📢 Contest - Happy Married Life VS Happy Single Life

in Steem For Bangladeshlast year

আসসালামুআলাইকুম.

কেমন আছেন সবাই? আমি @tasrin94 #germany থেকে অংশগ্রহন করছি. বাংলায় লিখতে পারার মজাই আলাদা তাই আর লোভ সামলাতে পারলাম না. নিজের ভাষায় মনের কথা বলব সেটা যাই হোক না কেন, এর চেয়ে আনন্দের অন্য কিছু আছে নাকি? এবারের প্রতিযোগিতাও বরাবরের মতই অন্যরকম. অনেকটা পছন্দের তালিকায় পড়ে গেছে বলা যায়. চলুন তাহলে শুরু করি..

20230607_210750_0000.png
canva

Happy married life or happy single life? Which do you think is the happiest?

আমার কাছে মনে হয় সুখ জিনিসটা আপেক্ষিক. ওইযে ছোটবেলায় কবিতা পড়েছিলাম না!

      "নদীর এ পাড় কহে ছাড়িয়া নিশ্বাস, 
       ওপাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস" 
ব্যাপারটা অনেকটা তেমনই, যে যেই পজিশন এ আছে তার কাছে সেটা ভালো লাগেনা. মনে হয় সুখ মনে হয় আমার হাতের বাইরেই থেকে গেল. আমার কাছে মনে হয় বিবাহিত বা সিংগেল এই দুইটা জীবনের অনেক বড় দুইটা স্টেজ. একটার সাথে আরেকটা কখনো মিলবেনা. নদীর দুতীর যেমন কখনো মিলেনা এই দুইটা স্টেজ ও কখনো মেলানো সম্ভব না. মেয়েদের জন্য তো এটা মেলানো আরো কঠিন. সিংগেল জীবনে তো আসলে তেমন কোন দায়িত্ব পালন করতে হয়না. অপরদিকে বিয়ে শুরুই হয় দায়িত্ব দিয়ে. বিয়ের আগে প্রতিটা মেয়ে থাকে বাবার রাজকন্যা কিন্তু বিয়ের পর সবার ভাগ্যে তো আর রানী হওয়া জুটেনা. আর যদি আপনি ধার্মিক হন তাহলে অবশ্যই ভাগ্যে এবং রিজিকে বিশ্বাস করবেন. তাহলে জীবনের কোনো অংশেই আর অসুখি হওয়ার চান্স নেই.😁(এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত)

mountains-g7036f5c3a_1280.jpg
source

Which of these two lives are you living now? Are you happy with your current life?

আমি বেশ অনেক বছর ধরেই বিবাহিত. আলহামদুলিল্লাহ আমি আমার বর্তমান লাইফ নিয়ে খুশি. আমার দুইটা বাচ্চা আছে যারা আমার কাছে অক্সিজেন, আর আমার স্বামী আমার জীবনের পুরোটা. যাদেরকে ছাড়া আমি আমার লাইফ চিন্তা করতে পারিনা. লাইফ পার্টনার মানে আমার কাছে সাপোর্ট করার মত একটা মানুষ. যার কাছে ছোট-বড় মনের সব কথা বলা যায়. আর আমার মনে হয় আমি তেমন একজন মানুষের সাথেই আছি. আমার খুব ছোট বয়সে বিয়ে হয়. আর সবার মত আমিও ভেবেছিলাম আর হয়তো পড়াশুনা শেষ করা হবে না. কিন্তু এই মানুষটা আমার চেয়ে বেশি কষ্ট করেছে আমার কেরিয়ার গড়তে. আমি এখানে কয়েকটা উদাহরণ দিতে চাই.

IMG-20230607-WA0011.jpg

আমি তখন তৃতীয় সেমিস্টার এ, তখন আমাদের একটা মাস্ট এক্সকারশন ছিল এক সপ্তাহের পোলান্ড এ. তখন আমি আমার ষোলো মাসের বাচ্চাকে ওর বাবার কাছে রেখে একাই যেতে হয়েছিল. সেখানে গিয়ে আমার মেয়ের জন্য খুব কষ্ট হচ্ছিল, এটা আমি আমার মেয়ের বাবা কে বলেছিলাম. পরের দিন ঘুম থেকে উঠার পর টের পেলাম তিনি মেয়েসহ আমার হোটেল এর নিচে দাঁড়িয়ে আছেন. এটা ওই মুহুর্তে আমার কাছে অনেক বড় পাওয়া ছিল.

