SEC-S15W1: The Wonder of Science

in Steem For Bangladesh5 months ago
আসসালামুয়ালাইকুম। (তোমার উপর শান্তি হোক)


পরিচয়:আমি shahariar1
Date : 15th January 2024.

বর্তমানে আমরা নিজেদেরকে সভ্য এবং আধুনিক মানুষ হিসেবে দাবী করি । মানুষকে এই অবস্থানে নিয়ে আসতে বিজ্ঞানের অবদান অপরিসীম । মানুষের মেধা ও শ্রম বিজ্ঞান ও প্রযুক্তিতে ব্যবহার করে আমরা বর্তমানের এই অবস্থানে আসতে পেরেছি । বিজ্ঞানের বিস্ময় নিয়ে আজকের স্টিম ফোর বাংলাদেশ কমিউনিটি আয়োজিত এনগেজমেন্ট চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চলেছি । প্রতিযোগিতার প্রশ্নের উত্তরের মাধ্যমে ইন্টারেস্টিং কিছু তথ্য তুলে ধরব। আশা করি আমার কনটেন্টটি শেষ পর্যন্ত পড়বেন।

Green Illustrated Science Project Presentation.png
কভার ফটো টি ক্যানভা দ্বারা তৈরি
বিজ্ঞান একটি মহান সভ্যতা গড়ে তুলতে সাহায্য করেছে। - এই বিষয়ে আপনার মতামত কি?

এই উক্তিটির সাথে আমি একেবারেই একমত। বিজ্ঞান একটি মহান সভ্যতা গড়ে তুলতে সাহায্য করেছে। বর্তমানে প্রত্যেকটি কাজে বিজ্ঞানের অবদান রয়েছে।
মানব কল্যাণে বিজ্ঞান এর অবদান কখনোই অস্বীকার করা যাবে না। মানুষের দৈনন্দিন জীবনে থেকে শুরু করে শিক্ষা, শিল্প চিকিৎসা, বিনোদনে এমকি কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান অপরিহার্য। এমন কোন খাত নেই যা বিজ্ঞান এর নির্ভর না ! আধুনিক সভ্ভতার মূল ভিত্তিই হলো বিজ্ঞান।

তাই তো, কার্ট ভনেগাট বলেছনেঃ

“বিজ্ঞান হলো কাজ করা জাদু।”

snacks-3579973_1920.png
Source
বিজ্ঞান না থাকলে আমাদের জীবন কেমন হত বলে আপনি মনে করেন?

বিজ্ঞান ব্যতীত কখনোই এত সহজলভ্য জীবন পরিকল্পনা করা যেত না। তো কয়েকশো বছর আগের কথা। যখন মুঠোফোন আবিষ্কার হয়নি। তথ্য আদান প্রদানে মানুষের দুরবস্থা ছিল।

ছিলনা ভালো শিক্ষার ব্যবস্থা। বিজ্ঞান ও প্রযুক্তির অবদানে উন্নত চিকিৎসা মিলেছে। কিন্তু অতীতে সামান্য অসুখেই মানুষ মৃত্যুবরণ করতো। বিজ্ঞানের অবদানের উন্নত চিকিৎসাই মানুষ এখন যেকোনো রোগের সাথে মোকাবেলা করতে সক্ষম।

চাকা ক আবিষ্কারের পর মানুষের জীবনের মোড় ঘুরে গেছে। মানুষের যাতায়াত ব্যবস্থার হয়েছে উন্নতি। বিজ্ঞান না থাকলে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করত। আকাশে উড়ার কথা কেবল কল্পনাতেই থেকে যেত।

বিজ্ঞান না থাকলে হয়তো বেঁচে থাকা যেত তবে এত সহজলভ্য জীবন মিলতো না।

wall-plaque-1980799.jpg
উৎস
আপনি যদি একজন বিখ্যাত বিজ্ঞানীকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, এটি কে হবে এবং আপনি কী জিজ্ঞাসা করবেন?

