After 11 years Purnamilani ceremony my husband and his friends@oishymaria

in Steem For Bangladeshlast year

Screenshot_20230706-093508_Gallery.jpg

Screenshot

পূর্ণমিলনী অনুষ্ঠানের ব্যানার


Assalamu Alaikum

🌹Hello #Steemit Stale. How are you all.🌹
I am Maria Oishy. I use the username @oishymaria on #Steemit.
I am from #Bangladesh 🇧🇩 among you.


বন্ধুত্বের ভিত্তি কোথায়?

Screenshot_20230706-031234_Gallery.jpg

Screenshot and location

আমরা যারা পড়ালেখা করেছি তারা সকলেই জানি বন্ধুত্বের উৎপত্তি হচ্ছে স্কুল। আমাদের চেয়ে ভাল আর কে জানে। যাদের সঙ্গে আমরা ছোটবেলায় বন্ধুত্ব করি এবং আমরা স্কুলে থাকার সময় আমাদের মনের সব জায়গা দখল করে নেয়?


Screenshot_20230706-031256_Gallery.jpg

Screenshot and location


আমার স্বামী ২০০৫ সালে বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন স্কুলে ভর্তি হয়। তাদের ক্লাসে মোট ১০০ জন শিক্ষার্থী ছিল। তাদের প্রথম ক্লাস শুরু হয়েছিল ১ জানুয়ারি, ২০০৫ সালে।


দীর্ঘ প্রায় ৫ বছর অধ্যয়নের পর তাদের স্কুল লাইফ শেষ হয় ২০১০ সালে। তার বন্ধুরা বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যায়। ২০১০ সালে স্কুল ছাড়লেও পরিচিতদের সাথে কমবেশি যোগাযোগ ছিল সব সময়। সেটা ছিল এলাকাভিত্তিক বা আত্নীয়তার বন্ধনের কারণে।


কিন্তু সকলের সাথে একসাথে একত্রিত হওয়ার মতো কোন সুযোগ হয়ে উঠেনি কখনই। দেখতে দেখতে ১১টি বছর কেটে যায়, তাই সময়ের প্রয়োজনে তাদের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একটি অনলাইন ভিত্তিক প্লাটফর্ম তৈরি করার প্রয়োজন পড়ে।


1688389658050_1688389655423.jpg1688389657976_1688389655384.jpg1688389658016_1688389655406.jpg

Screenshot

ফেসবুক মেসেঞ্জার গ্রুপ


২৯ শে জুলাই ২০২০ সালে এলাকার বন্ধুদের সাথে আড্ডার সময় তারা ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ খোলে। মেসেঞ্জার গ্রুপের নাম দেয় S.S.C Batch দুর্বার ২০১০ । তাদের কাজ শুরু হয় বন্ধুদের একত্রিত করার। একের পর এক বন্ধু তাদের গ্রুপে যোগদান দিতে থাকে।


তার ফলে পুরনো বন্ধুদের সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা আস্তে আস্তে কমতে শুরু করে। দেখতে দেখতে মেসেঞ্জার গ্রুপ খোলারও একটি বছর পার হয়ে যায়। আমার স্বামী তার সব থেকে কাছের বন্ধু তানজিরের দোকানে এক সন্ধ্যা আড্ডা দিচ্ছিল, আড্ডায় অনেক ধরনের কথা হচ্ছিল। আড্ডার মাঝে আমার স্বামী তার বন্ধু তানজিরকে বলে, আমাদের স্কুলের সব ব্যাচ তো পূর্ণমিলনি অনুষ্ঠান করছে আমরাও পূর্ণমিলনী অনুষ্ঠান করলে কেমন হয়। তানজির উত্তরে বলে খারাপ হয় না,করা যেতে পারে। মেসেঞ্জার গ্রুপে এই বিষয়ে কথা বলে দেখতে পারিস। সবাই কি বলে দেখ‌। আমার স্বামী তার আর এক বন্ধু শিমুলকে ফোন দিয়ে তাড়াতাড়ি তানজিরের দোকানে আসতে বলে। শিমুল আসলে, তারা তিন বন্ধু মিলে সব প্ল্যান করে কিভাবে কি করা যায়। প্ল্যান অনুযায়ী আমার স্বামী তাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজ দেয় ও নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে ৯ অক্টোবর ২০২১ সালে।


১১ বছর ৮ মাস
মনে পড়ে কি কিছু
বিদায় নিয়েছিলাম
বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন থেকে।
Source


এই মেসেজের ব্যাপক সারা মিলে।

Screenshot_20230706-050635_Messenger.pngScreenshot_20230706-050425_Messenger.png

Screenshot


তাদের প্ল্যান অনুযায়ী সবকিছু এগোতে থাকা এবং তার বন্ধুদের আরো উজ্জীবিত করার জন্য আমার স্বামী ফেসবুকে আরো একটি স্ট্যাটাস দেয় ১২ অক্টোবর ২০২১ সালে।


