For Newcomers | How To Do Delegation? | কিভাবে ডেলিগেশন করবেন?steemCreated with Sketch.

in Steem For Bangladesh2 years ago (edited)

IMG_20221207_224214.jpg

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি টিউটোরিয়াল পোস্ট করবো। যার মাধ্যমে আপনারা ডেলিগেশন সম্পর্কে বিস্তারিত অবগত হবেন। ডেলিগেশন কিভাবে করতে হয় সে সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। কিন্তু প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে নতুন ইউজার সংযুক্ত হচ্ছে যারা এই প্রসেস সম্পর্কে সম্পূর্ণ অবগত নয়। তাই আমি আজকে নতুনদের জন্য এই ডেলিগেশন করার পদ্ধতি শেয়ার করতে চাই। চলুন শুরু করা যাক।

ডেলিগেশন করার জন্য আপনাকে প্রথমে Steemworld.org এ ভিজিট করতে হবে। উল্লেখিত ওয়েবসাইট এ ক্লিক করুন তাহলে আপনি পেজটি পেয়ে যাবেন। এখন আমি ধারাবাহিক বর্ণনা নিচে উল্লেখ করবো।

ধাপ 1

IMG_20221207_221210.jpg

লিংকটিতে ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ পাবেন। এখান থেকে আপনি ড্যাশবোর্ড এ ক্লিক করুন। যেটা মার্ক করে দেওয়া হয়েছে।

ধাপ 2

IMG_20221207_221309.jpg1stIMG_20221207_221335.jpg2nd

এরপর আপনি এরকম পেজ দেখতে পাবেন। এখান থেকে আপনি ডেলিগেশন লেখাটিতে ক্লিক করুন। যেটা মার্ক করে দেওয়া হয়েছে। Delegetion লেখাতে ক্লিক করার পর আপনি delegate লেখাটি দেখতে পাবেন। এখন আপনি delegete লেখাতে ক্লিক করুন। তারপর আপনি পরবর্তী ধাপে চলে যাবেন।

ধাপ 3

IMG_20221207_221552.jpg

Delegete লেখাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পেজটি চলে আসবে। এখানে আপনি চিহ্নিত বক্সে একাউন্টের নাম লিখুন যে অ্যাকাউন্টে আপনি ডেলিগেশন করবেন। আমি এখানে @steem4bangladesh একাউন্টের নাম লেখার জন্য উপদেশ দিবো। তারপর নিচের বক্সে ডেলিগেশন এর পরিমাণ লিখুন। যেমন আমি এখানে 700 steem উল্লেখ করেছি। তারপর ok বাটনে ক্লিক করুন।

ধাপ 4

IMG_20221207_221620.jpg

আপনার সম্মমতি নিশ্চিত করার জন্য আপনাকে আবারও yes বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি পরবর্তী ধাপে চলে যাবেন।

ধাপ 5

IMG_20221207_221739.jpg

এখন লক্ষ্য করুন এখানে আপনার এক্টিভ কী দিতে বলেছে। সুতরাং এখানে আপনার এক্টিভ কী পেস্ট করে দিন। তারপর ok বাটনে ক্লিক করুন।

এরপর আপনার ডেলিগেশন সম্পন্ন হবে। যেমন ভাবে আমি সম্পন্ন করেছি। নিচের স্ক্রীনশট দেখুন আমার ডেলিগেশন সম্পন্ন হয়েছে।

IMG_20221207_221819.jpg

এছাড়া Steemworld ব্যাবহার করে আপনারা আরো অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। যা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে...

Sort:  

This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

 2 years ago 

ব্রাদার আপনি খুবই সুন্দর ভাবে ডেলিগেশন এর পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই সহজ ভাবে নতুন এবং যারা ডেলিগেশন করতে জানে না তাদের জন্য এটা খুবই উপকারী। তবে আপনি যদি শর্ট এ ডেলিগেশন সিস্টেম যেটা(৫০,১০০,২০০,৩০০,৪০০,৫০০.....) করে দিয়ে দেন তাহলে হয়তো তাদের জন্য আরও সহজ হবে। একটা গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🥰

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

যেটা(৫০,১০০,২০০,৩০০,৪০০,৫০০.....) করে দিয়ে দেন তাহলে হয়তো তাদের জন্য আরও সহজ হবে।

এভাবেই 10 থেকে আনলিমিটেড ডেলিগেশন করা সম্ভব হবে ভাই ইনশাআল্লাহ..

 2 years ago 

এভাবেই 10 থেকে আনলিমিটেড ডেলিগেশন করা সম্ভব হবে ভাই ইনশাআল্লাহ..

আপনি ঠিক বলেছেন। 🥰

 2 years ago 

ভাই আমরা নতুনরা কত দিয়ে শুরু করবো আর কতদিন পরপর করতে হবে জানালে খুব উপকৃত হতাম। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে, আপনি খুব সুন্দর ভাবে ডেলিগেশন কিভাবে করতে হয় তা বুঝিয়ে দিয়েছেন। নিউ কমারদের জন্য খুবই উপকারী হবে এই পোস্ট টা। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে। খুবই সুন্দর ও সহজ ভাবে ডেলিগেশন পদ্ধতি উপস্থাপন করেছেন। আমরা যারা ডেলিগেশন করতে আগ্রহী এখন খুব সহজেই তা সম্পন্ন করতে পারব। এটি নতুনদের জন্য খুবই উপকারী একটি পোস্ট। আবারো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

Solaiman bro this is a nice post, very help full post for newbies and those who have not done delegation till now. I appreciate your beautiful work.

Greetings @solaymann
Thank you for sharing this important information. Delegation to communities is a good way of increasing the voting power of that community

ভাই আপনি খুব চমৎকার ভাবে ডেলিগেশন করার পদ্ধতি আমাদের মাঝে উপস্থিত করেছেন । এতে আমরা যারা নতুন ইউজার আছি তাদের বোঝার অনেক সুবিধা হয়েছে। আমরা অনেক গর্বিত এবং আনন্দিত ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 91713.09
ETH 3128.30
USDT 1.00
SBD 3.18