|| Achivemaent4 -||HOW TO MARKDOWN APPLY TASK By@ahosan01.(20-04-2021)
* আসসালামু আলাইকুম।
- আশা করি আপনারা অনেক ভাল আছেন।সেই সাথে আমিও অনেক অনেক ভালো আছি।
- আমি বিগত তিনটি অ্যাচিভমেন্ট শেষ করেছি।আজকে আমি আপনাদের মাঝে আমার চার নম্বর এচিভমেন্ট টি পূরণ করতে যাচ্ছি।
- আজকে আমি যে পোস্টটি লিখতে যাচ্ছি সেটি হচ্ছে মার্ক ডাউন সম্পর্কে কিভাবে মার্ক ডাউন করা যায়এর বিস্তারিত আলোচনা।
- প্রথমেই আমি বলব নতুনদের উদ্দেশ্যে।আমরা যারা এই প্লাটফর্মে নতুন অংশগ্রহণ করেছি তাদের অনেকেই পোস্ট সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা নেই বললেই চলে।
- তাই আমাদের সকলের জানা উচিত একটি পোস্ট সুন্দরভাবে তৈরি করতে হলে আমাদের কি কি কাজ করা প্রয়োজন আমি সে সম্পর্কে আমার পোস্টে আলোচনা করবো আমি সুন্দরভাবে সাজিয়ে লেখার চেষ্টা করব ইনশাল্লাহ।
.jpg)
* What is a markdown?
একটি পোস্ট সুন্দরভাবে সাজানোর পর তা সহজেই পড়তে পারা এবং স্পষ্ট সুন্দরভাবে তৈরি করার জন্য যে সমস্ত কোড ব্যবহার করা হয় তাকে মার্ক ডাউন বলে।
স্টিমিট মার্ক ডাউন সমর্থন করে।পোস্টটি সুন্দরভাবে সাজানোর জন্য,আমরা নির্দিষ্ট ব্যাসিক সিনটেক্স ব্যবহার করে এবং সহজে মনে রাখার মত কমান্ড ব্যবহার করে একটি সুন্দর আকর্ষণীয় পোস্ট তৈরী করতে পারি।
শিরোনাম এবং উপশিরোনাম গুলি সুন্দরভাবে পাঠকের পথ প্রদর্শনের জন্য আপনাকে সুন্দর ভাবে তৈরি করতে হবে।এককথায় পোষ্টের শিরোনাম সুন্দরভাবে তৈরি করতে হবে যাতে পাঠকের পড়তে সুবিধা হয় এবং দৃষ্টি আকর্ষণ হয়। সেইভাবে তৈরি করতে হবে আপনার মাথায় রাখতে হবে একটি পোষ্টের শিরোনাম বা টাইটেল এগুলো সৌন্দর্য হলে পাঠকের পড়তে সুবিধা হয় এবং দৃষ্টি আকর্ষণ করে।তাই হেডলাইন গুলো তৈরি করার জন্য আপনার পদ্ধতি অবলম্বন করতে হবে।
*How to make a headline:√
- আমরা যখন পোস্ট লিখি তখন আমরা পোষ্টের হেডলাইনে শব্দ কিংবা বাক্যের সামনে যখন আমরা # ট্যাগ ব্যবহার করি তখন শব্দ এবং বাক্য বড় ধরনের লেখা দেখা যায়। তবে আমরা এভাবে # সংখ্যা যত বেশি ব্যবহার করবো ততই শব্দ এবং বাক্যের আকার ছোট হতে থাকবে।
*Example:⤵️
প্ল্যাটফর্ম১
প্ল্যাটফর্ম২
প্ল্যাটফর্ম৩
প্ল্যাটফর্ম৪
প্ল্যাটফর্ম৫
প্ল্যাটফর্ম৬
- গুরুত্ব প্ল্যাটফর্ম হেডলাইন গুলো নিম্নোক্তভাবে তৈরি করা হয়েছে।
[# প্ল্যাটফর্ম১
[## প্ল্যাটফর্ম২
[### প্ল্যাটফর্ম৩
[#### প্ল্যাটফর্ম৪
[##### প্ল্যাটফর্ম৫
[###### প্ল্যাটফর্ম৬
* Ways to align fortunes in two rooms:
- আমাদের মাঝে মাঝে কোন সময় কোন সময় একটি ঘরে দুটি একই লেখা সারিবদ্ধ করতে প্রয়োজন হয় তাই এই লেখাটিই লিপিবদ্ধ করার জন্য এই পদ্ধতিটি অবলম্বন করতে পারি।
আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে জোর করে মন হরণ করো না মন ছলনা এই যে ভীষন যন্ত্রনাআমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে জোর করে মন হরণ করো না মন ছলনা এই যে ভীষন যন্ত্রনা
* result
*How to write text in the middle:
- মাঝখানে টেক্সট লেখার জন্য এই কমান্ডটি ব্যবহার করতে হবে।
এখানে টেক্সট লিখুন
*Result :
*How to add a link:
- আমরা যখন ইস্টিমেট আইডির নাম লিখি তখন এই নামের পূর্বে অ্যাড দা রেট ব্যবহার করে থাকি যাতে এখানে এই লিংকে ক্লিক করলে আমাদের আইডি পরিদর্শন করতে সক্ষম হয়।
Example :
ahosan01
@ahosan01
* Latest tips:
- আমরা কিছু কিছু পোস্টে এমন কিছু উনার ডাউন দেখতে পায় যা দেখে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে এটি কিভাবে করলো।
- এটা এটি যাচাই করার জন্য আমরা একটি পথ অবলম্বন করতে পারি।⤵️
- স্টিমিটের প্রত্যেকটি পোষ্টের কোড দেখা সম্ভব।তার জন্য আমাদের যা করতে হবে। স্টিমিট পোস্টটির লিংকে প্রবেশ করতে হবে এবং steemit লেখা থেকে(it)বাদ রেখে (d)যোগ করে ক্লিক করতে হবে।তাহলে পোষ্টটির সকল কোড ব্যবহার করার তথ্য পাওয়া যাবে।
*Example :
- পদ্ধতি অবলম্বন করার পর⤵️
*Result:
- ধন্যবাদ সবাইকে আমারpost দেখার জন্য এবং পড়ার জন্য আমি যতটুকু আমার বুদ্ধি দিয়ে পেরেছি পোস্টটি লেখার আমি ততটুকু সাজিয়ে লিখেছি। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আপনার সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে।
Thanks all
@ahosan01 - আমি যে পোস্টটি অনুসরণ করে আমার নিজের মতো করে লিখেছি।
* Reference
Cc:
@steemitblog
@tarpan
@cryptokannon
@radjasalman
@besticofinder
@bright-obias
@saxopedia
@wilmer1988
@adeljose
@tocho2
@whitestallion
@njaywan
@yohan2on
@inspiracion
https://twitter.com/mdahosan9/status/1384356347378995206?s=19
You have been upvoted by @tarpan, a greeter from STEEM POD Project and we are voting with the Steemit Community Curator @steemcurator03 account to support the newcomers coming into steemit. You may now proceed to the next achievement task.
Keep following @steemitblog for updates.
Thanks