IMG-20230607-WA0013.jpg

আরেকটা বলি? তখন আমি ফাইনাল সেমিস্টার এ থিসিস করছি, এই দিকে তখন আমার দ্বিতীয় বাবু অনেক ছোট. আমাকে সারাদিন ল্যাব এ থাকতে হচ্ছিল. ওই সময়ে সে চার মাসের জব ব্রেক নিয়েছিলো. যেহেতু আমাদের দুই জনের সাবজেক্ট এক ছিল, প্রতিটা স্টেপ সে আমাকে গাইড করেছিলো. এই রকম হাজারো মুহূর্ত আছে যেগুলা আসলে ভুলে যাওয়ার মত না.

What do you think others are missing out on?

এখানে আসলে আমার মতে যারা যারা সিংগেল তাদের মিস করার কিছু নেই. কারণ যদি কেউ আজীবন অবিবাহিত হওয়ার পণ না করে বসে তাহলে খুব শীঘ্রই তিনি বিবাহিত জীবনে পা দিবেন. এখন তার সিঙ্গেল লাইফটাই এনজয় করা উচিৎ. মিস তারা করছে যারা বিবাহিত হওয়ার পরও কোন কারণ ছাড়াই বা খুব সিম্পল কারণ নিয়ে রাগ করে আলাদা থাকছেন. পূর্ণিমা রাত দেখার জন্য যে মানুষটা দরকার সে পাশে থাকার পর ও যদি তাকে সাথে না নিতে পারি তাহলে সেটা হবে সব চেয়ে বড় মিস.

IMG-20230607-WA0012.jpg

What things do you do to find happiness in your current life?

বিবাহিত জীবনে মতের অমিল হয়না বা কথা কাটাকাটি হয় না এমন মনে হয় এক জোড়া কাপল ও পাওয়া যাবেনা. আমরাও এর বাইরে নয়. তবে আমরা কিছু জিনিস ফলো করি যাতে আমাদের সম্পর্কটা বিষাক্ত না হয়ে যায়. যেমন আমরা 2 জন কখনো একসাথে রেগে যাই না. একজন রেগে গেলে অন্যজন চুপ হয়ে যাই. নেগেটিভ ভাবে আমরা কখনোই ভাবিনা, আমার কাছে মনে হয় একটা মানুষ অসুখী থাকার জন্য এটাই যথেষ্ঠ যে তিনি নেগেটিভ চিন্তা করেন. আমার কাছে মনে হয় যে কোন সম্পর্ক ঠিক থাকার জন্য বিশ্বাস অনেক বড় একটা ব্যাপার. এছাড়া পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা, ভালোবাসা এইসব ও কোন অংশে কম নয়.

IMG-20230607-WA0014.jpg
এটা আমার এক টুকরা সুখ

সুখ কোন ব্যাক্তি, গোষ্ঠী বা সময়ের কাছে আবদ্ধ নয়. জীবন জীবনের মতই চলতে থাকবে, প্রতিটা স্টেজেই নিজেকে প্রমাণ করেই সামনে এগুতে হয় তাই সব কিছু আনন্দের সাথে করাই ভালো. আমাদের এখনকার জীবন ছোটবেলার মত রঙিন নয়, আবার যখন আমরা বার্ধক্যর ডাকে সাড়া দিতে হবে তখন হয়তো মনে হবে যৌবনে একটু ফিরে যেতে পারলে অনেকগুলা ভুল শুধরে নিতাম. কিন্তু এইসব ক্ষণিকের আবেগ বই কিছুই নয়! জীবন আবেগ দিয়ে নয় বাস্তবতা দিয়ে চলে, তাই আমাদের জন্য এটাই শ্রেয় যে আমরা যে যেই পজিশন এ আছি সেটাকেই কাজে লাগাই যাতে ভবিষ্যতে কখনো আফসোস না করতে হয়.

ধন্যবাদ সবাইকে

আমি আমন্ত্রণ জানাচ্ছি @hasina78, @jollymonoara, এবং @mahadisalim কে

Sort:  

This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 last year 

Thank you so much. Means a lot.

 last year 

খুব সুন্দর করে লিখেছেন আপু। আপনার জন্য শুভকামনা ❤️❤️❤️।

 last year 

ধন্যবাদ আপু ❤️❤️

 last year 

There is much passion in marriage but no joy in being single."If you don't get married, you will suffer from loneliness, your chest will cry to come near someone.
If you get married, you will blame yourself for why you got married. Because marriage has many responsibilities.
Now come to the real thing, married life is like the weather in the Amazon region, good and bad. It means that there are differences, there are also similarities.i wish you my best
Best regard @jannatmou

Steem/SBD doller sell korle inbox. 01700817832 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Whatapp 01700817832

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63361.04
ETH 2483.47
USDT 1.00
SBD 2.67