল পান নিয়ে এসে দোকানে দোকানে পান বিক্রি করে যায়। এবং কি বাড়ি গিয়ে ও বিক্রি করে।

IMG_20210308_184709.jpg

এই দোকান টা হল আমাদের এলাকার একটি চা দোকান। এই দোকানে সকালে পরোটা,বাজি । দুপুরের সিঙ্গারা সমুচা। আবার বিকেলে পুরি বিক্রি করা হয়।

IMG_20210308_184420.jpg

#I am so proud that i got this community and this platform. Have a ggod day

Sort:  

Can you provide phone details

Hello Friend @shuvobd
Nice to see you as a part of the planet Steemit
There is one continent on this planet called COMMUNITY WORLD OF XPILAR.
If you are ready to become an active inhabitant of the continent, then I can help you at the start.
There is a Newcomers support program. It's called "14 days DIVING". All that is required of you is to join the WORLD OF XPILAR community, post your posts in it, actively communicate with community members.
Visit World Of Xpilar, The Ideal World by @adeljose for more information on community life and contests.
If you are ready to be active here, you will be delegated 50 SP for 14 days and given support in your posts.
The "14 days DIVING" support program starts at the beginning of March.
I am waiting for your decision here


20210211_110107-01.jpeg

Thank you for sharing in AROUND THE WORLD ! Your post has been selected for today as part of the Steemit Communities support Program.
I appreciate a lot your engagement with this community.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64998.89
ETH 3514.73
USDT 1.00
SBD 2.37