Achievement 4 by @labibasultana Task : Applying Markdowns

in Newcomers' Community3 years ago (edited)

আমি @labibasultana. এটা আমার
Achievement 4 : applying markdown
আজকে আমি কথা বলবো আমাদের কিছুদিন আগে করা Get together নিয়ে।

তবে শুরু করা যাক,

Get together


IMG-20210527-WA0089.jpg

আমাদের get together কেক

আমরা প্রায় এক বছর পর দেখা করি। করোনা পরিস্থিতির কারনে আমাদের দেখা আর হয়ে উঠেনি সব কিছু বন্ধ থাকার কারনে। আমরা কলেজে যারা এক ক্লাসে বসে আড্ডা দিতাম তারাই আমরা দেখা করি। আমরা দেখা করি একটা রেস্টুরেন্টে নাম মুম্বাই এক্সপ্রেস। যেটার অবস্থান উত্তরা,ঢাকা ১২৩০।

Mumbai express

আমরা প্রায় ৩ দিন ধরে এই জায়গায় যাওয়ার প্ল্যান করতেছিলাম। আমরা প্রায় ১১ জন ওই রেস্টুরেন্টে যাই।

আমার বাসার কাছে হওয়ায় আমার কিছু বান্ধবীর আমরা হেটেঁ চলে যাই। আকাশ কিছুটা মেঘলা ছিলো একে একে আমার বন্ধুরা সব আসতে থাকে। আসার পর আমরা অডার করি বিরিয়ানি।

বিরিয়ানি

IMG-20210527-WA0087.jpg

এক কথায় অসাধারণ খেতে ছিলো এটা। দেখলেই খেতে ইচ্ছে করে।

কেক

IMG_20210527_132904.jpg

কেক টা ছিলো আমাদের সারপ্রাইজ

বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে নাকি সন্দেহ। আমার তো খুব পছন্দ আমরা আর একটা সারপ্রাইজের প্ল্যান করি সেটা হলো একটা কেকের। কিছু টাকা আমাদের বেচেঁ যায় সেই টাকা দিয়ে আমরা একটা কেক কিনি অনেক মজা করেছিলাম সবাই। অনেক দিন পর আড্ডা দেই। একটুপর আমাদের খাবার এসে পড়ে আমরা বিরিয়ানির এতো ঘ্রান আর এতো সুন্দর লাগতেছিলো।

আমরা কিছুক্ষণ পর খাওয়া শেষ করে কিছু বন্ধুবান্ধব ছবি তুলতে শুরু করে।

তার কিছুক্ষণ পর সেখান থেকে আমরা বের হয়ে যাই আর অনেক বৃষ্টি শুরু সবাই হাটতে হাটতে ভাবলাম আইসক্রিম খাওয়া যাক যারা খেতে চাইলো তারা সবাই কিনলো। খেতে খেতে বৃষ্টি কমে গেলো কিন্তু তখন ও বৃষ্টি পড়ছে।
আমরা কথা বলতে বলতে হাটঁতে শুরু করলাম অনেক টা কিছু দূর যাওয়ার মনে হলো এই হালকা বৃষ্টিতে চা হলে মন্দ হয় না। তাই চা খাওয়ার উদ্দেশ্যে চায়ের দোকান খুঁজতে শুরু করলাম পেয়েও গেলাম।

চায়ের আড্ডা

IMG_20210527_154433.jpg

রঙ চা

আমরা ৬/৭ জন ছাড়া বাকি সবাই বাসায় চলে যায়। আমরা ৬ জন চা নিলাম চা হাতে নিয়ে চা খাচ্ছি আর বৃষ্টিতে ভিজছি কি অসাধারণ অনুভূতি।


চা খেতে খেতে সামনেই কাঠ গোলাপের একটা গাছ দেখতে পেলাম কিছু ছবি তুলে চলে আসলাম। আমার এক বান্ধবী বলল আচ্ছা তাহলে আমি রিক্সা দিয়ে বাসায় চলে যায় আমরা ৫ জন হাটঁছি। একটুপর আমরা ৪ জন রিক্সা নিয়ে বাসায় চলে যাই।

অনেক দিন পর বন্ধুবান্ধবদের সাথে দেখা হলে সবারই ভালো লাগে একসময় এদের সাথে সারাদিন কাটানো হতো কলেজে। তখন ক্লাস করতে খুব বিরক্ত লাগতো কিন্তু আজ মিস করি অনেক মনে পড়ে সেই দিন গুলো কলেজের মাঠে বসে আড্ডা। এখন এগুলো অতীত মাত্র।কিছু জিনিস অতীত না হয়ে বর্তমান হলে হইতো ভালো হতো। ভালো থাকুক সবার বন্ধুত্ব।

ImagesInfo
Deviceredmi 7
Photographerlabiba sultana
locationuttara
Date27 may 2021
Editedpicsart

ধন্যবাদ

ভালো থাকবেন,সুস্থ থাকবেন

আসসালামু আলাইকুম


cc :

@boss75
@abuahmad

Sort:  

Curators Note :3

Hello @labibasultana,

Congratulations! You have passed this Achievement You may now proceed to the next achievement task following the article.

For more updates, keep following @steemitblog.

Best Regards!!!
@boss75

 3 years ago 

thank you boss vaiya🥰🥰🥰

A catchup vote was given!

 3 years ago (edited)

thank you very much😇

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56516.28
ETH 2315.44
USDT 1.00
SBD 2.34