Achievement 3 By @raiyan02 | Task : Steemit Content Etiquette

in Newcomers' Community3 years ago

আসসালামু আলাইকুম

তোমরা সবাই কেমন আছ? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি আপনাদের সাথে আমার" তিন"নাম্বার অ্যচিবমেন্ট শেয়ার করতে যাচ্ছি। আজ, আমি "Plagiarism কি" ও "কীভাবে Plagiarism এড়িয়ে চলা যায়?



চৌর্যবৃত্তি কি?

plagiarism.jpeg

Source

চৌর্যবৃত্তি মানে হচ্ছে অন্যের লেখা, ছবি, ভিডিও, আর্ট বিনা অনুমতিক্রমে চুরি করে নিজের নামে বা নিজস্ব কনটেন্ট বলে চালিয়ে দেওয়াকে বোঝায়। বিস্তারিতভাবে বলতে গেলে বুঝায় যে, আমরা যখন অন্যের কোনো লেখা, কোনো ওয়েবসাইট থেকে বা বই থেকে নিয়ে নিজের ওয়েব সাইটে আপলোড করে নিজস্ব নাম দিয়ে সেভ করলে তখন সেটা চুরির আয়তায় পড়ে। মানে, যখন লেখার আসল লেখককে উল্লেখ করা হয় না তখন সেটাকে চৌর্যবৃত্তি বলে।

আবার একই ভাবে যখন অন্যের ভিডিও, ছবি, আর্ট এর আসল কোনো উৎস প্রদান না করে নিজের নামে চালানো হয় সেটাও চৌর্যবৃত্তি এর আয়তায় পড়ে। চৌর্যবৃত্তি একটা বড় অপরাদ। এতে করে আসল মালিকের মালিকানা নস্ট হয়ে যায়। এর ফলে লেখার আসল লেখক কে? সেটা নিয়ে মতবাদ তৈরি হয়ে যায়। সকল দেশে চৌর্যবৃত্তি নিধনের জন্যে অনেক শাস্তিমূলক নিয়ম রয়েছে।



কিভাবে চৌর্যবৃত্তি এড়িয়ে চলা যায়?

আমরা যখন অন্যের কোনো কনটেন্ট ব্যবহার করে থাকি। তখন আমাদের উচিত সেই কনটেন্ট এর আসল উৎস ব্যবহার করা। আমরা সুন্দর ভাবে সেই উৎস দিতে পারি।

যেমনঃ উপরের ছবিটি আমি একটা থার্ড পার্টি ওয়েব সাইট থেকে ফ্রি ইমেজ ব্যবহার করেছি। এবং আমি যেখান ছবিটি ডাউনলোড করে, এখানে আপলোড করেছি। ছবিটির আসল মালিকের সন্মান রক্ষাত্বে আমি এই ছবিটির উৎস প্রদান করেছি। আর এই উৎস প্রদান করার মাধ্যমেই মূলত চৌর্যবৃত্তি এড়িয়ে চলা যায়।



চৌর্যবৃত্তি এড়িয়ে চলার সুফল

চৌর্যবৃত্তি এড়িয়ে চললে আসল মালিকের সকল নিয়মনীতি বজায় থাকে। এর ফলে কোনো শাস্তিও পেতে হয় না। আবার আসল মালিক তার সঠিক মুল্যায়ন পেয়ে থাকে। যার কারনে সে আবার নতুন করে কাজ করার উদ্দীপনা ও উৎসাহ পেয়ে থাকে।

Cc:-
@tarpan
@boss75

Sort:  

Curators Note :1

Hello @raiyan02,

Congratulations! You have passed Achievement 3 on Content Etiquette. You may now proceed to the next achievement task following the article.

You can be eligible for Minnow Support Program after completing achievement 4 successfully.

For more updates, keep following @steemitblog.

Best Regards!!!
@boss75

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61282.12
ETH 2375.20
USDT 1.00
SBD 2.55