You are viewing a single comment's thread from:

RE: SEC-S15W1: The Wonder of Science

in Steem For Bangladesh6 months ago

মানব কল্যাণে বিজ্ঞান এর অবদান কখনোই অস্বীকার করা যাবে না। মানুষের দৈনন্দিন জীবনে থেকে শুরু করে শিক্ষা, শিল্প চিকিৎসা, বিনোদনে এমকি কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান অপরিহার্য। এমন কোন খাত নেই যা বিজ্ঞান এর নির্ভর না ! আধুনিক সভ্ভতার মূল ভিত্তিই হলো বিজ্ঞান।

প্রিয় ভাই, কথাটি বেশ ভালো লাগলো আমার৷ তবে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামীনের, যিনি এমন জ্ঞান মানুষের মস্তিষ্কে দান করেছেন, যার কারনে মানুষ সেই জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস আবিষ্কার করে আসছে, এতে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, মানুষ এসব ব্যাবহার করতে পারছে।

একটা সময় ছিলো যখন এতো সব নামি-দামি জিনিস ছিলো না। কেউ কখনো ভাবেওনি ভবিষ্যতে এসব আসবে। আমরাও জানিনা আমাদের ভবিষ্যতে কী কী আসবে। তবে অবশ্যই আল্লাহর দেয়া এই বৈজ্ঞানিক সুত্রে মানুষের অগ্রগতি হয়েছে। এতে বিজ্ঞানের অবদান অনেক বেশি।

ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো এই প্রতিযোগিতায়।

Sort:  
 6 months ago 

প্রথমে আমি আপনার মন্তব্যের জন্য শুকরিয়া আদায় করছি। নিশ্চয়ই সেই আল্লাহ মহান জ্ঞানী যিনি মানুষকে এই জ্ঞেন দান করেছেন। এমন অনেক বিষয় আছে যে বিষয়ে এখনো মানুষ বুঝে উঠতে পারেনি। আল্লাহ যদি চান সেই সব বিষয়েও মানুষকে জ্ঞান দান করবেন সুদূর ভবিষ্যতে। আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67388.31
ETH 3311.98
USDT 1.00
SBD 2.74