Requests to new and old users of our community, never become hyper in such situations || এই ধরনের পরিস্থিতিতে কখনই হাইপার হবেন নাsteemCreated with Sketch.

in Steem For Bangladesh3 years ago

IMG_20221029_102334.jpg

Steemit was down for over 24 hours. Sometimes the site is taken offline for development. As a result, users face some complications from posting to logging in.

If the old users understand the matter well and the new users who are there, they often get hyper when they see something like this. Yesterday when the site was down a bit, I noticed that the new users were very hyper and were taking the matter negatively.

Many users inboxed me personally to know when the site will be back to normal. When we saw that there was a lot of hype among you, we made an announcement on Discord that very soon we will see our dream platform as before.

Screenshot_2022-10-29-10-21-46-88_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

Steemit is constantly being developed. Those who understand about websites know that whenever a website development or some new integration work is done, the site is taken offline. And all the development work goes on in the backend which we cannot see.

If the site is developed, its users will benefit the most. Currently, the world is moving towards blockchain technology. We should applaud all initiatives taken for the development of our dream platform. I always appreciate the initiatives taken for the future of Steemit.

So we have a request for our community users especially those who are new users. Never be hyper in such situations in future. You should wait patiently because at the end of the day the development of the site will benefit you me and everyone. So we should take this kind of situation positively.Thank You

#Be_with_Steem,Steem_On.



[বাংলা]

IMG_20221029_102334.jpg

স্টিমিট প্রায় ২৪ ঘন্টারও বেশি সময় ধরে কিছুটা ডাউন ছিলো । মাঝে মধ্যে ডেভেলপমেন্ট এর জন্য সাইটকে অফলাইনে নিয়ে যাওয়া হয় । যার ফলে ‌ইউজাররা পোস্ট করা থেকে শুরু করে লগইন করার ক্ষেত্রে কিছুটা জটিলতার সম্মুখীন হয় ।

পুরাতন ইউজাররা বিষয়টি ভালো ভাবে বুঝলে ও নতুন ইউজাররা যারা রয়েছেন তারা অনেক সময় এইরকম কিছু দেখে হাইপার হয়ে যান ।গতকাল যখন সাইট কিছুটা ডাউনে ছিলো আমি খেয়াল করলাম নতুন ইউজাররা অনেক হাইপার হয়ে গিয়েছিলেন এবং বিষয়টিকে নেগেটিভ ভাবে নিচ্ছিলেন ।

অনেক ইউজার আমাকে পার্সোনালি ইনবক্স করেছিলেন সাইট কবে স্বাভাবিক হবে সেটি জানার জন্য । যখন আপনাদের মধ্যে বিষয়টি অনেক বেশি হাইপ হতে দেখেছি তখন আমরা ডিসকর্ডে এনাইন্সমেন্ট দিয়েছিলাম যে অতি শীঘ্রই আমরা আমাদের ড্রিম ফ্লাটফর্মকে আগের মতো দেখতে পাবো ।

Screenshot_2022-10-29-10-21-46-88_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

স্টিমটকে প্রতিনিয়ত ডেভেলপ করা হচ্ছে । যারা ওয়েবসাইট সম্পর্কে বুঝেন তারা যানেন যে যখনই কোনো ওয়েবসাইটের ডেভেলপমেন্ট অথবা নতুন কিছু ইন্ট্রিগেশনের কাজ করা হয় তখন সাইটকে অফলাইনে নিয়ে যাওয়া হয় । আর ডেভেলপমেন্টের সকল কাজ বেকেন্ডে চলতে থাকে যেটা আমরা দেখতে পাই না ।

সাইটের ডেভেলপমেন্ট হলে সবচেয়ে বেশি লাভবান হবে তার ইউজাররা । বর্তমানে বিশ্ব ব্লকচেইন টেকনোলজির দিকে ধাবিত হচ্ছে । যেহেতু আমাদের প্রিয় স্টিমিট প্লাটফর্ম ব্লকচেইনের অন্তর্ভুক্ত এটির ডেভেলপমেন্টের জন্য নেওয়া যেগুলো উদ্যোগকে আমাদের সাধুবাদ জানানো উচিত । আমি সর্বদা স্টিমিটের ফিউচারের জন্য নেওয়া উদ্যোগ গুলোকে প্রশংসা করি ।

তাই আমাদের কমিউনিটির ইউজারদের জন্যে একটা রিকোয়েষ্ট থাকলো বিশেষ করে যারা নতুন ইউজার রয়েছেন । ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতিতে কখনও হাইপার হবেন না । আপনাদের উচিত ধৈর্য ধরে অপেক্ষা করা কারণ দিন শেষে সাইটের ডেভেলপমেন্ট হলে আপনি আমি এবং সবাই লাভবান হবে । তাই আমাদের উচিত এই ধরনের পরিস্থিতিকে পজিটিভ ভাবে নেওয়া ।

#স্টিমেরসাথেথাকুন,স্টিম_অন


Thank You So Much For Reading My Blog
Sort:  
 3 years ago 

বিষয়টি আমার জানা ছিলো না ভাইয়া। আমিও এ সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ভেবেছিলাম আমার একাউন্টে কোন সমস্যা হয়েছে। এখন আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম।ধন্যবাদ ভাইয়া😊

 3 years ago 

সবকিছু ঠিক আছে । এখন নতুন কিছু ডেভেলপমেন্ট দেখতে পাবেন ।

২০১৮ সাল থেকে বেশ কয়েকবার এইরকম সমস্যার সম্মুখিন হয়েছি। প্রথমে আমারও এমনটাই মনে হচ্ছিলে।

 3 years ago 

আপনিতো তাহলে ভাইয়া সবার পুরাতন ইউজার । জেনে ভালো লাগলো । শুভ কামনা ।

 3 years ago (edited)

জি ভাইয়া @rabibulhasan আমার ফাস্ট আইডি কিন্তু তখন steemit অনেক কঠিন ছিলো। ঠিকভাবে বুঝতাম না। আমার আইডি ব্যান করা হইছিলো।

 3 years ago 

ধন্যবাদ পোস্টটি উপস্থাপন করার জন্য। গতকাল আমি অনেকটা হতাশ হয়েছিলাম যখন দেখছিলাম সাইটি সঠিকভাবে কাজ করছে না। কিছুক্ষণ পরপরই আমি চেষ্টা করছিলাম প্রবেশ করার কিন্তু ব্যর্থ হয়েছি। সারাদিনে কমপক্ষে ৫০-৬০ বার চেষ্টা করেছি গতকাল। আমার দূর্বলতা চলে এসেছে এই প্লাটফর্মের প্রতি 🙂❤️

 3 years ago 

এইটা দূর্বলতা না এইটা ভালোবাসা । এই প্লাটফর্মকে আঁকড়ে ধরে থাকুন । এইখানে কাজ করে শুধুমাত্র আমরা শুধু রিওয়ার্ডসই পাচ্ছি না তার সাথে দেশ বিদেশের বিভিন্ন মানুষের সাথে পরিবারের মতো বন্ধন তৈরি করতে পারছি ।ধন্যবাদ ।

 3 years ago 

ঠিক বলছেন ভাই। আমি আঁকড়ে ধরে থাকবো ইনশাআল্লাহ ভাই।

ভাই এমন সম্মুখীন আমি হয়েছিলাম আপনাকে অনেক ধন্যবাদ এ বিষয়ে জানানোর জন্য ।

 3 years ago 

This post has been featured in the latest edition of Steem News...

 3 years ago 

Thank you Dear ☺️

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 102607.06
ETH 3456.51
USDT 1.00
SBD 0.56