You are viewing a single comment's thread from:

RE: অ্যাচিভমেন্ট 1|| স্টিমিট প্ল্যাটফর্মে নিজের পরিচয় || @sduttaskitchen দ্বারা নির্দেশিত

in Newcomers' Community2 years ago

স্টিমিট প্লাটফর্মে আপনাকে স্বাগতম ।

আপনার ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে ।

আপনার ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য আমার সাথে যোগাযোগ করুন ।

Discord: ripon0630#4573
Telegram: https://t.me/ripon0630

ধন্যবাদ

Sort:  
 2 years ago (edited)

@ripon0630, আপনার কমেন্ট পড়বার পর একটি বিষয় জানতে চাইছি যে, এখন কি discord ba telegram এ থাকা user দের জন্যে বাধ্যতামূলক! কারণ আমি আমার কমিউনিটিতে একটি পোস্ট করেছি যেখানে ছবির পাশাপাশি ভিডিও দিয়েছি, কারণ হতে বোঝা যায় প্রত্যেকে আলাদা ব্যাক্তিত্ব। এখানে অনেকেই নিজের নাম দিয়েও ব্লগ করে না, সেক্ষেত্রে এখানে আমি যাদের নিয়ে আসছি তারা নিজেদের প্রকৃত নাম দিয়েই কাজ করছে।

আমার কাছে খুব দুর্ভাগ্যজনক লাগে বাঙালি লেখক বা লেখিকাদের দিয়ে এখানে উদ্যোগ নেবার প্রচেষ্টার অভাবের পাশাপাশি তাদের যখন সন্দেহের নজরে দেখা হয়।

এমন কোনো কমিউনিটি আছে যেখানে কোনো রকম অসৎ কাজ হয় নি কখনো বলে দাবি করতে পারবে, এবং সেখানে দাড়িয়ে যখন আমি চেষ্টা করছি এই প্ল্যাটফর্ম সহ নিজের একটা সুস্থ্ স্বাভাবিক কমিউনিটি গড়তে যেখানে কিছু সত্যি প্রতিভা নিজেদের তুলে ধরার সুযোগ পাব সেখানে এইসব বিষয়গুলো খুব বড় বিরক্তিকর।

আমিও এখানে কাজ শুরু করেছি, আস্তে আস্তে সব শিখে এগিয়েছি, কিন্তু একদিনের একজনকে সব এইভাবে চাপিয়ে দেওয়ার পক্ষপাতি আমি নই। এদেরকে এগোতে দিন, চোখ রাখুন কাজের প্রতি, যদি অসৎ কিছু করে warning দিন, না শুনলে বের করে দিন। আশাকরি আপনার থেকে সদুত্তর পাবো।

IMG_20220912_123630.jpg


IMG_20220912_123308.jpg

আপনার পুরো বিষয়টি আমি ভালোভাবে বুঝতে পারিনি । আপনাকে কে চাপিয়ে দিচ্ছে যে ??

ভেরিফিকেশন করার জন্য ইউজারের টেলিগ্রাম কিংবা ডিস্কর্ড থাকা বাধ্যতামূলক নয় তবে ইউজারের যেকোন একটি সোশ্যাল মিডিয়া লিন্ক দিতে হবে ।

আমিও চাই বাঙ্গালীরা এই প্লাটফর্মে সফল হোক । সেজন্য তাদের প্রোপার গাইডলাইন দিয়ে সাহায্য করার জন্য আমরা আছি ।

 2 years ago (edited)

আমি আপনার থেকে জানতে চাইছি যে এটা কি বাধ্যতামূলক, কারণ যারা সবে মাত্র এখানে join করেছে তাদের সবকিছু বুঝতে সময় লাগবে, কিন্তু প্রথমেই verification এ এসব জরুরি করাটা কতটা যুক্তিযুক্ত বুঝলাম না।

ভেরিফাইড হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে বলেছি যে ।আপনি আমার কমেন্টটি মনে হয় বুঝতে পারেন নি । গ্রীটারস হিসেবে আমি নতুন ইউজারদের সাথে পার্সোনালি যোগাযোগ করে স্টেটমেন্ট নিয়ে তারপর ভেরিফাইড হিসেবে সিলেক্ট করি ।

যোগাযোগ করার জন্য অন্য কোনো মাধ্যমও ব্যবহার করতে পারবে । ডিস্কর্ড বা টেলিগ্রাম দিয়েই যোগাযোগ করতে হবে সেটা বাধ্যতামূলক নয় ।

 2 years ago (edited)

বুঝতে পারলাম কিন্তু আমি আপনাকে নয় কিন্তু বিষয়টিকে সমর্থন করতে পারলাম না, অনেকের অনেক রকম ব্যাক্তিগত সমস্যা থাকতে পারে, আমি নিশ্চই কথা বলবো, তবে যদি এই কারণে এরা এখানে কাজের সুযোগ না পায় তাহলে সেটা সত্যি নিন্দাজনক।

আচ্ছা! আপনার ফেসবুক অ্যাকউন্ট টা পাঠাবেন, ওটাও তো সোশ্যাল মিডিয়া, আমি ম্যাসেঞ্জার এ আপনার সাথে কথা বলতে বলে দেবো।

ধন্যবাদ আপনার সমর্থন আমার লেখা পোস্ট থেকে তুলে নেবার জন্য।

এইভাবে ছাড়া প্রোপারলি ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন হবেনা । ‌যদি ‌আমরা প্রোপরলি ভেরিফিকেশন প্রসেসটা সম্পন্ন না করি তাহলে স্পামাররা এই জিনিসটার সুযোগ নিয়ে মাল্টিপাল ‌একাউন্ট করবে ।

ধন্যবাদ আমার ‌অন্য সোশাল মিডিয়া লিন্ক

 2 years ago 

অনেক ধন্যবাদ, আশাকরি এইবার অসুবিধা হবে না কারণ ফেসবুক মোটামুটি সবার আছে।

 2 years ago 

এই মন্তব্যের জন্য ধন্যবাদ। ডিস্কাট, টেলিগ্রাম আমার নেই।কিন্তু আমার ফেসবুকের ম্যাসেঞ্জার আছে আপনি সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন।sanchita Goswami Bhakta Das নামে আছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58044.48
ETH 2352.63
USDT 1.00
SBD 2.36