Achievement 3 task by @labibasultana|| ||Content Etiquette|| 25/05/2021

in Newcomers' Community3 years ago (edited)

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি @labibasultana। আজকে কথা বলবো Achievement 3 বা plagarism সম্পর্কে।

তবে দেরি না করে শুরু করা যাক।

Achievement 3 : content Etiquette


PLAGIARISM_-_PAINT.png

Source

Question 1 : What is Theft?

১.চৌর্যবৃত্তির বা চুরি করা অর্থ হলো আপনি কোন জিনিস বা লেখা যেকোনো কিছু তার মালিকে না বলে নেওয়া বা ব্যবহার করা। এই জিনিসটি আমাদের সমাজে দেখা যায় বেশি। আর স্টিমিটে এটি করে বেশি যারা অন্যের কন্টেন্ট চুরি করে নিজের নামে চালিয়ে দিতে যায়।

২. এটি বেশি করে যারা নিজেরা কিছু করতে চায় না। কিন্তু তারা সাফল্য চায় তারা অলসতার কারনে এই কাজটি বেশি করে থাকে।

৩.এই ধরনের চিন্তা ধারা নিয়ে না চলা ভালো এতো কারন এতে আসল মালিক ক্ষতিগ্রস্ত হতে পারে।

Question 2 : Bad effects of plagarism

১. এটি আমাদের বাস্তব সমাজেও যেমন ক্ষতিকর প্রভাব ফেলে এখানেও ক্ষতিকর প্রভাব ফেলে।

২. কেউ কখন চায় না নিজের বানানো কিছু বা লেখা কিছু তার অনুমতি ছাড়া কোথাও দেওয়া হোক।
৩. এই চুরির ফলে সবারই ক্ষতি। প্রতিভা বিলুপ্ত হতে শুরু করবে মানুষ লিখতে চাইবে না হতাশ হয়ে পরবে।
৪. চুরি জিনিসটা কখনো ভালো ছিলো না এটি সবসময় ক্ষতিকর। এতে ব্যক্তি বা জনগোষ্ঠীর মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।

Plagiarism_signature.jpg
Source

Question 3 : How to Avoid plagarism

১. কারো পোষ্ট দেখে লেখার কোন দরকার নাই যদি তার পোষ্ট পড়ে কন্সেপ্ট বা ওটার মূল বিষয় টা ঠিক রেখে নিজের মতো সাজিয়ে গুছিয়ে লেখলেই হবে।

২.কপিরাইট ফ্রি এমন ছবি বা লেখা ব্যবহার পর সোর্স দিয়ে দিতে হবে যেমন,

Plagiarism is the representation of another author's language, thoughts, ideas, or expressions as one's own original work.Source

আপনি যদি সোর্স টি না দেন তবে এটা কপিরাইট হিসাবে বা চুরি হিসাবে ধরা হবে।

১. যেহুতো স্টিমিটের সুরক্ষা নিয়ে আমার কোন সন্দেহ নাই এখানে খুব সহজেই আপনাকে ধরে ফেলবে। তাই সব সময় নিজের মতো করে সাজিয়ে লেখার চেষ্টা করা উচিত। এতে আপনার ভিতরের প্রতিভা প্রকাশ পাবে।

২. যারা এই কাজটি করে তাদের সতর্ক হওয়া উচিত কেননা এতে আপনাকে ব্যান করে দেওয়া হতে পারে। আপনার পরিচিত এমন কেউ থাকলে তাদেরকে এইসব থেকে বিরত থাকতে বলতে হবে সতর্ক করতে হবে।

আমি যতটুকু জানতাম আমি এখানে তা প্রকাশ বা লেখেছি সংক্ষিপ্ত ভাবে। আমার কোন ভুল হলে ধরিয়ে দেওয়ার অনুরোধ করবো। সম্পূর্ণটা নিজের লেখা। ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করবো।

@labibasultana

ধন্যবাদ

ভালো থাকবেন,সুস্থ থাকবেন

আসসালামু আলাইকুম



Cc :
@boss75
@abuahmad

Sort:  
 3 years ago (edited)

Curators Note :2

Hello @labibasultana,

Congratulations! You have passed Achievement 3 on Content Etiquette.. You may now proceed to the next achievement task following the article.

You can be eligible for Minnow Support Program after completing achievement 4 successfully.

For more updates, keep following @steemitblog.

Best Regards!!!
@boss75

 3 years ago 

thank you😇😇

 3 years ago 

Hi, @labibasultana,

Your post has been supported by @njiatanga from the Steem Greeter Team.

 3 years ago 

Thank you

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56769.00
ETH 2325.34
USDT 1.00
SBD 2.36