বন্ধুত্বের মায়ায় কাছে টানে,
সেই বন্ধুত্বের ডাকে, আবার এক হই পদ্মার পাড়ে।
চলো পদ্মার পাড়েই,
আবার এক সুতোয় গেঁথে যাই ১১বছর পরে।
Source


তার এই স্ট্যাটাস এর প্রথম লাইনটা তাদের স্লোগান হয়ে যায় বন্ধুত্বের মায়ায় কাছে টানে।

1688389658250_1688389655501.jpg

Screenshot & Source


আলহামদুলিল্লাহ
২৮ অক্টোবর ২০২১
সব ধরনের প্রস্তুতি শেষ করে তারা।


ভ্রমণের অনুভূতি প্রতিটি মানুষকে নাড়া দেয়। তবে জাগরণের জন্য অপেক্ষা করতে হবে। এই অনুভূতিগুলি বারবার প্রস্ফুটিত হয় যখন দীর্ঘ সময় আপন জনের সঙ্গে কথা না বলার ব্যকুলতা থাকে। আর তখনই মন চায় প্রকৃতির সেই পরিবর্তনে হারিয়ে যেতে।


IMG_20211029_142052.jpg


২৯ অক্টোবর ২০২১সালের বেলা ১টায় তারা সবাই মিলিত হয় তানজিরের দোকানে।


Screenshot_20230706-051719_Gallery.jpgScreenshot_20230706-092922_Messenger.jpg

Screenshot and location


সেখান থেকে তারা তাদের প্রাণের স্কুল যায়। তাদের বিশেষ মুহূর্ত টা ধরে রাখার জন্য তারা সেখানে কিছু ছবি ও ভিডিও করে।


Screenshot_20230706-092859_Messenger.jpg

Screenshot


তারপর তারা তাদের গন্তব্যের দিকে রওনা দেয়।


IMG_20211029_155538.jpg
Location

গন্তব্যে পৌঁছে তারা তাদের পুরনো স্মৃতি নাড়তে থাকে এবং খুনসুটিতে মেতে উঠে তারা। যেনো হারিয়ে যাওয়া শৈশব তারা আবার ফিরে পেয়েছে।


IMG_20211029_162718.jpg
Location

তারা খাবারের পর্ব শেষ করে


Screenshot_20230706-092852_Messenger.jpgLocationScreenshot_20230706-092931_Messenger~2.jpglocation

Screenshot


নদীর পাড়ে প্রাকৃতিক দৃশ্যে মশগুল হয়ে তাদের পুরানো স্মৃতি পুনরাবৃত্তি করতে থাকে। আড্ডা এত মশগুল ছিল যে কখন বিকেল ঘুরিয়ে সন্ধ্যা নেমে পড়েছেন তাদের কোন খেয়াল ছিল না। বন্ধুদের সাথে অনেক মজা মাস্তি করে এবং পুরনো স্মৃতি তাজা করে বাসা ফিরে আসে রাত 9 টায় আমার স্বামী।


This is my Achievement 1 verified link

25% to @null to support #burnsteem25
10% of this payout for @steem4bangladesh


Goodbye for today; thanks for reading, stay safe, hope all of you are well.


◦•●◉✿Thanks everyone✿◉●•◦


Sort:  
 last year 

এই পুনর্মিলনি কি যে আনন্দ দেয় ।
৫ বছর এক সাথে থেকে এখন সবাই যার যার মত ব্যাস্ত সময় পার করছে । এই সময়গুলো এখন ঈদ ছাড়া আর হয় না আমার । বন্ধুত্বগুলো অটুট থাক চিরকাল। আপনার জন্য শুভকামনা।

 last year (edited)

ধন্যবাদ জানাই আমার আর্টিকেলটি পড়ার জন্য এবং সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনি ঠিকই বলেছেন কর্মব্যস্ততায় ইচ্ছা থাকা সত্ত্বেও প্রিয় বন্ধুদের সাথে খুব একটা সময় কাটানো হয় না। বিশেষ দিনগুলোতে যখন বিশেষ মানুষ থাকে তখন সে দিনগুলো সত্যিই অসাধারণ হয়ে ওঠে যা ভাষায় প্রকাশ করা যায় না।

Schon immer wieder interessant fest zu stellen wie falsch das Bild von Bangladesh hier bei uns ist .

!invest_vote

 last year 

I think it is due to economic reasons. Now we are starting to get a little richer economically and our culture is starting to change. I think it's because you can't fulfill your hobbies without economics.

Ok , I see .

!invest_vote

@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !

@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !

 last year 
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiary 10 %
Voting CSI9.8 ( 0.00 % self, 89 upvotes, 42 accounts, last 7d )
Period2023-07-08
Transfer to VestingPowerUp : 90.432 STEEM
Cash Out
0
Result Club75

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

 last year 

@mostofajaman sir
Thanks for reviewing my post and account.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58471.44
ETH 2587.53
USDT 1.00
SBD 2.44