Achievement 4 by @archerr Task : Applying Markdowns. 📝🖋✒🖊
আশা করি আপনারা সবাই ভাল আছেন,সুস্থ আছেন এবং steemit এর সুন্দর প্ল্যাটফর্মটি উপভোগ করছেন।

প্রথমঃ
হেডিং কিভাবে বড়/ছোট করবেনঃ
একটি ভাল উপস্থাপনা তৈরিতে একটি শিরোনাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পাঠক যখন কোনও পোস্ট শিরোনাম পড়ে তখন সে কী পড়ছে সে সম্পর্কে আরও ভাল করে বোঝার জন্য হেডিং তাকে গাইড করে।
যদি আপনি শিরোনামটি বড় করতে চান তাহলে শিরোনামটির সামনে (একটি) # ব্যবহার করবেন।
যদি তার চেয়ে আরো ছোট করতে চান তাহলে (দুইটি) ## ব্যবহার করতে হবে।
এভাবে আপনি শিরোনামটির সামনে জতগুলি # চিহ্ন দিবেন আপনার শিরোনামটি তত ছোট হতে থাকবে।তবে লক্ষ্য রাখতে হবে # চিহ্ন দেয়ার পর একটি স্পেচ জেন থাকে।
যেমনঃ
ইনপুটঃ

আউটপুটঃ
আমি এচিভমেন্ট ৪ শেষ করতে যাচ্ছি।
আমি এচিভমেন্ট ৪ শেষ করতে যাচ্ছি।
আমি এচিভমেন্ট ৪ শেষ করতে যাচ্ছি।
আমি এচিভমেন্ট ৪ শেষ করতে যাচ্ছি।
দ্বিতীয়ঃ
কিভাবে ছক তৈরি করবেনঃ
কোন কিছুর তুলনা বা কোন কিছুর পরিমাণ ,পরিমাপ বা বিভিন্ন কারনেই আমদেরকে একটি পোস্টের ভিতরে ছক অংকন করতে হয়।ছক অংকন করা খুবই সুহজ একটি কাজ এবং এটি একটি পোস্টের মাধুর্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে ছক বানাতে হয় তার একটি নমুনা দেখাচ্ছি-
ইনপুটঃ

আউটপুটঃ
| ফুটবল | ক্রিকেট |
|---|---|
| বিশ্বব্যাপী জনপ্রিয় | এশিয়া মহাদেশে জনপ্রিয় |
| খেলোয়াড় সংখ্যা ২২ | খেলোয়াড় সংখ্যা ২২ |
তৃতীয়ঃ
যদি কোন লিখা / ছবি আপনি মাঝখানে আনতে চান তবে আপনাকে
যেমন-
আমি এচিভমেন্ট ৪ শেষ করতে যাচ্ছি।
উপরের এই লেখাটির আগে বা পরে কোন মার্কডাউন ব্যবহার করা হয়নি। তাই লেখাটি একপাশে রয়েছে।
আবার, এই লেখাটির আগে ও পরে মার্কডাউন ব্যবহার করার কারনে লিখাটি মাঝখানে রয়েছে।
ইনপুটঃ
আউটপুটঃ
আমি এচিভমেন্ট ৪ শেষ করতে যাচ্ছি।
চতুর্থঃ
যদি কোন লিখা বা ছবি পোস্টের ডান পাশে রাখতে চান তবে লিখাটির আগে ও পরে আপনাকে এই মার্কডাউন ব্যবহার করতে হবে।
যেমনঃ
ইনপুট
আউটপুটঃ
আমি এচিভমেন্ট ৪ শেষ করতে যাচ্ছি।
পঞ্চমঃ
যদি কোন লিখা বা ছবি পোস্টের বাম পাশে রাখতে চান তবে লিখাটির আগে pull-right এর জায়গায় pull-left বসাতে হবে
ষষ্ঠঃ
যদি কোন ছবি / ভিডিওর নিচে এর উৎস উল্লেখ করে দিতে হয় তবে Source এই মার্ক ডাউন ইউজ করতে হবে। অথবা জদি লোকেশন উল্লেখ করতে হয় তবে Location এই মার্কডাউন ইউজ করতে হবে।
যেমনঃ
ইনপুটঃ

আউটপুটঃ
সপ্তমঃ
যদি লিখার ধরন বদলিয়ে ইটালিক করতে হয় তাহলে লিখাটির আগে এবং পরে আন্ডারস্কোর _ _ দিতে হবে।
যেমনঃ
ইনপুটঃ
আউটপুটঃ
আমি এচিভমেন্ট ৪ শেষ করতে যাচ্ছি।
অস্টমঃ
লিখার দুই পাশের মার্জিন সমান রাখতে হলে নিচের এই ছবি অনুযায়ী মার্কডাউন ব্যবহার করতে হবে।
যেমনঃ
ইনপুটঃ

আউটপুটঃ
নবমঃ
কোন লেখকের বা কোন বিশিষ্ট ব্যক্তির কোন বানী বা উক্তি উল্লেখ করতে হলে তার সামনে > এই চিহ্ন দিতে হয়।
যেমন-
ইনপুটঃ
আউটপুটঃ
Honesty is the best policy. (Benzamin Franklin)
দশমঃ
যদি কোন কিছুকে পয়েন্ট করে করে বর্ণনা দিতে হয় তবে প্রতিটি পয়েন্টের সামনে * দিয়ে শুরু করতে হবে।
যেমন-
ইনপুটঃ
আউটপুটঃ
গোলাপ ফুল সুন্দর।
আমি এচিভমেন্ট ৪ শেষ করতে যাচ্ছি।
একাদশঃ
এছাড়াও লিখার ধরন বদলানোর জন্য এই মার্ক ডাউনটি ব্যবহার হয়, যেমন -







You have been upvoted by @tarpan, a greeter from STEEM POD Project and we are voting with the Steemit Community Curator @steemcurator03 account to support the newcomers coming into steemit. You may now proceed to the next achievement task.
Keep following @steemitblog for updates.