Achievement 2 @jakaria121 Task : Basic Security on Steem
সকলকে আমার Achievement 2 অর্থাৎ বেসিক সিকিউরিটি পোস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি, আশা করি আপনারা সকলেই ভাল আছেন।
- আমরা যদি অ্যাকাউন্ট তৈরি করে থাকি সেক্ষেত্রে এই প্লাটফর্ম থেকে আমাদেরকে কিছু সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে থাকে।
- তাহলে আমরা সেই পাসওয়ার্ডগুলো কিভাবে সংরক্ষণ করব এবং কোথায় সংরক্ষণ করব এগুলো নিশ্চয়তা হওয়া এবং সঠিক ধারণা নেওয়া গ্রহণ করা।
- একই সাথে সংরক্ষণ করার পাশাপাশি এই পাসওয়ার্ডের ব্যবহার সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে।
- এই পাসওয়ার্ডগুলোর গুরুত্ব বুঝতে হবে ব্যবহার জানতে হবে তাহলেই কেবল আমরা এখানে নিশ্চিত ভাবে কাজ করে যেতে পারবো।
- সারা জীবন কাজ করে গিয়েও লাভ হবে না! যদি না আমরা এই পাসওয়ার্ড গুলোর গুরুত্ব বুঝতে না পারি সঠিক ব্যবহার করতে না পারি।
আপনাদের সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে যারা এই দায়িত্বে রয়েছেন এবং এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলকেই।
সর্বপ্রথম আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করলাম তখন আমাদেরকে এই প্লাটফর্ম থেকে বেশ কয়েকটি পাসওয়ার্ড পিডিএফ ফাইল এর মাধ্যমে দিয়েছে।
এই পিডিএফ ফাইল এর মধ্যে রয়েছে পোস্টিং কি প্রাইভেট কি পাবলিক কি মাস্টার কি অনার কি এছাড়াও আরো বেশ কয়েকটি কি রয়েছে যেগুলো আমরা লগইন করার ক্ষেত্রে পোস্ট করার ক্ষেত্রে এক একটি একেক কাজে ব্যবহার করে থাকি।
সর্বপ্রথম এই পিডিএফ ফাইল সুরক্ষিত জায়গায় রাখতে হবে। হতে পারে আপনার জিমেইল থেকে জিমেইল হতে পারে গুগল ড্রাইভ হতে পারে পেনড্রাইভ হতে পারে অনলাইনের সুরক্ষিত জায়গায়। শুধুমাত্র অনলাইনে মধ্যেই রেখে দিলে হবে না। আরো সুরক্ষার জন্য অফলাইনে রেখে দিতে পারেন। উদাহরণস্বরূপ কম্পিউটার থেকে প্রিন্ট করে রেখে দিতে পারেন।
প্রিন্ট করা সেই কাগজ এর মধ্যে আপনার সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ড গুলো ডেক্স এর ভিতর বাক্স এর ভিতর অর্থাৎ নিরাপদ জায়গায় রেখে দিবেন।
কারণ সবকিছুর চাবিকাঠি হচ্ছে আপনার সেই মূল্যবান পাসওয়ার্ডগুলো। যত সুরক্ষিত রাখবেন ততই আপনার জন্য ভালো।
বিভিন্ন রকমের ফিশিং সাইট থেকে নিজেকে বিরত রাখুন। অচেনা কোন লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকুন। যেকোনো রকমের লিংক আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে।
হ্যাঁ আমি যখন অ্যাকাউন্ট তৈরি করি তখন আমি আমার এই পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করি আমার সংরক্ষিত জায়গা গুলোতে যেখানে আমি নিরাপদ স্থান মনে করি। তবে আরও চেষ্টা করতেছি আরো ভালো কোন জায়গায় যেন সংরক্ষণ রাখতে পারি।
Posting key:
আমরা যখন আমাদের steemit অ্যাকাউন্ট লগইন করি সে ক্ষেত্রে পোস্টিং কী এর প্রয়োজন হয়। এছাড়াও অন্যের পোস্টে ভোট করা কিংবা ডাউনভোট করার ক্ষেত্রে কমেন্ট করার ক্ষেত্রে এই পোস্টিং কী ব্যবহার করে থাকি।
Active key:
এই পাসওয়ার্ড খুবই সেন্সিটিভ। যখন পাওয়ার আপ কিংবা পাওয়ার ডাউন করি সেক্ষেত্রে এই পাসওয়ার্ড প্রয়োজন। ট্রান্সফার, SBD কনভার্ট করতে, উইটনেস এর ক্ষেত্রে, প্রোফাইলের বিভিন্ন কিছু সেটআপের ক্ষেত্রে এই পাসওয়ার্ডের ভূমিকা অত্যাধিক।
Owner key:
এই পাসওয়ার্ড অফলাইনে রাখা অত্যন্ত জরুরী। এই পাসওয়ার্ড কোথাও ব্যবহার করা উচিত নয়। শুধুমাত্র তখনই এই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যখন আপনার অ্যাকাউন্ট রিকভারি করবেন তখন। যেকোনো পাসওয়ার্ড পরিবর্তন করতে Owner key ব্যবহার করতে হয়।
Memo key:
যখন আমরা আমাদের কয়েন গুলো স্থানান্তর করতে চাই তখন মেমো কি ব্যবহার করতে পারি।
যে ব্যক্তি তার ক্যারিয়ার steemit এ গড়তে চায় তার জন্য পাওয়ার আপ ব্যতীত সম্ভব নয়। শুধুমাত্র ওই ব্যক্তির জন্য নয় সকলের ক্ষেত্রেই পাওয়ার আপ করা গুরুত্বপূর্ণ।
তাই আমরা মিনিমাম প্রত্যেক সপ্তাহে অর্ধেক STEEM Power up করতে হবে এটা ধারাবাহিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।
এখন দেখব কিভাবে পাওয়ার আপ করতে হয়:-
প্রথমত উপরে ইন্ডিকেট করে দেখানো হয়েছে সেখান থেকে আপনারা রিডিম করে নেবেন।
এরপর নিচে STEEM লেখার উপর আলতো করে ক্লিক করবেন।
- STEEM লেখার উপর আলতো করে ক্লিক করার পরে ছোট্ট একটি উইন্ডো ওপেন হবে। সেখানে তৃতীয় নাম্বার অপশন লেখা থাকবে power up লেখার উপর ক্লিক করবেন।
- Power up লেখার উপর ক্লিক করলে নতুন আরো একটি উইন্ডো ওপেন হবে সেখানে ব্যালেন্স দেখতে পারবে যত স্টিম পাওয়ার আপ করতে চান সেখানে উল্লেখ করে নেক্সট এ ক্লিক করবেন।
- Ok বাটনে ক্লিক করুন।
- Active key দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই আপনার পাওয়ার আপ সম্পন্ন কমপ্লিট হয়ে যাবে।
My Achivement-1 link is here :-
https://steemit.com/hive-172186/@jakaria121/introduced-my-self-achivement-1-task-by-jakaria121
Greetings, you have been supported by @hindwhale account for your post. To know more about our community, you can visit our introduction post here. To contact us directly, please visit our discord channel.
Telegram ----- Discord