আমার পছন্দের একজন বিজ্ঞানী হচ্ছে আইজ্যাক নিউটন। আমি তার সাথে যদি সম্ভব হতো আমি তার সাথে সাক্ষাৎ করতাম তার নিজের মুখে স্টুডেন্ট থেকে শ্রেষ্ঠ হওয়ার গল্পটি শুনতাম। যদিও আমি এই গল্পটি লুকোমুখি অনেক শুনেছি।

তারপর আমি মধ্যাকর্ষ শক্তি নিয়ে তার সাথে কথা বলতাম। এছাড়াও ঘড়ি আবিষ্কারের বিষয়টি নিয়েও তার সাথে কথা বলতাম যা সে খুব ছোটবেলায় আবিষ্কার করেছিল। একটি ঘড়ি তৈরি করে দিয়ে চমক লাগিয়ে দিয়েছিলেন। তার সাক্ষাৎকারে আমি এ সকল বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতাম। সামান্য একটি আপেল গাছ থেকে নিচে পড়া দেখে কিভাবে মধ্যাকর্ষ শন্তি এবং সূত্র আবিষ্কার করেছে এই বিষয়ে জানতে চাইতাম।

apple-3598090.jpg
Source
তিনটি আশ্চর্যজনক বিজ্ঞান আবিষ্কার শেয়ার করুন যা আমাদের জীবনকে সহজ করে তোলে।

আমাদের জীবনকে সহজ করে তোলে এমন তিনটি আশু জনক বিজ্ঞানের কথা যদি বলতে হয় তবে সবার প্রথমে মনে পড়ে বিদ্যুতের কথা। বর্তমানে বিদ্যুৎ ছাড়া একদিন অতিবাহিত করা ও কষ্টসাধ্য। বিশ্বের বড় বড় কলকারখানা ও শিল্প কারখানাগুলো বিদ্যুৎ দ্বারা পরিচালিত।

এরপর যেটি আমার মনে হয়েছে সেটি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট পুরো পৃথিবীকে একটি গ্লোবাল ভিলেজে রুপান্তর করেছে। মুঠোফোন কিংবা ল্যাপটপের সাথে ইন্টারনেট সংযোগ করে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করা সম্ভব হচ্ছে। এটি বিজ্ঞানের একটি সবচেয়ে বড় আবিষ্কার যা আমাদের জীবনকে সহজ করে তুলেছে।

এবং সবশেষে আমি যে আবিষ্কারের কথা বলতে চলেছি সেটি হচ্ছে চিকিৎসা প্রযুক্তি। বিজ্ঞানের অন্যতম আবিষ্কার হচ্ছে উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন এক্সরে। যার মাধ্যমে খুব সহজেই যেকোনো রোগ সনাক্তক করা সম্ভব। এবং যথাযথ চিকিৎসা দিয়ে তা নিরাময় করা সম্ভব।

Artist Inventions Group Work in Pink Blue Illustrative Style (1).png
ছবিটি ক্যানভা দিয়দ প্রস্তুত করা

আমার কিছু শুভানুধ্যায়ীকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। @jimiaera02, @mostofajaman, @pelon53 প্রতিযোগিতার লিঙ্কটি 👇

SEC-S15W1: The Wonder of Science

And I invite you to support @pennsif.witness for growth across the whole platform through robust communication at all levels and targeted high-yield developments with the resources available.

Click Here

Cc :
@steem4bangladesh

Best regards,

shahariar1

Olivia Wilson.jpg

Thanks for reading the content

The End

Sort:  
 5 months ago 

I really liked reading you, just like you I believe that it is science that has allowed our days to be so simple, thanks to science there is so much modernity and technology... In fact I agree With the internet being an extraordinary invention, I love that you highlighted electricity.
Success in the challenge and blessings always.

 5 months ago 

Thank you very much madam. For taking your valuable time to leave a nice comment. Your comments inspire me.

 5 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...
 5 months ago 

মানব কল্যাণে বিজ্ঞান এর অবদান কখনোই অস্বীকার করা যাবে না। মানুষের দৈনন্দিন জীবনে থেকে শুরু করে শিক্ষা, শিল্প চিকিৎসা, বিনোদনে এমকি কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান অপরিহার্য। এমন কোন খাত নেই যা বিজ্ঞান এর নির্ভর না ! আধুনিক সভ্ভতার মূল ভিত্তিই হলো বিজ্ঞান।

প্রিয় ভাই, কথাটি বেশ ভালো লাগলো আমার৷ তবে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামীনের, যিনি এমন জ্ঞান মানুষের মস্তিষ্কে দান করেছেন, যার কারনে মানুষ সেই জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস আবিষ্কার করে আসছে, এতে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, মানুষ এসব ব্যাবহার করতে পারছে।

একটা সময় ছিলো যখন এতো সব নামি-দামি জিনিস ছিলো না। কেউ কখনো ভাবেওনি ভবিষ্যতে এসব আসবে। আমরাও জানিনা আমাদের ভবিষ্যতে কী কী আসবে। তবে অবশ্যই আল্লাহর দেয়া এই বৈজ্ঞানিক সুত্রে মানুষের অগ্রগতি হয়েছে। এতে বিজ্ঞানের অবদান অনেক বেশি।

ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো এই প্রতিযোগিতায়।

 5 months ago 

প্রথমে আমি আপনার মন্তব্যের জন্য শুকরিয়া আদায় করছি। নিশ্চয়ই সেই আল্লাহ মহান জ্ঞানী যিনি মানুষকে এই জ্ঞেন দান করেছেন। এমন অনেক বিষয় আছে যে বিষয়ে এখনো মানুষ বুঝে উঠতে পারেনি। আল্লাহ যদি চান সেই সব বিষয়েও মানুষকে জ্ঞান দান করবেন সুদূর ভবিষ্যতে। আপনার জন্য শুভকামনা রইল

 5 months ago 

Regards,
Science is great, it has made our life easier. Science is making great contribution in every sector of ours. You want to question Isaac Newton and find out how he came up with the concept of gravitational force. There is no denying that science has made our lives easier. Good luck to you.

 5 months ago 

Yes, Isaac Newton is one of my favorite scientists. So I chose him. Thank you so much for your lovely comment and engagement.

 5 months ago 
@shahariar1, Science is everywhere in our life. Communication, medicine, and education are everywhere the unimaginable contribution of modern science. You mentioned three important contributions of science. I agree with you. We can't imagine anything without electricity. Internet is our communication system Brought to hand. If such treatment had not been discovered, the current situation would have resulted in human catastrophe. I applaud your beautiful presentation and wish you success.
 5 months ago 

Thank you very much for the nice comment. And I believe the three things I have described are the greatest discoveries of science. Which made people's life easy and normal.

 5 months ago 

@shahariar1, you are absolutely right brother.

Hello dear, greetings to you. I hope you are enjoying the sweet moments of your life.

You said you totally agree with this statement, that Slscience has helped build a great civilization. I believe so too. Science work on observation and experiment that's why it is always flourishing and advancing. Hence we can see it's effects on human race too.

I wish you very best of luck in this contest.

 5 months ago 

This infinite discovery of science can never be denied. Science has certainly developed civilization. Thanks for a nice comment.

 5 months ago 

প্রিয় ভাই,
আপনি বিজ্ঞানী নিউটন এর সাথে দেখা হলে মধ্যাকর্ষন শক্তি নিয়ে প্রশ্ন করতেন। বিজ্ঞান মানুষকে আধুনিক করে তুলেছে। আপনি ঠিকই বলেছেন বিজ্ঞান না হলে মানুষ বেঁচে থাকত কিন্তু আধুনিক হত না। আপনি বিদ্যুৎ এবং ইন্টারনেট আবিষ্কার নিয়ে বলেছেন। বিজ্ঞান আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে উন্নত করেছে। বিজ্ঞানের অপব্যবহার আমাদের কে কিছু ক্ষেত্রে ধ্বংস করে দিচ্ছে। অত্যাধুনিক অস্ত্র এবং মোবাইলের অপব্যবহার কিছুটা আমাদেরকে বিপদে ফেলেছে। বিজ্ঞান নিয়ে লেখা অনেক সুন্দর হয়েছে আপনার। শুভকামনা রইলো আপনার জন্য।

 5 months ago 

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আবিষ্কার ইন্টারনেট এবং বিদ্যুৎ আমি মনে করি। এটি ছাড়া আমাদের জীবন কখনোই সহজলভ্য হত না। তাই এই দুটি বিষয়কে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।

হ্যাঁ বিভিন্ন অস্ত্র এবং ইন্টারনেটের অপু ব্যবহার আমাদের কিছুটা বিপদে ফেলেছে । এটি ব্যক্তির মানসিকতার উপর নির্ভর করে। একটি জিনিসের ভালো-মন্দ উভয় দিক রয়েছে। যেমন পারমাণবিক বোমা বিশ্বের শান্তি রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে।

It's true that before we claim to be modern people, we shouldn't underestimate the role of science in the evolutionary trend. In fact, Science made us the modern people we are. One of the greatest invention in the world is the internet. The world has transformed to be a global village because of internet. Good luck on your post.

 5 months ago 

That I totally agree with you. The greatest invention of your world is the Internet. The fact that we are now talking to each other from different countries is also the contribution of the internet. Thank you very much for taking your valuable time to leave a nice comment.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64097.37
ETH 3476.43
USDT 1.00
SBD 2.53